ইউজার লগইন

মুক্তি [পরীক্ষামূলক পরমানু গল্প প্রয়াস!]

টানা ২২ দিন গিয়েও খালি মনেই ফেরত্‍ এসেছি,
আজ তেইশ দিন পর স্মিতার সাথে কথা হল।

কোমায় ছিল ও।
জ্ঞান ফিরেছে আজ ভোর রাতে।
সারাদিনে সময় করতে পারে নি,
একটু আগে ফোন করেছিল আর সবাই কে লুকিয়ে,
ওরা নাকি মামলা করতে চাইছে।

চায়ের দোকানে দাড়িয়ে ছিলাম রাতের শেষ কাপ চা খাব বলে,
তখনি ওর ফোন।
প্রায় সোয়া তিন মিনিট কথা হল। বলল, কাল পড়শু নাগাদ রেজিস্ট্রি ডাকে ডির্ভোস লেটার পাঠিয়ে দিবে - সাইন করে দিতে।

সাড়ে আট বছরের চেনা জানা,
তিন বছরের সংসার।
একটা এক্সিডেন্ট, কিছু নিরবতা -
ব্যাস্, তাতেই সব শেষ।

দোষ আমারই ছিল।
হঠাত্‍ করেই ঝোঁকের মাথায় ওকে নিয়ে লং ড্রাইভ। ফেরার পথে ভয়ংকর তীব্র কুয়াশা। হঠাত্‍ দৌড়ে গাড়ির সামনে এসে পড়া এক টোকাই মেয়ে কে বাঁচাতে গিয়েই গাড়ি উঠে গিয়েছিল রোড ডিভাইডারে,
আমার সবকিছুই আবার দুইভাগ করে দিয়ে গেল একটা মাত্র রাত।

তারপরই সেই ভয়ংকর অসহ্য ২৩ দিন।

নাহ, যা হয় ভালর জন্যই হয় হয়তো। অবশ্য এই রাতটার মাঝে ভাল কি থাকতে পারে তা আর এই জীবনে জানা হবে বলে মনে হচ্ছে না।

রাত অনেক হয়ে এসেছে,
বাতি নিভিয়ে দেওয়া দরকার।

ঘুম কিংবা মুক্তি,
একটা কিছু আসুক।।

পোস্টটি ৮ জন ব্লগার পছন্দ করেছেন

শামান সাত্ত্বিক's picture


শুভ কামনা। Smile চলুক আরো।

বিষণ্ণ বাউন্ডুলে's picture


পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ, ভাল থাকুন।

টুটুল's picture


Sad

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Quest

নিভৃত স্বপ্নচারী's picture


ভাল হচ্ছে, চলুক... Smile

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Smile

ধন্যবাদ।

তানবীরা's picture


পরীক্ষায় পাশ

শুভ কামনা

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ধইন্যা পাতা

নতুন লেখা কই??! Stare Sad

রায়েহাত শুভ's picture


হঠাত্‍ করেই ঝোঁকের মাথায় ওকে নিয়ে লং ড্রাইভ। ফেরার পথে ভয়ংকর তীব্র কুয়াশা। হঠাত্‍ দৌড়ে গাড়ির সামনে এসে পড়া এক টোকাই মেয়ে কে বাঁচাতে গিয়েই গাড়ি উঠে গিয়েছিল রোড ডিভাইডারে,
আমার সবকিছুই আবার দুইভাগ করে দিয়ে গেল একটা মাত্র রাত।

তারপরই সেই ভয়ংকর অসহ্য ২৩ দিন।

নাহ, যা হয় ভালর জন্যই হয় হয়তো। অবশ্য এই রাতটার মাঝে ভাল কি থাকতে পারে তা আর এই জীবনে জানা হবে বলে মনে হচ্ছে না।

এই অংশটুকু না থাকলেও গল্পে কোনো ক্ষতিবৃদ্ধি হতো না...

১০

বিষণ্ণ বাউন্ডুলে's picture


এই অংশ টুকু আমার কাছেও কিছুটা আরোপিত মনে হয়েছে
কিন্তু এই ব্যাখ্যাটা না দিলে গল্পটা একটু বেশি অযৌক্তিক মনে হতো না?

আপনার মন্তব্য অনেক অনেক বেশি ভাল লাগছে।
এবি'র সবচাইতে বড় সমস্যা মনে হয় 'গঠনমূলক সমালোচনা' না করার প্রবনতা।

কোন লেখা ভাল না লাগলে প্রায় সবাই কেবল এড়িয়ে যায়।
আর নয়তো এবি'র এক্টিভিটি আরও অনেক বেশি হত।

১১

রায়েহাত শুভ's picture


নাহ্‌...
অন্তত আমার মনেহয় অযৌক্তিক হ'তোনা। কারণ সেখানে পাঠকের অনেক কিছুই ভেবে নেবার অবকাশ থাকতো। এইটাতো আর উপন্যাস না, যে একটা এন্ডিং বা সব কিছুর জট খুলে দিতেই হবে...

১২

বিষণ্ণ বাউন্ডুলে's picture


তা ঠিক বলছেন ।

১৩

তানবীরা's picture


আপনার মন্তব্য অনেক অনেক বেশি ভাল লাগছে।
এবি'র সবচাইতে বড় সমস্যা মনে হয় 'গঠনমূলক সমালোচনা' না করার প্রবনতা।

Sad( Sad( Sad(

এখানে সব পড়ালেখা করে পাশ দেয়া লুকেরা লিখাপড়া করে, এখানে সমালোচনার কিছু নাই Wink Tongue

১৪

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Confused Sad

১৫

রায়েহাত শুভ's picture


Confused

১৬

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Puzzled Sad

১৭

আরাফাত শান্ত's picture


গুড জব!

১৮

বিষণ্ণ বাউন্ডুলে's picture


থ্যাঙ্কুস! Big smile

১৯

জ্যোতি's picture


Sad

২০

বিষণ্ণ বাউন্ডুলে's picture


শুধু ইমোচিত্রিকা দিয়ে কি হপে?! Stare

২১

রূপকথা's picture


সুন্দর ।।
লেখার স্টাইল টা এত ভাল লাগল । পরতে খুব আরামদায়ক ।

২২

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ধইন্যা পাতা

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

বিষণ্ণ বাউন্ডুলে's picture

নিজের সম্পর্কে

i love being my bro's bro..!

কী আর বলব..?

বলতে গেলে লাইফের তিন ভাগের এক ভাগ শেষ অথচ এখনো নিজের কাছেই নিজেকে অচেনা লাগে..!!

মাঝে মাঝে নিজেকে দুঃখবিলাসী মনে হয় আবার অকারন স্বপ্ন দেখতে-ও ভুল হয়না..নিজে হাসিখুশি থেকে অন্যদের হাসিখুশি রাখতে পছন্দ করি..ভাবি বড় হয়ে গেছি আবার কাজে কর্মে ছোট ছোট ভাব টা এখনো ঝেড়ে ফেলতে পারিনা..বেশ অভিমানী আর জিদ্দি but i love havin fun in anythin..লাইফে এক্সামগুলোর দরকার টা কী ভেবে পাইনা..ভালোবাসি গল্পের বই পড়তে,গান শুনে সময় কাটাতে আর কিছু কিছু সময় নিজের মত থাকতে..

আর কি বলব..?!

...here i am!!