ইউজার লগইন

অনাঘ্রাত দীর্ঘশ্বাস

এইসব প্রেম কি মিথ্যা ঘটনা? রটনার বাইরেও গোপনে গোপনে প্রেম চরে বেড়ায় আকাশে বাতাসে। আমাদের কতদিন কথা হয় না জানো তুমি চাঁদ?। হয়না দেখা কতোটা কাল!

আমি বাতাসের কাছে প্রান খুলে দেই....হাওয়ার শীতল পরশে ভেতরে লুকোনো ব্যাথা বুদবুদ হয়ে উড়ে চলে যায়। ঘুমঘরের চর্চিত মাটি ছুঁয়ে ফিরে আসে তার দীর্ঘশ্বাস।

হে পুত পবিত্র প্রেম হে মমতার ছায়া, হে বিরূপতার কায়া, আমাকে ক্ষমা করো। আমি তোমাদের ভুলে গেছি। আমি কখনো নতজানু হইনি পাপের কাছে তবু আমি মাটির গর্ভে হারিয়ে গিয়েছি চিরতরে। আমি কখনো এখানে ছিলাম তার কোন চিহ্ন রাখেনি কেউ, আমার পুত্র প্রপৌত্রেরাও আমাকে মনে রাখেনি। আমি হারিয়ে গিয়েছি চিরতরে।

দেবদারুর চিরল কান্ডটা যেদিন আকাশের দিকে মাথা ছাড়িয়ে উঠে দাঁড়িয়েছিল, আমি সেদিন মগ্ন ছিলাম দীঘির জলে কম্পমান পদ্মপাতার অতলে। অতি নিকটে দাড়িয়ে থেকেও আমাকে দেখেনি সে, উপেক্ষা করে চলে গেছে অনায়াসে।

আমাকে কোন কালে চিনতো বলে কোথাও লিখে রাখেনি তবু আমি জানি সে আমারে কতো বেশী জানতো, কতোটা ভীষণ বাসতো আর শ্রদ্ধায় হতো কতো অবনত।

আমি এইসব কিছু কথা মনে রাখি তবু কেউ জানে না আমি কোথায়, আমিও জানি না অকস্মাৎ আমি কোথায় চলে এলাম এই অন্ধকারে। আমি কেবল আলোকিত আকাশ দেখি আর দীর্ঘশ্বাস গুনি জীবিত মানবের।

যারা এখনো জানে না তাদের কেউ কেউ আসছে আমার কাছে। আমি অপেক্ষায় রই, অনন্তকাল, আমার কোন হতাশা নেই, আমার কোন আক্ষেপ নেই, আমার কোন প্রেম অবশিষ্ট নেই। আমি চুড়ান্ত ধ্বংসের প্রতীক্ষায় দাঁড়িয়ে।

পোস্টটি ১৩ জন ব্লগার পছন্দ করেছেন

মেসবাহ য়াযাদ's picture


খাইছেরে......... Smile Wink

নীড় সন্ধানী's picture


ডরাইছেন নাকি? লিখতে চাইলাম মৌলিক লেখা, হয়ে গেল আধিভৌতিক Tongue

মেসবাহ য়াযাদ's picture


আপনেরা বলে আড্ডাইবেন ?

নীড় সন্ধানী's picture


আমিও শুনছি, কিন্তু কার কার সাথে আড্ডা কিচ্ছু জানি না এখনো Puzzled

মেসবাহ য়াযাদ's picture


চইলা আসমি নাকী ? শুধু যাওয়া-আসার ভাড়া-
থাকা আর খাওয়ার ব্যবস্থা করলেই হৈবো...
বাকীটা আমি দেখুমনে... Wink

নীড় সন্ধানী's picture


গুজব কিনা আগে যাচাই করেন, নইলে গাড়ীভাড়া পুরা লস Party

নুশেরা's picture


গুজবে কান দিয়া আইলে পুরাই গজব Crazy

ভাস্কর's picture


পইড়া আরাম পাইলাম...বহুদিন পর আপনের লেখা আমরা বন্ধুতে পাইলাম...

নীড় সন্ধানী's picture


আপনি ছাড়া কেউ আরাম পাইলো না Love Love

১০

হাসান রায়হান's picture


কড়া ঝগড়া হৈছে ভাবি সাথে!

১১

নীড় সন্ধানী's picture


মাত্র ঝগড়া???
খুন কইরা সাড়ে তিন হাত নীচে পাঠায়া দিছে, সেইখান থেকেই তো লেখা Party

১২

জ্বিনের বাদশা's picture


এতক্ষণে লেখাটা বুঝতে পারছি, ফকফকা Wink

১৩

সাহাদাত উদরাজী's picture


কিছুই বুঝতে পারি নাই।

১৪

নীড় সন্ধানী's picture


না বুঝারই কথা। ভুত সমাজের জন্য লেখা Steve

১৫

মীর's picture


উস্তাদের একটা অমর বাণী আছে। সেইটা এইখানে প্রযোজ্য হবে কি না জানি না। তাও দিতে মন চাচ্ছে,

"জীবন কখনো কখনো তোমাকে মাথায় ইট দিয়ে আঘাত করবে। তখন বিশ্বাস হারাইয়ো না।"

- স্টিভ জবস্। চেয়ারম্যান এন্ড চীফ এক্সিকিউটিভ অফিসার, এ্যাপল্ ইনকরপোরেটেড।

১৬

নীড় সন্ধানী's picture


বিশ্বাস করেন আমি স্টিভ জবসের জন্যও অপেক্ষা করতেছি। আসার সময় একটা আইপড নিয়া আসলেই হবে। এইখানে বড় অন্ধকার একাকীত্ব! Steve

১৭

মীর's picture


আইপড লাগে আর কি লাগে কন দি। আমি পাঠাইতে পারি কি না ট্রাই মারি

১৮

নীড় সন্ধানী's picture


আর একটা মাল্টিপ্ল্যাগ দিলে চলবে Smile

১৯

মীর's picture


আচ্ছা দেখতেসি কি করা যায়। তবে আপনি যেই লোকেশনে আছেন সেখানে পৌছাতে হালকা টাইম লাগতে পারে, মাইন্ড খায়েন না কিন্তুক। Wink

২০

নীড় সন্ধানী's picture


আপনার নিজের আসার দরকার নাই, বিয়াশাদী করেন নাই এখনো, কুরিয়ারে দিলেই চলবে Cool

২১

মীর's picture


এর মধ্যে বিয়াশাদী'র কথা আইলো কুইত্থিকা? আপনে এক্টা ভালো জায়গায় গেছেন। সেইখান থিকা আমগোরে খবর দিছেন। এই খবরেই তো লোভ লাইগা গেসে। এখন কন যে নিজে যেন না যাই। এইটা হইলো?

নিজেই আসতাসি। খালি এক্টু ধৈর্য্য ধরেন গো ভাইডি

২২

জ্যোতি's picture


একটা আইপড কেউ যদি দিতো তাইলে হাশরে সে ৭০ টা আইপড পাইতো।

২৩

নীড় সন্ধানী's picture


একমাত্র জয়িতাই বুঝলো সওয়াবের মর্ম! Party Party

২৪

মীর's picture


পরিবেশ আর লোকেশনের কথা বিবেচনা কইরা আইপড আনতে চাইছিলাম। জয়িতা আপু দেহি লোকেশনে না গিয়াই...

২৫

জ্যোতি's picture


আমি তো এই দুইন্যাইতে থাইকা একটা আইপড চাইলাম। পরে আপনি হাশরের দিন ৭০ টা পাইতেন।

২৬

মীর's picture


আইচ্ছা। হাশরের ময়দানের পেইন একটু হইলেও কমবো এই সম্ভাবনা বিবেচনা কইরা আপনার লোকেশনেও একটা পাঠান যায় কি না দেখতাসি। এখন খুশী হন, একটা হাসি মারেন।

২৭

মাহবুব সুমন's picture


আরাম লাগলো পড়ে

২৮

নীড় সন্ধানী's picture


খাইছে, আপনিও কি বিবাহিত? Smile

২৯

শওকত মাসুম's picture


আসেন গলাগলি ধইরা কান্দি। Crying

৩০

সাহাদাত উদরাজী's picture


এত ক্ষনে বুঝিয়াছি! বিবাহিত, আমাগো মাসুম ভাইয়ের মত!

৩১

নীড় সন্ধানী's picture


Sad( Sad(

৩২

নীড় সন্ধানী's picture


আপনি কান্দেন ক্যান, আপনি তো শুনছি বিবাহিত কিন্তু জীবিত Big smile

৩৩

নুশেরা's picture


নীড়দা, কব্বরের সুযুগসুবিধা কিরাম? পাড়াপতিবেশী ডিস্টাব দেয়? ভাইভায় আউট কুশ্চেনের বাইরে আর কিছু জিগাইছিলো নি?

অফটপিক- আপনার এমন লেখাগুলো চমৎকার হয়।

৩৪

নীড় সন্ধানী's picture


সুযোগসুবিধা খারাপ না, কিন্তু কেয়ামত পর্যন্ত লোড শেডিং, তাই মাল্টিপ্লাগের রিকুয়েষ্ট করছি আইপডের ব্যাটারী রিচার্জ করতে Tongue

৩৫

সাঈদ's picture


মরহুম দের জন্য সমবেদানা

৩৬

নীড় সন্ধানী's picture


আরো লোকজন মরহুমে লিষ্টিবদ্ধ হইতেছে শুনলাম Big smile

৩৭

জ্যোতি's picture


এইজন্য ই আজকাল নীড়দারে দেখি না। এখন কি ভূত হয়ে এ বি তে ঘুরতাছেন?ডরাইছি।

৩৮

নীড় সন্ধানী's picture


কানাকে কানা খোড়াকে খোড়া বলা উচিত না Stare Stare Stare

৩৯

বাফড়া's picture


আহহহহহা... পইড়া ভীষণ মজা লইলাম.। কি বুচ্ছি কে জানে.. মাগার পইড়া আরাম পাইছি এইটা জানায়া গেলাম.. প্রিয়তেও নিয়া গেলাম..

৪০

মুক্ত বয়ান's picture


বাচ্চা-কাচ্চা মানুষ তো, তাই, ঠিক ঠাহর করতে পার্লাম না!!!
ব্যাপার না, তবে, লেখাটা ভাল্লাগ্ছে। Smile

৪১

আসিফ's picture


কট্টুক ভাল্লাগলো বুঝলাম না। আবার পড়তে হবে।

৪২

মীর's picture


দাদা কি আছেন না কি উইঠা পড়ছেন?

৪৩

তানবীরা's picture


আপনার এমন লেখাগুলো চমৎকার হয়। প্রিয়তে রাখলাম

৪৪

অতিথি পাখি's picture


নীড়-দা,
পোস্ট সুবহানাল্লা টাইপের হইছে । Laughing out loud Applause

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

নীড় সন্ধানী's picture

নিজের সম্পর্কে

ভুল ভূগোলে জন্ম নেয়া একজন অতৃপ্ত কিন্তু স্বঘোষিত সুখী মানুষ!