ইউজার লগইন

আমিও ব্লগে আইসা পরছি.........

ওরেরে আমি ব্লগে ঢুইক্কা গেছি ......অহন খালি ব্লগিং.........
মুসকিল হইছে ব্লগে যারা লেকতাছে, হেরাতো আমারে চিনেনা। আবার আমিও সবতেরে চিনিনা। এবি'র কেউ কেউ চিন্তেও পারে। না চিনলেও সমেস্যা নাই। ফুটু একখান দিয়া দিছি। নিজ দায়িত্বে চিন্না লইয়েন। না লইলেও সমেস্যা নাই। লিখালিখি অবশ্য তেমন পারিনা, খালি পর্তে পারি। আপ্নেরা বেবাক্তে লেখেন। আপাতত পইরাই উপস্থিতি জানান দিতে থাকি। জইমা উঠুক এবি'র ব্লগ। ভালো থাইক্কেন সক্কলে.........দেখা হবে সময়ে অসময়ে......(না থাউক অসময়ে দেখা করতে চাইলে আবার কেউ মাইন্ড খাইতে পারে)
ভালা কথা আমার নাম হইসে... সুমন

পোস্টটি ১৪ জন ব্লগার পছন্দ করেছেন

সোহেল কাজী's picture


সুমন, স্বাগতম আপনাকে

আপন_আধার's picture


থ্যাংকু সোহেল ভাই Laughing

সাঈদ's picture


আহেন কোলাকূলি করি।

আপন_আধার's picture


কোলাকুলির ইমো দিতারিনা Frown Cry 

সাক্ষাতে কইরা লমুনে

রন's picture


বাহ আপ্নেত দেখি ভালই লেখালেখি শুরু করসেন! গুড... ওয়েল্কাম জানাইতে হইব? আপ্নেত aB'র পুরান পাপী!

আপন_আধার's picture


ওয়েল্কাম যত দিবেন, তত পকেটে লমু। লসের তো কিছু নাই Laughing

আমি কিছু করিনাই। পাপী হইতে যামু কেন ???

নজরুল ইসলাম's picture


সুমন, এন্ট্রি ফি কই?

আপন_আধার's picture


দিয়া দিমু নজরুল ভাই। লিখ্খা রাখেন Laughing

লোকেন বোস's picture


স্বাগতম আপনাকে

১০

আপন_আধার's picture


ধন্যবাদ আপনাকে

১১

টুটুল's picture


কোন কিছুই ফ্রি হপে না সুমন
পাট্টি দেও

১২

আপন_আধার's picture


আগেরটি খাইয়া লই। সিরিয়াল আইলে নিচ্ছয় দিয়াম Laughing

১৩

রন's picture


এইটা ঠিক কইসে, সিরিয়াল মেন্তেইন করা হউক!
দেন ২২ল ভাই পাট্টি দেন

১৪

আপন_আধার's picture


২২ল ভাই, বিস্পতিবার দিয়েন। Laughing । নইলে আইতে হাঙ্গামা হইপে

১৫

তানবীরা's picture


স্বাগতম সুমন আপনাকে।

১৬

আপন_আধার's picture


ধন্যবাদ আপনাকে ।
আপনি নেদারল্যান্ড প্রবাসী ?

১৭

তানবীরা's picture


জ্বী

১৮

আপন_আধার's picture


হুমমমম......সময়ে পরিচিতি বাড়বে আশা করি।

১৯

মাসরুর's picture


আপনাকে স্বাগু! (স্বাগতম! ) Tongue out

২০

আপন_আধার's picture


হুদা স্বাগু ?? ছা দিবেন্না ?? Tongue out

আপনেরে ধইন্না। (যে কয় কেজি লাগে)

২১

মাসরুর's picture


আগে স্বাগু লন, পালতে থাকেন... এরপর ছা ঠিকই পয়দা হইবো! ;)

কয়েক কেজি হইলে তো ধইন্যাপাতা চাটনি খাওন যাইবো! :)
 

২২

মলিকিউল's picture


স্ব্যাগেতম!

২৩

আপন_আধার's picture


ভাইজান কি গানের ভাষায় কইলেন ? আপনেতো ভালো গান জানেন Laughing

২৪

আপন_আধার's picture


ধুরু বাই, এইডাতো বচ্ছর খানেকের মামলা । আমি ভাবলাম আজকা সক্কালের চা-ডা আপনেত্তেই খাই Laughing

২৫

মাসরুর's picture


Oil+come!

চইলা  আসেন! একত্রে চা খামু! :)

২৬

আপন_আধার's picture


চা-য়ে oil দিলে খাওন যাইব ?

২৭

মাসরুর's picture


কোন oil দরকার ! ;-)

২৮

আপন_আধার's picture


আপাতত চা-েয় দিয়েন্না । লাগলে পরে জানায়াম

২৯

মীর's picture


চা কি এখন লাগবো সুমন ভাই?

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

আপন_আধার's picture

নিজের সম্পর্কে

গভীর চিন্তা করেও আজও কেন যেন বুঝে উঠতে পারিনি, আমি কেমন মানুষ ?
এইটুকু বুঝি ................ একজন প্রতিভাশুন্য মানুষ ............