আমারে ছাড়িয়া
গীতিকবিতা/ আমারে পাগল করিয়া
আহসানুল হাবিব
২৮/১২/২০২১
আমারে পাগল কইরা ছাইড়া যাইও না।
তোমার মতো দয়াল বন্ধু কোথাও পাবো না।
জীবন যৌবন সব সপিলাম হইয়া দিওয়ানা।
কত খেলা খেল তুমি বুঝতে পারি না।
আমারে পাগল কইরা ছাইড়া যাইও না।
ছোট্ট প্রাণী মাকড়সা জাল বানায় কি যতনে
দৈর্ঘ্য প্রস্থ সঠিক মেনে জাল বানায় প্রতি ক্ষনে
কিসের আঠা লাগায় জোরা দিতে জাল আমার মাথায় আসে না।
কত খেলা খেল তুমি বুঝতে পারি না।
আমারে পাগল কইরা ছাইড়া যাইরা যাইও না।
এই যে দেহ মেশিন খানা,লিখলে কভু শেষ হবে না
ঘুমের ঘুরেও যদি আসে পায়খানা বিছনা তবু খারাপ হয়না
কিযে শিগনাল বানায় রাখছ চোখ কচলায় আর যায় পায়খানা।
কত খেলা খেল তুমি বুঝতে পারি না।
আমারে পাগল কইরা ছাইড়া যাইরা যাইও না।
মন্তব্য করুন