ও স্বজনী ও স্বজনী
গীতিকবিতা//তুমি কেন অভিমানিনী
আহসান হাবিব
হাসনাবাদ আর্মি ক্যাম্প
৩০/১২/২০২
মডিফাই /৮/৯/২০২১
ও স্বজনী ও স্বজনী,তুমি কেন অভিমানিনী-২
অভিমানের করো অবসান এসো গাও গান
এখনি হবে অবসান যামিনী।
ও স্বজনী ও স্বজনী
তুমি কেন অভিমানিনী
এহেন বেলায় বালুকা বেলায়
শ্যামসুন্দর খেলায় আপনাকে রেখেছ হেলায়
নিপবনে দেখ আসি বিহগ বাজায় বাঁশি
পুস্প কতশত আপনা আপনা মত
বাটিছে সুঘ্রাণ কাড়িতে নয়ান,
দাঁড়িয়ে আাছে,দাঁড়িয়ে আছে কামিনী
ও স্বজনী ও স্বজনী
তুমি কেন অভিমানিনী
ও স্বজনী ও স্বজনী
তুমি কেন অভিমানিনী
হৃদয় যে হিমালয় নয়তো মহাসাগড়
কতশত বন, ভরিয়া আপনা বক্ষ যখন
হিমালয় দাঁড়িয়ে আছে
সাগড়েও তখন নদী নদীতে বহমান
নিতেছে আপনা আপনা আপনা কাছে।
তোমারই এ হৃদয় সেতো হিমালয়
সেতো সাগর নয়ত মিছে অভিমানিনী
তুমি কেন অভিমানিনী।
ও স্বজনী ও স্বজনী
তুমি কেন অভিমানিনী
ও স্বজনী ও স্বজনী
তুমি কেন অভিমানিনী
মন্তব্য করুন