ইউজার লগইন

ব্লগর ব্লগর

দেশের অগ্রগতী নিয়া বিস্তর আলোচনা শুনি বিভিন্ন ফোরামে... পত্রিকায়... রিপোর্টে... বৈদেশিক গবেষণায়। দেখে পুলকিত হই। ভালোলাগায় বুকটা ৩ ফুট উচা হইয়া যায়। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।

বাস্তবতা আসলে কি?
৮৯'এ ডিফরেন্টাচ নামের একটা ব্যান্ডের প্রথম এলবাম বের হয়। সুপার হিট সেই এলবামে তখনকার রাজনীতি নিয়ে একটা গান ছিলো। আজ ২০১৪ থেকে মাত্র সপ্তাহ খানেক আগে দাড়াইয়া অবস্থার কোন পরিবর্তন পেলামনা Sad

জনগণের ভোটাধিকার এবং গণতন্ত্র রক্ষায় দুই নেত্রীতো বলতে বলতে মুখে ফ্যানা তুইলা ফেলতেছে। সেই ফেনিল বুদ্বুবুদে আমাদের নি:শ্বাস যে বন্ধ হওয়ার উপক্রম হইছে... সেদিকে খেয়াল নেই কারোই।

আজ হাটে মাঠে ঘাটে সর্বত্রই আলোচ্য বিষয় হচ্ছে নির্বাচনী প্রার্থীদের সম্পদের বিবরণী। হয়তো এটাই আমাদের একমাত্র বিনোদন। আরতো কিছু করার নাই আমাদের। শুধু দেখেই যাব। আর হিসাব করবো কোন দল কার চাইতে কত বেশীতে জিতল।
======================

একটু দেখেন ৮৯এ ডিফরেন্টাচের সেই গানটা এখনো কতটা ঠিক
===========
হাল জামানার রাজনীতি ভাই, করতাছি যে আমরা সবাই
পেছন পকেট সদাই গরম , গলা বাজির আছে যে সায়।।
এ মন হায়,
একবার দুইবার নেতা হইবার চায়
শুনছি নাকি নেতারা সব এয়ারকন্ডিশন পায়।।
হরতাল মিছিল চালাইয়া যাও, রিকশা গাড়ি ভাইঙ্গা ফালাও
পেছন পেছন আছি আমি, কোন কিছুর ভরশা নাই।
বিশ্রামেতে যাইয়া নেতা সপ্নে চোখ বুলাই
বঙ্গভবন যাইতে নেতা মার্সিডিজ চালায়
বাইরে গরম চলতায়াছে, সেখানে তা নাই
মরলে মরব যুবকরা সব, আর মরলে টোকাই।।
বড় সাধ,
একবার আমি মিনিষ্টার হব
মিনিষ্টারি না পাইলেও এমপি হব
ইলেকশনে দাড়াইবেন ভাই, শিক্ষাগত যোগ্যতা চাই
প্রাইমারি পাশ না হইলে স্যার হইয়া যাইবেন ডিসকোয়ালিফাই।।
দেশের সেবা করব বলে, দাড়াইছি ভাই দলে দলে
খুন খারাবির দোষ তাতে কি , রায়টা আমার পক্ষে যে চাই
গনপতি কবে হব, সুইস ব্যাঙ্কে নোট জমাব
হর হামেশা চিন্তা শুধু, বিনা লাভে দিন বুঝি যায়।
এবার কন,
কার কি মনে চায় একটা বার হুনতাম
কপাল গুনে যদি দ্যাশের গদিটা পাইতাম
একশ কথার এক কথা ভাই , বলতে মোদের দোষ কিছু নাই
ভক্তি আছে যেমন তেমন, কাম করনের নাইকো বালাই
ঝড় বন্যাতে ভাইসা গেছে, বৈদেশি ডলার আইসাছে
ডুব দিয়াছে কোন গুদামে, আমরা কিন্তু কিছু দেহিনাই

পোস্টটি ২০ জন ব্লগার পছন্দ করেছেন

আরাফাত শান্ত's picture


গানটারে ভালো পাই!

টুটুল's picture


Smile

নিভৃত স্বপ্নচারী's picture


অনেকদিন পর গানটার কথা মনে পড়লো। তখন খুব শুনতাম। Puzzled

সামছা আকিদা জাহান's picture


সেই এক কালের মজার গান।

স্বপ্নের ফেরীওয়ালা's picture


এইতো সেদিনের কথা...মাঝে ২৪ বছর চলে গেছে? খাইছে...

মীর's picture


ছোট্ট একটা ভুল তথ্য দেয়া হইসে লেখার মধ্যে।

জনগণের ভোটাধিকার এবং গণতন্ত্র রক্ষায় দুই নেত্রীতো বলতে বলতে মুখে ফ্যানা তুইলা ফেলতেছে।

এই দুইটা অধিকার আসলে এক নেত্রীই রক্ষার ঠিকা নিছে। আরেক নেত্রী রক্ষা করতেসে সাংবিধানিক অধিকার।

কেউ রক্ষা করতেসে না মানুষের জীবন ধারণের অধিকার।

কথাটা শুক্রবার সকালে শুনলাম বিচারপতি হাবিবুরের মুখে।

দূরতম গর্জন's picture


দেশের জন গন যখন সম্মিলিত ভাবে দেশের ভালোর বিষয়ে ঐক্যমত্যে না আসতে না পারবে ততদিন এসব সমস্যা গুলো চলতেই থাকবে

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

টুটুল's picture

নিজের সম্পর্কে

আমি আছি, একদিন থাকবো না, মিশে যাবো, অপরিচিত হয়ে যাবো, জানবো না আমি ছিলাম।

অমরতা চাই না আমি, বেঁচে থাকতে চাই না একশো বছর; আমি প্রস্তুত, তবে আজ নয়। আরো কিছুকাল আমি নক্ষত্র দেখতে চাই, শিশির ছুতেঁ চাই, ঘাসের গন্ধ পেতে চাই, বর্ণমালা আর ধ্বনিপুঞ্জের সাথে জড়িয়ে থাকতে চাই, মগজে আলোড়ন বোধ করতে চাই। আরো কিছুদিন আমি হেসে যেতে চাই।

একদিন নামবে অন্ধকার-মহাজগতের থেকে বিপুল, মহাকালের থেকে অনন্ত; কিন্তু ঘুমিয়ে পড়ার আগে আমি আরো কিছু দুর যেতে চাই।

- হুমায়ুন আজাদ