পথ চলা হলো শুরু.....................
কয়েকদিন আগেই প্রবেশনাম্বার পাইছি..............। আইতাছি যাইতাছি পরিচিতজনদের দেখা পাচ্ছি যত ভাল লাগতাছে তত। ভার্চুয়াল জগতের প্রতি প্রচন্ড একটা মোহছিল................ আবেগও ছিল প্রচন্ড যদিও একটা মারাত্নক ধাক্কা খাইছি তবুও নতুন ঘরে পুরনোদের নিয়ে নতুনকরে সাজিয়ে পথচলা হউক শুরু । আমি সব সময়ই ভাল পাঠক_পড়তে কখনোই ক্লান্তি লাগেনা_আর তাই অধির আগ্রহে অপেক্ষায় আছি আপ্নাদের লেখা পড়ার । প্রিয় ব্লগারদের খুব মিস করতেছিলাম......................। আশা করি কথা হবে কমেন্ট কমেন্টে আমরা বন্ধুর প্রতি পাতায় প্রতি লেখায়। ভাল থাকুক সবাই..........
কেমন আছেন বিহঙ্গ ভাই ?
আছি ভালই_মিস ইউ ম্যান............
মিস ইউ ম্যান !!! আপনাদের সবাইকে ।।
কি হে বিহঙ্গ, কেমন আছেন?
নীড়দা হে হে_আছি! চাল নেই, চুলা নেই_চিন্তার সময় আছে তবুও চিন্তা নেই।
আপ্নি কিরাম আছেন?
কেমনাছ। অনেকদিন দেখা সাক্ষাৎ নাই।
হুম রায়হানভাই অনেকদিন দেখা সাক্ষাত নাই। আছেন কিরাম? আমি তো ভাবছি আপ্নি আমগো ভুইলাইগেছেন........
......... আবেগও ছিল প্রচন্ড যদিও একটা মারাত্নক ধাক্কা খাইছি ধাক্কাটা কোন টাইপের ছিল বিহঙ্গ ভাই! ;)
মাসরুর ভাই_আসলে ভার্চুয়াল জগতে বিশেষকরে বাংলা ব্লগস্ফিয়ারে প্রবেশকরে মনে হয়েছিল পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ আছে_যারা মানুষকে ভালবাসে শুধুমাত্র মানুষের জন্যই_কিন্তু একটা সময় হঠাত বুঝতেপারি আসলে এর সবই ছলচাতুরি_সবাই নিজস্বার্থেই অন্ধ। সবই আর ভার্চুয়াল ফানুস বরং এখানে মুখশ ধারণকরা আরো বেশি সহজ আর প্রটেক্টিভও...............
:(
আরে বিহংগ যে! কেমন আছ ভাইডি? নতুন ব্লগে স্বাগতম।
সুমনাফু ভালাছি, তোমারেও আমরাবন্ধুর আমার পাতায় স্বাগতম।
স্বাগতম স্বাগতম বিহঙ্গ
ধন্যবাদ কাজীদা......................
স্বাগতম ভ্রাতঃ
সাইদভাই আছৈন কিরাম?...................আমার আইজ কিরাম যানি মজা মজা লাগতাছে............
ভাই একদম মনের কথা বলছেন। ধাক্কাটা আসলেই অপ্রত্যাশিত থাকায় অনেক গভীরে লেগেছে।
আসুন নতুন এই ঘর সাজিয়ে সেই আঘাত ভুলে যাওয়ার চেষ্টা করি
হুমম............ধইন্যা ভ্রাত...........
আজকাল একটা জিনিস বুঝতে পারছি, কোন জিনিসই চিরন্তন নয়, কোন কিছুই সব সময়ের নয়। শুধু রোজ দিন বেঁচে থাকা আর একদিন মরে যাওয়া বাদে।
তাই নতুন পুরাতন, ঘর বাইরে বোধহয় সবই ভুল।
স্বাগতম আপনাকে।
আপ্নার কমেন্টটা ভাল লাগছে.................খুব সহজেই বলেফেলেছেন কিছু সত্যসুন্দর কথা, কিন্তু আমরাতো এখনো রোবট হয়ে যাইনি ভাই............................তাই আপন, পর ভালোলাগা, মন্দলাগা একটু হলেও কাজ করে। অনুভূতির অভ্যন্তরে আঘাত পেলে খুব বেশিই কষ্ট হয়। যাই হউক ভাল থাকুন।
যাই নাই রোবট হয়ে তবে যাবো। এভাবে আঘাত পেতে পেতে একদিন পাথর হয়েই যাবো। কতো কষ্টে এটা লিখেছি সে শুধু আমিই জানি
আপনিও ভালো থাকবেন।
হেলো বিহঙ্গ, এবি তে আপনাকে ওয়েল্কাম
হ্যালু রণ। আপ্নাকেও থ্যাঙ্কু..............
স্বাগতম ভ্রাতঃ
ধন্যবাদ মলিদা............
আপ্নেতো বহুত পপুলার লুকরে ভাই। ধুমায়া স্বাগতম পাইছেন।
আমিও স্বাগতম জানায়া গেলাম
আমিও আপ্নারে এক ক্ষেত্র ধইন্যাপাতা দিয়া গেলাম..........
স্ব্যাগেতম কমু না স্বাগতম বুঝতাছি না। বুইঝা লই পরে কমু নে। তোরে ফোন দিছি ধরস না কেন ???
অরে কাউয়া স্ব্যাগেতম কি তোর ভাষা যে তুই এইডা কবি.................বুঝা শেষকর ঝলদি..........
খালি পাঠক হইলে চলবে না। লি খতেও হবে। স্বাগতম জানাইলাম লেখার শর্তে। না লিখলে স্বাগত ফেরত নিমু।
ইইইইইইইই ফেরত নেওয়া এত্তো সোঝা........................থ্যাংকু আপু.........
মন্তব্য করুন