সামছা আকিদা জাহান
কমেন্ট করেছেন: (১৩১৫)
Personal information
- বাংলায় নাম
- সামছা আকিদা জাহান
- নিজের সম্পর্কে
-
যতবার আলো জ্বালাতে চাই নিভে যায় বারেবারে,
আমার জীবনে তোমার আসন গভীর আন্ধকারে।
যে লতাটি আছে শুকায়েছে মূল
কূড়ি ধরে শুধু নাহি ফোটে ফুল
আমার জীবনে তব সেবা তাই বেদনার উপহারে।
পূজা গৌরব পূর্ন বিভব কিছু নাহি নাহি লেশ
কে তুমি পূজারী পরিয়া এসেছ লজ্জার দীনবেশ।
উৎসবে তার আসে নাই কেহ
বাজে নাই বাঁশি সাজে নাই গেহ
কাঁদিয়া তোমারে এনেছে ডাকিয়া ভাঙ্গা মন্দির দ্বারে।
যতবার আলো জ্বালাতে চাই নিভে যায় বারে বারে।
পরিসংখ্যান
- সময়কাল
- 13 years 3 সপ্তাহ
- ব্লগ
- সাম্প্রতিক ব্লগ দেখুন