এক ফোটা গল্প-১
রিমান্ডের পর ডিবি অফিসে নেওয়ার পরই তারা তিনজন হুড়মুড় করে ঢুকল ডিবি অফিসের কিচেনে। ঢুকেই প্রধান পাচকের পা জড়িয়ে সে কি হাউমাউ করে কান্না তাদের। পাচক তো রীতিমত টাশকিত এবঙ বিরক্ত। রান্নাবান্নার সময় এ কি উৎপাত। সমস্যা কি? সমস্বরে তারা তিনজন আর্জি জানাল পাচকের কাছে, হুজুর আপনিই এখন আমাদের মা-বাপ। একটাই খালি রিকোয়েস্ট। সাপ্লাই দেওয়ার সময় আমাদের ডিমটা একটু হাফ বয়েল করে দিয়েন।
ডিম থেরাপি জিন্দাবাদ
কেনো
বাই দি ওয়ে, আপনার শত বর্ষ হতে কত বর্ষ বাকি ?
বিনা পয়সায় ডিম্ব সাপ্লাই দিতে মঞ্চায় ...
~
কাঠাল হইলে আরো ভালো হইতো না ???
একজন কাঁঠাল প্রেমিক হিসাবে বলবো, ওদের জাতীয় ফল দিয়ে নয়, মেসবাহ'র পরামশ অনুসারে আনারস দিয়ে দিন!! লাগবো ভাল!
কালকে বান্দরবান গেছিলাম। বড় বড় আনারস দেখে আসছি। সে তুলনায় হোটেলের ডিমগুলো অনেক ছোট। ইয়ে, ডিমের বদলে কী আনারসের কথা ভাবা যায় ...????
মন্তব্য করুন