ইউজার লগইন

পথ চলা হলো শুরু.....................

কয়েকদিন আগেই প্রবেশনাম্বার পাইছি..............। আইতাছি যাইতাছি পরিচিতজনদের দেখা পাচ্ছি যত ভাল লাগতাছে তত। ভার্চুয়াল জগতের প্রতি প্রচন্ড একটা মোহছিল................ আবেগও ছিল প্রচন্ড যদিও একটা মারাত্নক ধাক্কা খাইছি তবুও নতুন ঘরে পুরনোদের নিয়ে নতুনকরে সাজিয়ে পথচলা হউক শুরু । আমি সব সময়ই ভাল পাঠক_পড়তে কখনোই ক্লান্তি লাগেনা_আর তাই অধির আগ্রহে অপেক্ষায় আছি আপ্নাদের লেখা পড়ার । প্রিয় ব্লগারদের খুব মিস করতেছিলাম......................। আশা করি কথা হবে কমেন্ট কমেন্টে আমরা বন্ধুর প্রতি পাতায় প্রতি লেখায়। ভাল থাকুক সবাই..........

পোস্টটি ৯ জন ব্লগার পছন্দ করেছেন

অতিথি পাখি's picture


কেমন আছেন বিহঙ্গ ভাই ?

বিহঙ্গ's picture


আছি ভালই_মিস ইউ ম্যান............

অতিথি পাখি's picture


মিস ইউ ম্যান !!! আপনাদের সবাইকে ।।

নীড় সন্ধানী's picture


কি হে বিহঙ্গ, কেমন আছেন?

বিহঙ্গ's picture


নীড়দা হে হে_আছি! চাল নেই, চুলা নেই_চিন্তার সময় আছে তবুও চিন্তা নেই।

আপ্নি কিরাম আছেন?

হাসান রায়হান's picture


কেমনাছ। অনেকদিন দেখা সাক্ষাৎ নাই।

বিহঙ্গ's picture


হুম রায়হানভাই অনেকদিন দেখা সাক্ষাত নাই। আছেন কিরাম? আমি তো ভাবছি আপ্নি আমগো ভুইলাইগেছেন........

মাসরুর's picture


......... আবেগও ছিল প্রচন্ড যদিও একটা মারাত্নক ধাক্কা খাইছি ধাক্কাটা কোন টাইপের ছিল বিহঙ্গ ভাই! ;)

বিহঙ্গ's picture


মাসরুর ভাই_আসলে ভার্চুয়াল জগতে বিশেষকরে বাংলা ব্লগস্ফিয়ারে প্রবেশকরে মনে হয়েছিল পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ আছে_যারা মানুষকে ভালবাসে শুধুমাত্র মানুষের জন্যই_কিন্তু একটা সময় হঠাত বুঝতেপারি আসলে এর সবই ছলচাতুরি_সবাই নিজস্বার্থেই অন্ধ। সবই আর ভার্চুয়াল ফানুস বরং এখানে মুখশ ধারণকরা আরো বেশি সহজ আর প্রটেক্টিভও...............

১০

মাসরুর's picture


:(

১১

সুমনা's picture


আরে বিহংগ যে! কেমন আছ ভাইডি? নতুন ব্লগে স্বাগতম।

১২

বিহঙ্গ's picture


সুমনাফু ভালাছি, তোমারেও আমরাবন্ধুর আমার পাতায় স্বাগতম।

১৩

সোহেল কাজী's picture


স্বাগতম স্বাগতম বিহঙ্গ
bl

১৪

বিহঙ্গ's picture


ধন্যবাদ কাজীদা......................

১৫

সাঈদ's picture


স্বাগতম ভ্রাতঃ

১৬

বিহঙ্গ's picture


সাইদভাই আছৈন কিরাম?...................আমার আইজ কিরাম যানি মজা মজা লাগতাছে............

১৭

আত্তদ্বিপ's picture


ভাই একদম মনের কথা বলছেন। ধাক্কাটা আসলেই অপ্রত্যাশিত থাকায় অনেক গভীরে লেগেছে।
আসুন নতুন এই ঘর সাজিয়ে সেই আঘাত ভুলে যাওয়ার চেষ্টা করি

১৮

বিহঙ্গ's picture


হুমম............ধইন্যা ভ্রাত...........

১৯

তানবীরা's picture


আজকাল একটা জিনিস বুঝতে পারছি, কোন জিনিসই চিরন্তন নয়, কোন কিছুই সব সময়ের নয়। শুধু রোজ দিন বেঁচে থাকা আর একদিন মরে যাওয়া বাদে।

তাই নতুন পুরাতন, ঘর বাইরে বোধহয় সবই ভুল।

স্বাগতম আপনাকে।

২০

বিহঙ্গ's picture


আপ্নার কমেন্টটা ভাল লাগছে.................খুব সহজেই বলেফেলেছেন কিছু সত্যসুন্দর কথা, কিন্তু আমরাতো এখনো রোবট হয়ে যাইনি ভাই............................তাই আপন, পর ভালোলাগা, মন্দলাগা একটু হলেও কাজ করে। অনুভূতির অভ্যন্তরে আঘাত পেলে খুব বেশিই কষ্ট হয়। যাই হউক ভাল থাকুন।

২১

তানবীরা's picture


যাই নাই রোবট হয়ে তবে যাবো। এভাবে আঘাত পেতে পেতে একদিন পাথর হয়েই যাবো। কতো কষ্টে এটা লিখেছি সে শুধু আমিই জানি

আপনিও ভালো থাকবেন।

২২

রন's picture


হেলো বিহঙ্গ, এবি তে আপনাকে ওয়েল্কাম

২৩

বিহঙ্গ's picture


হ্যালু রণ। আপ্নাকেও থ্যাঙ্কু..............

২৪

মলিকিউল's picture


স্বাগতম ভ্রাতঃ

২৫

বিহঙ্গ's picture


ধন্যবাদ মলিদা............

২৬

আপন_আধার's picture


আপ্নেতো বহুত পপুলার লুকরে ভাই। ধুমায়া স্বাগতম পাইছেন।
আমিও স্বাগতম জানায়া গেলাম

২৭

বিহঙ্গ's picture


আমিও আপ্নারে এক ক্ষেত্র ধইন্যাপাতা দিয়া গেলাম..........

২৮

পদ্মলোচন's picture


স্ব্যাগেতম কমু না স্বাগতম বুঝতাছি না। বুইঝা লই পরে কমু নে। তোরে ফোন দিছি ধরস না কেন ???

২৯

বিহঙ্গ's picture


অরে কাউয়া স্ব্যাগেতম কি তোর ভাষা যে তুই এইডা কবি.................বুঝা শেষকর ঝলদি..........

৩০

সুবর্ণা's picture


খালি পাঠক হইলে চলবে না। লি খতেও হবে। স্বাগতম জানাইলাম লেখার শর্তে। না লিখলে স্বাগত ফেরত নিমু।

৩১

বিহঙ্গ's picture


ইইইইইইইই ফেরত নেওয়া এত্তো সোঝা........................থ্যাংকু আপু.........

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.