আমার বিরহ ব্যাথায় কাঁদে আকাশ
গীতিকবিতা/আমার বিরহ ব্যাথায় কাঁদে আকাশ
আহসান হাবিব
হাসনাবাদ আর্মি ক্যাম্প
৯/৯/২০২১
আমার বিরহ ব্যাথায় কাঁদে আকাশ কাঁদে কেকা ঔই দুরে
শুধু বরসায় নয়, আমি যখনই কাঁদি তব বিরহে মম অন্তরে।
যতটুকু আবেগ ছিল তোমার ততটুকুই না হয় দিতে মোরে।
আমার বিরহ ব্যাথায় কাঁদে আকাশ কাঁদে কেকা ঔই দুরে
আমার আবেগ বেশী,তোমাকে অনেক অনেক জ্বালাই
আমার জ্বালায় পল্লবিত তুমি, নিজেকে নাকি ফেল হারাই
যতটুকুই আবেগ ছিল তোমার ততটুকুই না হয় দিতে মোরে।
আমার বিরহ ব্যাথায় কাঁদে আকাশ কাঁদে কেকা ঔই দুরে
আর তো কাউকে পাইনি আজো দিতে আমার সকল জঞ্জাল।
আধো রাতে এলেই যখন কেন চলে গেলে না হতেই সকাল।
সকাল দুপুর সারাটাদিন থাকতে যদি জীবনটা যেতো আহলাদে ভরে?
যতটুকুই আবেগ ছিল তোমার ততটুকুই না হয় দিতে মোরে।
আমার বিরহ ব্যাথায় কাঁদে আকাশ কাঁদে কেকা ঔই দুরে।।
মন্তব্য করুন