ও বন্ধু আমার(বন্ধু নিয়ে আমার লেখা গান)
ও বন্ধু আমার হারানো আকাশের নীল
পুরোনো হাসিতে মলিন
ওবন্ধু আমার কত চেনা!
ও বন্ধু আমার কোথায় আছিস কেমন?
হারানো দিন কেন আজ ফিরে চায় এ মন!
ওবন্ধু আমার ভাল থাকিস কেমন?
সময় কি ছাড়াতে পারে পুরোনো হাতের বাঁধন!
কবেকার কোন্ শ্রাবণে কবেকার কোন্ সুখ
কোথাকার কোন মেয়ে ভাসিয়ে দিয়েছিল বুক।।
অবসরের অলস মুহূর্তে মনে পড়ে সেইক্ষন...
ওবন্ধু আমার কোথায় আছিস কেমন!
বন্ধু আমার ভালো থাকিস কেমন!
কবেকার কোন ফাগুনে পলাশ বেলার মেলা
স্কুল পালিয়ে হারিয়ে গিয়েছি সারা দুপুর সন্ধ্যাবেলা।।
অবসরের অলস মুহূর্তে খুঁজে ফিরি সেইক্ষন...
ও বন্ধু আমার কোথায় আছিস কেমন!
সময় কি ছাড়াতে পারে পুরোনো হাতের বাঁধন!
গানের কি সুর হইছে? অডিওটা শুনতে মনচায়...
রয়েল পালরে স্বাগত এবিতে
গানের সুর হইছে কিন্তু অডিও হয়নি।মেলা টাকার দরকার।তাই মৌমাছির ধর্ম পালন করতাছে।
গানের কি সুর হইছে? অডিওটা শুনতে মনচায়...
রয়েল পালরে স্বাগত এবিতে
গানটা শুনতে পারলে জোশ হতো। লিরিক্স পড়ে বুঝলাম না ভাল হয়েছে না খারাপ হয়েছে।
মিলাদটা কবে দিতাছেন ভাইজান?
ওয়েল্কাম এবিতে
খুব সুন্দর!
আপনার কবিতাটা পড়ে মনে পড়ে গেল-
ও বন্ধু তুমি শুনতে কি পাও এই গান আমার.।..।
http://www.youtube.com/watch?v=zrjAZfeM68s
কি সুন্দর কথা!!
গানের কথাগুলো বেশ পছন্দ হয়েছে।
শেষ লাইনে
এবি তে সুস্বাগত।
পড়তে থাকুন। লিখতে থাকুন। ভাল থাকুন।
গানের কি সুর হইছে? অডিওটা শুনতে মনচায়...
রয়েল পালরে স্বাগতম এবিতে
অনেক ভাল তুমার গান ভাই
মন্তব্য করুন