জপ নাম গাহ গান
আবুল হোসেন
হাসনাবাদ
৩১/১২/২০২০
জপ নাম গাহ গান//
আজি নতুনের আগমনে গাহ গান নিরজনে
কুটিরে কুটিরে কিংবা নিপবনে।।
আজি বিনায় মুরজে গরজে শ্বশনেে
মিনারে মিনারে আজানে আজানে
জপ নাম গাহ গান নিরজনে।
কুটিরে কুটিরে কিংবা নিপবনে।।
যত দুঃখ যত খরা ভরিয়া আছে ধরা লও গো তুলি
যত পাপ তাপ লেগেছে অভিসম্পাত দাও, দাও গো তব করুণার ঝুলি।
পূর্ব গগন আলোকিত যেমন ধুইয়া মুছিয়া কর সাফ
চাই ক্ষণে ক্ষণে।
জপ নাম গাহ গান নিরজনে।
কুটিরে কুটিরে কিংবা নিপবনে।।
তব সৃজিত রংগমঞ্চে রোদন হাসন নয়ত বারণ
তবে কি শুধু হাসিব আপন, না করি রোদন
তুমি চাহিলি হবে বিলক্ষণ ওহে নিখিল রাজন
চাটনি সম রোদন হাসিতে করিব বরণ।
দাও দাও দাও দাওগো চাহি ক্ষণে ক্ষণে।
জপ নাম গাহ গান নিরজনে।
কুটিরে কুটিরে কিংবা নিপবনে।।
মন্তব্য করুন