ইউজার লগইন

ডানপিটে'এর ব্লগ

বর্ণচোরা - ২

বাইরে আসার পর থেকে সব মিলিয়ে খারাপ ঘটনার শেষ নেই। কাজে প্রায়ই শুনতে হয় বাংলাদেশীদের বদনাম। মুখ বুঝে সহ্য করি। কিন্তু মাঝে মাঝে কিছু ব্যাতিক্রমী ঘটনা চোখে পড়ে যায়। নিজের মনে হাসি আর চিন্তা করি “কৃষ্ণ করলে লীলা খেলা আমি করলে পাপ” । আমার বাসায় বাঙ্গালী আমরা তিন ভাই আর সবাই বিদেশী। এদের সাথে আছি অনেক দিন হয়। এর মাঝে ১ জন ঘানা, ১ জন নাইজেরিয়া, ৩ জন বুলগেরিয়া ও ২ জন রুমানিয়া। মহাদেশ ভিত্তিতে ওরা সংখ্যা

বর্ণচোরা

সেদিন ক্লাস শেষ করে ফিরছিলাম বাসায়। সাথে দুই কাজিন আবির আর অভ্র। সকালে তাড়া থাকায় নাস্তা করে বের হওয়া হয়নি। দুপুরেও খাইনি ক্লাসের চাপে। ওদের জানান দিলাম আমার প্যাটে ইদুঁর দৌড় চলছে। দুইজনই বলল তাদেরও একই অবস্থা।

সাম্প্রতিক মন্তব্য

danpite'র সাম্প্রতিক লেখা