ইউজার লগইন

ব্লু-মুন = নীল চাঁদোয়া....

নীল চাঁদোয়া...
আকাশটাকে আজ লাগছে যেন,
মাঝে মাঝে কিছু কিছু তারা বোনা...
বৃষ্টি ধোয়া

এই গানটা দূর্দান্ত লাগতো এক সময়... শম্পা রেজা হয়তো সেই আমলেই জানতেন ব্লু মুনের বিষয়ে। আমরা জানলাম হপায় Sad

অধুনা ব্লু-মুনের একটা ক্রেজ দেখলাম। আমাদের বন্ধুদেরই দুইটা গ্রুপ দেশরে দুই প্রান্ত থেকে ব্লু-মুন দেখতেছে সদলবলে। এক দল সুনামগঞ্জে আর এক দল বরগুনা গেছে চাঁদ দেখতে। আজ পত্রিকায় দেখলাম ঢাকার আশে পাশেই নাকি দর্শনার্থীরা ভীর করেছে ব্লু মুন দেখার জন্য। অগত্য আমাদের তো আর দুরে কোথাও যাওয়ার নেই.. তাই মহল্লার চিপা অথবা বাড়ির ছাদই ভরসা। তাই মহল্লার কতিপয় উৎসাহী লোকজন শ্যামলীর কোন এক ছাদে বসছিলো চাঁদ খুজতে...

Blue Moon
ফটো ক্রেডিট: ফারহানা জেবীন

ফটো: ঋহান চাঁদ খুজতেছে

শুধু কি ঋহান একাই চাঁদ খোজে?
Blue Moon

নতুন টার্ম আইফনুগ্রাফার
এখন শিখি হোয়াট ইজ আইফনুগ্রাফার? আইফোন সহযোগে যেই ফটুক উৎপাদন হয় তাহাকেই আইফনুগ্রাফার কয়। এখন যেহেতু শিক্ষা ব্যবস্থা ইমেজ বেইজড... তাই নিচের ফটুক দ্রষ্টব্য।
Blue Moon

মহল্লার খোঁজ দ্যা চাঁদ টিম (চাঁন মিয়া খোঁজে)
১.
Blue Moon

২. লুকাইয়া ক্যামেরার ভিত্রে দিয়া চাঁন মিয়ারে দেখার তরিকা Wink
Blue Moon

৩. বুদ্ধিমান্রা খাওনের আগে Wink
Blue Moon

ব্লু মুন আসলে ক্যামন হতে পারে?
Blue Moon

আমাদের শিক্ষানবীশ ফটোগ্রাফার জেবীনের চোখে:
Blue Moon
ব্লু-মুন

রায়েহাত শুভর চোখে ব্লু-মুন
Blue Moon

আমার চোখ আউলাইয়া গেছে এক ভাইজানের ফটুক দেইখা... অনুমতি না থাকায় তার ছবি এইখানে পোস্ট করা যাচ্ছে না লিংকুতে টিপি দিয়া দেইখা আসেন ... কত রংয়ের চাঁদ আছে দুইন্নাতে।

আমি এক্টা ফটুক তুলছিলাম চান্দের... এইখানে পাইবেন

পোস্টটি ১৪ জন ব্লগার পছন্দ করেছেন

শওকত মাসুম's picture


তেব্র ধিক্কার

স্বপ্নের ফেরীওয়ালা's picture


ভালাই চাঁদবাজি Wink

~

রন's picture


ঋহান রে মাঝে মধ্যে ক্যাসপার এর মত লাগে দেখতে Tongue

বিষণ্ণ বাউন্ডুলে's picture


আপনের ফটুকে ময়লা বেশি!

রাসেল আশরাফ's picture


নীল চাঁদোয়া গানটা শুভ্র দেব আর কনকচাঁপার গাওয়া না? আর বৃষ্টি ধোঁয়া না মিষ্টি ধোঁয়া?? Tongue
============
আপ্নাগো বড় বড় ক্যামেরা আছে সাথে চাঁদ আছে আমাগো ক্যামেরাও নাই চাঁদও নাই Sad

তানবীরা's picture


শুভ্র দেব আর সাবিনা আকতার রুনা

ছবি দেখা যায় না কেন!!! Puzzled

রায়েহাত শুভ's picture


যাউক এটলিস্ট ব্লুমুনের উসিলায় আপ্নের পোস্ট নাজেল হইছে... অভিনন্দন... Wink

অনিমেষ রহমান's picture


ভুইল্লা গেছি ফুল মুন দেখছে।
মাগার চাঁনতো ডেইলী দেহি!
লেখা আর ফটুক ভালু পাইছি।

মীর's picture


আইফোন সহযোগে যেই ফটুক উৎপাদন হয় তাহাকেই আইফনুগ্রাফার কয়

এইটা সংজ্ঞা হয় নাই। আসলে আইফোন সহযোগে যেই ফটুক উৎপাদন হয় তাহাকে আইফনুগ্রাফি বলে। আর যিনি উৎপাদন করেন তিনি আইফনুগ্রাফার।

যাউক্গা ছবির সুন্দরী আইফনুগ্রাফারটিকে চিনা চিনা লাগতেসে। কিন্তু কই দেখসি মনে করতে পারতেসি না

১০

টুটুল's picture


ম্যালাদিন না পোস্টাইলে মনে রাকপেন ক্যাম্নে Wink

১১

জ্যোতি's picture


সুন্দরীদের সবাই মনে রাখে গো! সুন্দরী না বলে লুকে ভুলে যায়। আফসুস Sad

১২

মীর's picture


সেটাই, আফসুস Sad

১৩

নিভৃত স্বপ্নচারী's picture


তপন-শম্পা রেজার কণ্ঠে গানটা সেসময় খুব জনপ্রিয়তা পায়, আমারও খুব ভাল লাগতো।
ছবিগুলো সুন্দর !

১৪

জ্যোতি's picture


আমার ক্যামেরা নাই দেখে মাইনষে আমার তোলা ঝাপসা ফটুক দিয়া এরম অফমান করলো? Sad(
আইফোন কি জিনিস? বানাম কি? Tongue

১৫

আরাফাত শান্ত's picture


আহা কী মনোহর আড্ডাবাজী এক বেচারা নীল চাঁদ উপলক্ষে!
পোষ্ট দেয়ার জন্য অভিনন্দন!

১৬

রাফি-অফ্লাইন's picture


বাংলাদেশ অনেক উন্নতি করছে বুঝা যায়। আগে দেশে এত বড় চাঁদ দেখা যাইতো না, শুধু বিদেশেই দেখা যাইতো। এখন দেশেই বড় চাঁদ দেখা যায়।
Nerd

১৭

প্রিয়'s picture


ঋহানের ফার্স্ট ছবিটা দারুন হইসে।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

টুটুল's picture

নিজের সম্পর্কে

আমি আছি, একদিন থাকবো না, মিশে যাবো, অপরিচিত হয়ে যাবো, জানবো না আমি ছিলাম।

অমরতা চাই না আমি, বেঁচে থাকতে চাই না একশো বছর; আমি প্রস্তুত, তবে আজ নয়। আরো কিছুকাল আমি নক্ষত্র দেখতে চাই, শিশির ছুতেঁ চাই, ঘাসের গন্ধ পেতে চাই, বর্ণমালা আর ধ্বনিপুঞ্জের সাথে জড়িয়ে থাকতে চাই, মগজে আলোড়ন বোধ করতে চাই। আরো কিছুদিন আমি হেসে যেতে চাই।

একদিন নামবে অন্ধকার-মহাজগতের থেকে বিপুল, মহাকালের থেকে অনন্ত; কিন্তু ঘুমিয়ে পড়ার আগে আমি আরো কিছু দুর যেতে চাই।

- হুমায়ুন আজাদ