ইউজার লগইন

আফসুসায়িত পোষ্ট...ম্যাহ

ফরমেটিং ঠিক করতে না পারায় একটা এত্ত বড় পোষ্ট মুইছা ফালাইলাম...দু:খে কষ্টে শেষ...

যাই  হোক, আমি এগেইন আবার ব্যাক কৈরা ফেরৎ আসছি...

কিন্তু  কথা হৈলো, ব্লগ এত ঝিমায় কেন??

 ফরমেটিং সংক্রান্ত ঝামেলা সংক্রান্ত পোষ্ট সংক্রান্ত কোনো কমেন্ট দিলে উপকৃত হৈলেও হওনের সম্ভাবনা ছিলো ...

অনেক  টাইম লাগাইয়া টাইপাইছিলাম...আফসুসের গাছ-পাথর নাই...যাই হোক, দুনিয়া দুইদিনের....

ব্লগের  আড্ডা বাজরা কি রিয়েল লাইফ আড্ডা দিয়াই কাহিল?

কানু  গ্রুপ নিষ্ক্রীয় কেনো?

এতসব ষড়যণ্ত্রের পিছনের কালো হাত ভালো মত চেক কৈরা দেখা হোক....

পোস্টটি ১৫ জন ব্লগার পছন্দ করেছেন

শাওন৩৫০৪'s picture


আজব, ফরমেটিংয়ের সমস্যাডা কি? যেমনে লেখি, তেমনে কেনো আসেনা? ধুর...

শাওন৩৫০৪'s picture


আজব, এই মামুলী পোষ্টে আবর ট্যাগ মামা ঠিকাছে.....দুনিয়ার হালচাল....!!

নুশেরা's picture


বিলাই কই গেছিলো? আবার এগেইন কোথায় ফিরছে? কানুগ্রুপ বিস্তারিত জান্তে চায়।

শাওন৩৫০৪'s picture


নুশেরাপুঊঊঊঊঊঊঊঊঊঊঊ.........আপনি কই গেছিলেন? আমি একটু নেটাভাবে ভুগছিলাম, তাই বেশ কিছুদিন থাকিনাই, কিন্তু কানু গ্রুপ কে মিসানো হৈছে ঠিকই....

এগেইণ  বন্ধুদের মাঝে ফিরছে বিলাই।

টুটুল's picture


কি হইছে ভাইজান?
তুমার পোস্ট কৈ গেল?
আমি যদিও অভিজ্ঞ কেউ না ... দর্কার হৈলে ডাইকো

কাঁকন's picture


কোন পোস্ট কই গেল?

আহমেদ রাকিব's picture


হ কোন পোষ্ট কই গেল?

শাওন৩৫০৪'s picture


হৈলো গিয়া ওয়ার্ডে ৭ পৃষ্ঠার পোষ্ট লেইখা দিলাম পোষ্ট, তারপর দেখি পোষ্টের উপরে এক গাদা ইনজীরী কোডিং ফোডিং....এডিট কৈরা এনেবল রীচ টেক্সট, ডিজেবল.....কোনোভাবেই পোষ্ট তো আর ঠিক করতে পারিনা...
যেই সব শব্দাবলী পাশাপাশি লেইখা বাক্য বানাইছি, সেই গুলা আসে নীচে নীচে, যেইগুলা নীচে নীচে দিছি, তার কিছু আসে পাশাপাশি.....
নিজের পোষ্টের এমন চেহহারা দেইখাই কান্দন চৈলা আসছিলো, দিছি মুইছা.....

আহমেদ রাকিব's picture


ব্লগ আসলেই ঝিমায়। সবাই ঝিমায়। মেলা গরম। আর ইলেকট্রিসিটির সমস্যা। সব মিলাইয়া ঝিমায় আর কি। কারেন্টই থাকেনা আর তো ব্লগে থাকা। খপর কি বিলাই ভাই?

১০

টুটুল's picture


আরে ইলেক্ট্রিসিটি থাকে ১ ঘন্টা ... থাকে না ১ ঘন্টা... পিসি স্টার্ট করলেই বন্ধ করার টাইম চৈলা আসে... জনগণ ব্লগিং করপে কখন?

১১

আহমেদ রাকিব's picture


হ আমিও তাই কই। এর লাইগা কই বেবাকতে ল্যাপ্পি লইয়া লন। আমার মত। Wink

১২

শাওন৩৫০৪'s picture


হ, আমারো ল্যাপ্পী, কিন্তু ব্যাটারী ব্যাক আপেদেয়না, কারেন্ট গেলে গাই ধড়াম কৈার বন্ধ হৈয়া যায়।

১৩

আহমেদ রাকিব's picture


আপনের ল্যাপ্পি তইলে দুনিয়ার একমাত্র ল্যাপ্পি হইব যেইটার লাইগা ইউপিএস লাগবো।

১৪

শাওন৩৫০৪'s picture


হ, সমস্যা হৈলো, আমার এ্যাডাপ্টর নাকি ল্যাপ্পীর ব্যাটারী চেনেনা!!
একটা সমাধান হওনের আগে, নজরুল ভাইয়ের কথাটা বিবেচনায় রাইখো, ল্যাপ্পী কিনা দেও?

১৫

নজরুল ইসলাম's picture


ল্যাপটপ কিনার ট্যাকা দেন

১৬

শাওন৩৫০৪'s picture


স হ ম ত

১৭

সোহেল কাজী's picture


ওয়ার্ড ফাইল থেকে সবগুলান লেখা কপি করে নোটপেডে পেষ্ট করেন। এবার নোট পেড থেকে কপি করে এখানে পেস্ট করেন দেখবেন আর কোন সমস্যা হবেনা। সব ফরমেটিং আগের মতই কাজ করবে। Smile
পরামর্শ কামে লাগলে টুটুল ভাইয়ের কাছে আমার ভিজিট খানা পাঠাইয়া দিয়েন, উনার কাছে পরামর্শের রেট আগেই পাঠানো হইছে :steve:

১৮

সোহেল কাজী's picture


ওয়ার্ড ফাইল থেকে সবগুলান লেখা কপি করে নোটপেডে পেষ্ট করেন। এবার নোট পেড থেকে কপি করে এখানে পেস্ট করেন দেখবেন আর কোন সমস্যা হবেনা। সব ফরমেটিং আগের মতই কাজ করবে। Smile
পরামর্শ কামে লাগলে টুটুল ভাইয়ের কাছে আমার ভিজিট খানা পাঠাইয়া দিয়েন, উনার কাছে পরামর্শের রেট আগেই পাঠানো হইছে :steve:

অতিথি থাইক্যা কমেন্টাইছিলাম পাপ্লিস হইলোনা |( Angry Angry

১৯

শাওন৩৫০৪'s picture


হে? ওয়ার্ডে কপি করা পর্যন্ত করছি, নোট পেডে বা আমার পেডে আর করা হয় নাই...কৈরা যদি কাজ না হৈছে, তাইলে কনসালটেন্সীর ফিস টা জানাইয়েন, আদায় করতে হবে না?

২০

শওকত মাসুম's picture


লেখাটা আবার দেন

২১

শাওন৩৫০৪'s picture


হ, লেখাটা কপাল গুনে সেইভ কৈরা রাখছি...পোষ্টাইয়ালমু...Smile

২২

জ্যোতি's picture


ওরেরেরেরেরে!!!!বিলাই দেখি বাঁইচা ফেরত আসছে। কতদিন বিলাই এর মিউ মিউ শুনি নাই। এইজন্য ব্লগবাসী ঝিমাইছে। বিলাই ফিরত আসছে, এখন আবার ব্লগের লোকজন ঝিমানী বাদ দিয়া ব্লগাইবো।

২৩

শাওন৩৫০৪'s picture


বিলাইরা মরেনা....যুগে যুগে বিলাইরা ফেরৎ আসবেই, চিন্তার কিছু নাই...Smile
আসলাম, ব্লগানো শুরু করলাম, অখন দেখা যাক, লোকজন ঝিমানি বন্ধ করে কিনা?

২৪

জ্যোতি's picture


আহা। বিলাইয়ের মিউ শুইনা মন্টা ভাল্লাগতাছে। নয়া পুষ্ট দেও।

২৫

শাওন৩৫০৪'s picture


এহ, এই বিলাই মিউ মিউ বেশি করেনা, শুধু খাইতে দিলে আনন্দ নিয়া খায়..Tongue

২৬

সাঈদ's picture


বিলাই কেন ডাকে মন ছুটি চায় .।.।

২৭

শাওন৩৫০৪'s picture


কিসের ছুটি?

২৮

জেবীন's picture


লেখাটা খুলে দেখি, ওম্মা! কি বিকট সব হিজিবি্জি! ... প্রথমে ভাবলাম শাওনের গল্পের কোন নয়া তরিকা এটা.......  পরে বুঝলাম তাই একটু পর ঠিক হয়ে যাবে ভেবে পরে ঘুরে এসে দেখি গায়েব!!

আবার দেন লেখাটা...

২৯

শাওন৩৫০৪'s picture


আমিও নিজের লেখা খুইলা ওরম হিজিবিজি দেইখাই ডর খাইছি....
পরে আর কোনমতেই ঠিকৈলোনা...তাই সরাইয়া ফালাইলাম...

৩০

তানবীরা's picture


এতসব ষড়যণ্ত্রের পিছনের কালো হাত ভালো মত চেক কৈরা দেখা হোক....

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

শাওন৩৫০৪'s picture

নিজের সম্পর্কে

অনেক সময় নিয়া শিখতে পারছি, ক্যাম্নে শিখতে হয়....
এখন এইজন্য খালি শিখতেই আছি,
তাই বৈলা কেউ আইসা ভুজুং বুঝাইয়া দিয়া যাবেন, সেইটা আবার মানতে পারুমনা.....
আড্ডা ফূর্তি, মাস্তির সাথে সুযোগ পাইলে শিখাশিখি..

কিন্তু বটম লাইন হৈলো, "শেখার কোনো শেষ নাই, শেখার চেষ্টা বৃথা তাই"