খেলছিসনা ডাংগুলি খেলা
খেলিসনা ডাংগুলি খেলা
হাসনাবাদ
২/১/২০২১
রাহেলা ওই রাহেলা
একটু শোন,শোন নারে
যা যা খেলিশনা তুই ডাংগুলি খেলা
দেখছস নি এই পরীর মেলা আমি তাগোর রানী
উল্টাপাল্টা কথা বলবি মাইয়ার হাতের ধলাই খাবি
টানবি জেলের ঘানি, তুই টানবি জেলের ঘানি।
সখাী আয় আয় আয় তোরা ধরতো শালারে
বন্ধু আয় আয় আয় তোরা ধরতো হরিনীরে
বন্ধু আয় আয় আয়।
জেল জুলুমের খেতা পুরি,মারিস না আর জারিজুরি,আমার মামা এমপি আছে
কাউরে ডরাইনি, আমি কাউরে ডরাইনি।
বন্ধু আয় আয় আয় তোরা ধরতো হরিনীরে
বন্ধু আয় আয় আয়।
সখী আয় আয় আয় তোরা ধরতো শালারে।
আমার চাচাও মন্ত্রী রানিং, ভাবিস না তুই একাই কানিং,
এলাকার নাম শুনলে জানি,একাই খাবি দশগ্লাস পানি। শালার সাহস দেখছনি। শালার সাহস দেখছনি
সখী আয় আয় আয় তোরা ধরতো শালারে।
সখী আয় আয় আয়।
কোন জেলাতে বাড়ি তোমার কোন ক্লাসেতে উঠছ এবার
ফেসবুকেরই আইডি তোমার দাও না তোমায় বলি বারবার
ফ্রেন্ডরিকুয়েষ্ট দিব আমি দয়া করে ও হরিনী এক্সেপ্ট কুরবানি।
আমার বন্ধু হবানি।
বন্ধু আয় আয় আয় তোরা ধরতো হরিনীরে
বন্ধু আয় আয় আয়। তারে বন্ধু বানামুনি।
তারে ঘরনী বানামুনি
ঘরনী তোমার হইতে পারি, দেওগো যদি ফ্লাটবাড়ি
সাথে একখান প্রিমিও গাড়ি, করতে শপিং হাতের করি দিতে পারবানি।
দিমু দিমু সবই দিমু, বাড়ি গিয়া মাকে কমু
পাইছি এক মোহিনীর দেখা,থাকবো না আর একা একা
মাগো ঔই মানিনীরে বউ বানাইবানি।
তোরা আয় আয় আয়
ওরে কুলে তুলে দে
সখি আয় আয় আয়
ওরে আমার করে দে।
মন্তব্য করুন