শেখ হাসিনা
শেখ হাসিনা তো শুধু আস্তিক নাস্তিকের প্রধান মন্ত্রী নন। তিনি বাংলাদেশের প্রধান মন্ত্রী। সবাই তার কাছে সমান। আর কে আস্তিক কে নাস্তিক সে তো শুধু আল্লাই জানেন। কেঊ কি কারও অন্তর ছেদন করে দেখেছেন কে আস্তিক বা কে নাস্তিক। কেঊ নাস্তিক হলে আল্লাহ তায়ালাই তাকে শাস্তি দিবেন।
আল্লাহ তো তার রহমত হতে কাঊকে বঞ্চিত করেন না।আমি আপনি বঞ্চিত করার কে? তাই যদি হত তবে চীন, জাপান ও সাড়া পৃথিবীতে যে সকল নাস্তিক আছে তাদেরকে তো আল্লাহ সহসাই শেষ করতে পারেন।
ওয়াসিয়া কুরশিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ্বি, ওয়ালা ইয়া ঊদুহু হিফজুহুমা অয়া হুয়াল আলিয়্যূল আযীম। (আয়াতুল কুরসীর অংশ বিশেষ)
অর্থঃ তাঁর সিংহাসন আকাশ ও জমীনকে বেষ্টন করে আছে, সাড়া পৃথিবীর সব কিছু সংরক্ষণ করা তার পক্ষে কঠিন নয়। তিনি সর্বোচ্চ ও সর্বাপেক্ষা মহান।
৩০/০৪/২০১৩ইং
কিছু কথা বলি,
আশা করি রাগ করবেন না।
আপনি এবি তে আছেন
১৫ দিন হল।
এর মাঝে আপনি বিভিন্ন লেখায়
মন্তব্য করেছেন ২৫টি এবং
নিজে পোস্ট দিয়েছেন ১৩ টি।
এবি কিন্তু একটি পাবলিক ব্লগ,
আপনার ব্যাক্তিগত ব্লগ নয়।
লিখুন, তবে একটু রয়েসয়ে।
অন্যদের লেখাও পড়ুন সময় পেলে।
দুঃখিত এভাবে বলার জন্য।
ভালো থাকুন।
ভাইয়া আপনাকে ধন্যবাদ। দুঃখ পাবার কিছু নেই। বরং খুশি হয়েছি। ভাল থাকবেন।সাব্ধানে থাকবেন।
কেন!!!!
৫ তারিখে হেফাজতের কর্মসুচী ও ফেবুতে বিভিন্ন স্ট্যাটাসের জবাবে লেখাটা পোষ্ট করা হয়।
তবে একজন আস্তিক ও মুসলিম হিসেবে আমি বিশ্বাস করি নাস্তিক যারা আল্লাহ তাদের শাস্তি দিবেন।
আপনি মুসলিম হলে আল কোরানের সুরা আলে-ইমরানের ২ থেকে ৪ নম্বর আয়াত পড়লেই তার উত্তর পাবেন।
যারা কোরান পড়বেন না তারা সবাই শাস্তি পাবেন? তাহলে খোদা বিভিনন ধরম গোতরো, বরন কেন বানালেন? ইচছে করে শাস্তি দেয়ার জন্যে? বাহ ভালতো
আমার মনে হয় আপনি আমার বর্ণিত আয়াত গুলো ভাল ভাবে পড়েন নি বা পড়তে জানেন না। পড়লে আপনি এ প্রশ্ন করতেন না। যার যা বিশ্বাস তাকে তা নিয়েই থাকতে দেন। ধর্মীয় যেমন কিছু গোড়া আছে, উদারপন্থিদের মাঝেও কিছু গোড়া আছে। আপনি প্রতিটি লেখা খুব মনঃযোগ দিয়ে পড়েন এ জন্য ধন্যবাদ। কিন্তু আমার মনে হয় আপনি নিজের দিকে কখনও দেখেন না। আপনার এ মন্তব্যটুকুতে কয়টা বানান ভূল আছে, একটু বলবেন কি? আপনি টিপ সহি মন্তব্য কেন করছেন তার উত্তর দিলেন না। আশা করি উত্তর দিবেন।
মন্তব্য করুন