অনাঘ্রাত দীর্ঘশ্বাস
এইসব প্রেম কি মিথ্যা ঘটনা? রটনার বাইরেও গোপনে গোপনে প্রেম চরে বেড়ায় আকাশে বাতাসে। আমাদের কতদিন কথা হয় না জানো তুমি চাঁদ?। হয়না দেখা কতোটা কাল!
আমি বাতাসের কাছে প্রান খুলে দেই....হাওয়ার শীতল পরশে ভেতরে লুকোনো ব্যাথা বুদবুদ হয়ে উড়ে চলে যায়। ঘুমঘরের চর্চিত মাটি ছুঁয়ে ফিরে আসে তার দীর্ঘশ্বাস।
হে পুত পবিত্র প্রেম হে মমতার ছায়া, হে বিরূপতার কায়া, আমাকে ক্ষমা করো। আমি তোমাদের ভুলে গেছি। আমি কখনো নতজানু হইনি পাপের কাছে তবু আমি মাটির গর্ভে হারিয়ে গিয়েছি চিরতরে। আমি কখনো এখানে ছিলাম তার কোন চিহ্ন রাখেনি কেউ, আমার পুত্র প্রপৌত্রেরাও আমাকে মনে রাখেনি। আমি হারিয়ে গিয়েছি চিরতরে।
দেবদারুর চিরল কান্ডটা যেদিন আকাশের দিকে মাথা ছাড়িয়ে উঠে দাঁড়িয়েছিল, আমি সেদিন মগ্ন ছিলাম দীঘির জলে কম্পমান পদ্মপাতার অতলে। অতি নিকটে দাড়িয়ে থেকেও আমাকে দেখেনি সে, উপেক্ষা করে চলে গেছে অনায়াসে।
আমাকে কোন কালে চিনতো বলে কোথাও লিখে রাখেনি তবু আমি জানি সে আমারে কতো বেশী জানতো, কতোটা ভীষণ বাসতো আর শ্রদ্ধায় হতো কতো অবনত।
আমি এইসব কিছু কথা মনে রাখি তবু কেউ জানে না আমি কোথায়, আমিও জানি না অকস্মাৎ আমি কোথায় চলে এলাম এই অন্ধকারে। আমি কেবল আলোকিত আকাশ দেখি আর দীর্ঘশ্বাস গুনি জীবিত মানবের।
যারা এখনো জানে না তাদের কেউ কেউ আসছে আমার কাছে। আমি অপেক্ষায় রই, অনন্তকাল, আমার কোন হতাশা নেই, আমার কোন আক্ষেপ নেই, আমার কোন প্রেম অবশিষ্ট নেই। আমি চুড়ান্ত ধ্বংসের প্রতীক্ষায় দাঁড়িয়ে।
খাইছেরে.........

ডরাইছেন নাকি? লিখতে চাইলাম মৌলিক লেখা, হয়ে গেল আধিভৌতিক
আপনেরা বলে আড্ডাইবেন ?
আমিও শুনছি, কিন্তু কার কার সাথে আড্ডা কিচ্ছু জানি না এখনো
চইলা আসমি নাকী ? শুধু যাওয়া-আসার ভাড়া-
থাকা আর খাওয়ার ব্যবস্থা করলেই হৈবো...
বাকীটা আমি দেখুমনে...
গুজব কিনা আগে যাচাই করেন, নইলে গাড়ীভাড়া পুরা লস
গুজবে কান দিয়া আইলে পুরাই গজব
পইড়া আরাম পাইলাম...বহুদিন পর আপনের লেখা আমরা বন্ধুতে পাইলাম...
আপনি ছাড়া কেউ আরাম পাইলো না

কড়া ঝগড়া হৈছে ভাবি সাথে!
মাত্র ঝগড়া???
খুন কইরা সাড়ে তিন হাত নীচে পাঠায়া দিছে, সেইখান থেকেই তো লেখা
এতক্ষণে লেখাটা বুঝতে পারছি, ফকফকা
কিছুই বুঝতে পারি নাই।
না বুঝারই কথা। ভুত সমাজের জন্য লেখা
উস্তাদের একটা অমর বাণী আছে। সেইটা এইখানে প্রযোজ্য হবে কি না জানি না। তাও দিতে মন চাচ্ছে,
"জীবন কখনো কখনো তোমাকে মাথায় ইট দিয়ে আঘাত করবে। তখন বিশ্বাস হারাইয়ো না।"
- স্টিভ জবস্। চেয়ারম্যান এন্ড চীফ এক্সিকিউটিভ অফিসার, এ্যাপল্ ইনকরপোরেটেড।
বিশ্বাস করেন আমি স্টিভ জবসের জন্যও অপেক্ষা করতেছি। আসার সময় একটা আইপড নিয়া আসলেই হবে। এইখানে বড় অন্ধকার একাকীত্ব!
আইপড লাগে আর কি লাগে কন দি। আমি পাঠাইতে পারি কি না ট্রাই মারি
আর একটা মাল্টিপ্ল্যাগ দিলে চলবে
আচ্ছা দেখতেসি কি করা যায়। তবে আপনি যেই লোকেশনে আছেন সেখানে পৌছাতে হালকা টাইম লাগতে পারে, মাইন্ড খায়েন না কিন্তুক।
আপনার নিজের আসার দরকার নাই, বিয়াশাদী করেন নাই এখনো, কুরিয়ারে দিলেই চলবে
এর মধ্যে বিয়াশাদী'র কথা আইলো কুইত্থিকা? আপনে এক্টা ভালো জায়গায় গেছেন। সেইখান থিকা আমগোরে খবর দিছেন। এই খবরেই তো লোভ লাইগা গেসে। এখন কন যে নিজে যেন না যাই। এইটা হইলো?
নিজেই আসতাসি। খালি এক্টু ধৈর্য্য ধরেন গো ভাইডি
একটা আইপড কেউ যদি দিতো তাইলে হাশরে সে ৭০ টা আইপড পাইতো।
একমাত্র জয়িতাই বুঝলো সওয়াবের মর্ম!

পরিবেশ আর লোকেশনের কথা বিবেচনা কইরা আইপড আনতে চাইছিলাম। জয়িতা আপু দেহি লোকেশনে না গিয়াই...
আমি তো এই দুইন্যাইতে থাইকা একটা আইপড চাইলাম। পরে আপনি হাশরের দিন ৭০ টা পাইতেন।
আইচ্ছা। হাশরের ময়দানের পেইন একটু হইলেও কমবো এই সম্ভাবনা বিবেচনা কইরা আপনার লোকেশনেও একটা পাঠান যায় কি না দেখতাসি। এখন খুশী হন, একটা হাসি মারেন।
আরাম লাগলো পড়ে
খাইছে, আপনিও কি বিবাহিত?
আসেন গলাগলি ধইরা কান্দি।
এত ক্ষনে বুঝিয়াছি! বিবাহিত, আমাগো মাসুম ভাইয়ের মত!
আপনি কান্দেন ক্যান, আপনি তো শুনছি বিবাহিত কিন্তু জীবিত
নীড়দা, কব্বরের সুযুগসুবিধা কিরাম? পাড়াপতিবেশী ডিস্টাব দেয়? ভাইভায় আউট কুশ্চেনের বাইরে আর কিছু জিগাইছিলো নি?
অফটপিক- আপনার এমন লেখাগুলো চমৎকার হয়।
সুযোগসুবিধা খারাপ না, কিন্তু কেয়ামত পর্যন্ত লোড শেডিং, তাই মাল্টিপ্লাগের রিকুয়েষ্ট করছি আইপডের ব্যাটারী রিচার্জ করতে
মরহুম দের জন্য সমবেদানা
আরো লোকজন মরহুমে লিষ্টিবদ্ধ হইতেছে শুনলাম
এইজন্য ই আজকাল নীড়দারে দেখি না। এখন কি ভূত হয়ে এ বি তে ঘুরতাছেন?ডরাইছি।
কানাকে কানা খোড়াকে খোড়া বলা উচিত না

আহহহহহা... পইড়া ভীষণ মজা লইলাম.। কি বুচ্ছি কে জানে.. মাগার পইড়া আরাম পাইছি এইটা জানায়া গেলাম.. প্রিয়তেও নিয়া গেলাম..
বাচ্চা-কাচ্চা মানুষ তো, তাই, ঠিক ঠাহর করতে পার্লাম না!!!
ব্যাপার না, তবে, লেখাটা ভাল্লাগ্ছে।
কট্টুক ভাল্লাগলো বুঝলাম না। আবার পড়তে হবে।
দাদা কি আছেন না কি উইঠা পড়ছেন?
আপনার এমন লেখাগুলো চমৎকার হয়। প্রিয়তে রাখলাম
নীড়-দা,

পোস্ট সুবহানাল্লা টাইপের হইছে ।
মন্তব্য করুন