আঁধার আলোর বৃষ্টিবিলাস..[এলোমেলো কাব্যকথন!]
কোন এক ঘুম ঘুম দিনের শেষে..
দুচোখের পাতায়;
তখনো -
ফেলে আসা দিনের,
স্বপ্নছোঁয়ার স্মৃতি..।
সবুজের ক্যানভাসে,
কোন চীরসবুজ শিল্পীর;
কোমল তুলির অমর আঁচড়..
আঁধার গড়ানো শহরের,
সকল আলো গড়ানো প্রান্তরে..
হৃদয়ের স্পন্দনে যখন,
যুদ্ধজয়ের গান..
পঁচিশ হাজার তিনশ এগারো থেকে,
সতের কোটি হয়ে যায় -
ওরা এগারো জন..।
ঘুম ভেঙ্গে দিয়ে যায়,
আনন্দ আভার পরশে;
মৃদু আলো হাসির সুর..
অনেক দেরি হয়ে যাওয়া,
সন্ধ্যার রাস্তায়..
বিকেলের নরম আলোর পথে,
হঠাত্ মেঘলা মনের ছায়া..।
দিনের আলো নিভতেই,
মেঘেদের হাঁতছানি..
কত্ত কত দিনের শেষে,
পাগলা হাওয়া -
আবারো এলোমেলো চুল..।
জানলার কাঁচে,
উড়ে যাওয়া পর্দার গায়ে জল;
ভালবাসা মেঘকণা..
মেঘবালিকাকে,
না বলা কথার উত্তর -
মেঘের চিঠি..।
ধোঁয়া উড়া কফি টেবিল জুড়ে -
স্মৃতির রাজ্যপাট,
কাছের দুরের যত প্রিয়মুখ;
প্রিয়ক্ষণ..।
মনের আকাশ বোঝাই,
ফেলে আসা দিনের গান;
সকরুন প্রিয় সুর..
..
তখন নেমেছে আঁধার,
ভালবাসায়..বৃষ্টিতে..।
বাহ!
ধন্যবাদ, কামাল ভাই।
কেউ পড়তেছেনা, কমেন্ট তো নাই ই।
তাই, মাত্রই ভাবতেছিলাম প্রথম পাতা থেকে সরিয়ে নিবো!
আরে না! প্রথম পাতা থেকে সরিয়ে কি লাভ!? কেউ পড়বে না মেনে নিয়েই তো লিখি!
আপনেই যদি এই কথা বলেন
তাইলে
আর সবার কিছু বলার থাকবো কিভাবে?!
হা হা হা, কে বলছে পড়ছে না আপনার লেখা। এই যে, আমি পড়ে গেলাম। আপনি যদি সরিয়েই ফেলতেন তাহলে এতো সুন্দর একটা লেখা আমি কেমন করে পড়তাম, বলেন??
শুভকামনা !!!
ধন্যবাদ।
পড়ে না মানে?
+
এই যে পড়েছি
হিঃ হিঃ
ইস্..কতদিন সি স তে উঠিনা!
আসেন উঠি

অবিলম্বে সরকারের কাছে
বড়দের জন্য একটা শিশুপার্ক খোলার আবেদন জানিয়ে
কঠোর আন্দোলনে যাওয়া আবশ্যক!
লাইনের শুরুতে আপনে আর আমি!
হিঃ হিঃ
এইটা কোনো কথা হল! আমি তো পড়িই
মাঝখানে তাল ছুটে ছুটে গিয়েছে, পড়তে কিন্তু বেশ লেগেছে...
থ্যান্ক্যু, লীনাপা..
বাংলাদেশের আরেকটা ভারত বধ আর মৌসুমের প্রথম বৃষ্টি,
দুইটা আনন্দের অনুভূতি একসাতে রেখে দিতে চাইছিলাম।
দুইটা সম্পূর্ন দুই ধরনের ভাল লাগা তাই মিশ খায়নাই। অথবা বলা যায়, অতটা ভাল এখনো লিখতে শিখিনাই।
আবারো,
মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভাল লাগার পাশাপাশি গঠনমূলক সমালোচনা পেতেও অনেক ভাল লাগে।
পাঠকের ভাল লাগার পাশাপাশি এরকম মন্তব্য ও আরো ভালো লেখার উত্সাহ ও অনুপ্রেরণা যোগায়।
সুন্দর...
ধন্যবাদ, শুভ ভাই।
আজকাল আপনেরে অনেক কম দেখা যায়। ভাল আছেন তো?
আমি অবশ্য বুঝি নাই
ওরা এগারো জন পড়ে ভাবলাম মুক্তিযুদ্ধ বিষয়ক হবে
ধোঁয়া উড়া কফি দেখে ভাবলাম রোমান্টিক
শেষে কি হইলো বুঝি নাই যদিও তবে সকলের কথা শুনে মনে হলো সুন্দর

তাইলে সুন্দর
হিঃ হিঃ
ভাল বলছেন আপু।
আসলে,
বাংলাদেশের আরেকটা ভারত বধ আর মৌসুমের প্রথম বৃষ্টি,
দুইটা আনন্দের অনুভূতি একসাতে রেখে দিতে চাইছিলাম।
দুইটা সম্পূর্ন দুই ধরনের ভাল লাগা তাই মিশ খায়নাই। অথবা বলা যায়, অতটা ভাল এখনো লিখতে শিখিনাই।
মন্তব্য করুন