সত্য-সন্ধানী'এর ব্লগ
মাশাল্লাহ, আমাদের সেনাবাহিনীর কত উন্নতি হচ্ছে!
বাংলাদেশ সেনাবাহিনী এবং ভারতের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক ও যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে। ২০০৯ সালের শুরু থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের বিভিন্ন বিষয়ে সেমিনার, প্রশিক্ষণ ও মহড়ায় অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। নতুন নতুন বিষয়ে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে যৌথ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি আগে যেসব বিষয়ে কখনও দেশের বাইরে প্রশিক্ষণের প্রয়োজন হতো না এখন সে বিষয়েও প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে ভারত।
সেনাবাহিনী কি কোন রাজনৈতিক দলের অংগ-সংগঠন?
গত কয়েকদিন ধরে আমাদের স্যাটেলাইট চ্যানেলগুলোতে ‘আমার সেনাবাহিনী আমার গর্ব’ নামে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। গতকাল দেখলাম, অনুষ্ঠানটি চ্যানেল আই’তে প্রচার করা হল। এতে সেনাসদস্যদের প্রাত্যহিক জীবনের কঠোর প্রশিক্ষণ, পেশাগত কর্তব্য পালন ও সেনাবাহিনীর ইতিহাসসহ অন্যান্য বিষয়াদি তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, মহান স্বাধীনতার মাস ও স্বাধীনতা দিবসের চল্লিশতম বার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠানটি প্রচার করা হচ্ছে।