ইউজার লগইন

ফটু টেস্টিং ব্লগ


ম্যাপল ট্রি

[এই কয়েকটা লাইন উন্নয়ন কর্মীর‌ যোগ করা। প্রথম পাতায় পোস্টের ছবি থাম্বনেইল হিসাবে দেখানোর কাজ এখনো বাকি আছে। ফলে পোস্টের সব ছবি এখন প্রথম পাতায় একসাথে দেখায়। এটা এড়াতে একটা ছবি দেয়ার পর কয়েক লাইনের কিছু টেক্সট লিখে দিবেন। ।ফলে বাকি ছবি গুলো প্রথম পাতায় দেখাবেনা। এই পোস্ট টাকে ও এডিট করে প্রথম ছবিটার নিচে কয়েক লাইন লিখে দেয়া হলো।]

জনজু কালচারাল সেন্টার

কোরিয়ার রাজপ্রাসাদ

পোস্টটি ১০ জন ব্লগার পছন্দ করেছেন

সুমনা's picture


পদ্মরে ধইন্যা। তার টিউটোরিয়াল দেইখা ছবি আপলোড করলাম কিন্তু আমার ৩ খান ছবি দেখি পুরা জায়গা দখল কইরা ফালাইছে। লজ্জিত হওনের ইমো হইবে। ডেভু ভাইগো ইট্টুশখানি দেইখেন কইলাম।

সাঈদ's picture


ছবিগুলা দারুন । পদ্মরে ধইন্যা ।

সুমনা's picture


হ। আমিও পদ্মরে ধইন্যা দিছি।

বিহঙ্গ's picture


অসাধারণ সৌন্দর্য ভইনডি.................থ্যাংকু এই পোস্টের সংশ্লিষ্ট স ক ল কে..........

সুমনা's picture


তোমারেও থ্যাঙ্কু ভাইয়া দেখার জন্য।

রন's picture


বাহহহ কি সুন্দর, এইগুলা কি বিদেশ-এর ছবি?

সুমনা's picture


হ ভাই। সবটি কোরিয়ার ফটুক।

মলিকিউল's picture


কঠিন....... অনেকদিন পর এসব দেখলাম......।

সুমনা's picture


থ্যাঙ্কু মলি ভাই।

১০

অতিথি পাখি's picture


সৌন্দর্য Cool

১১

সুমনা's picture


ধইন্যা।

১২

সোহেল কাজী's picture


ম্যাপল ট্রি আমগো দেশে নাই?
এইরকম আরো একটা গাছ আছেনা? বাড়ির গেটে লাগায় পাব্লিক। লালগোলাপী পাতার মত ফুল ধরে।

ফটুক সৌন্দর্য্য হৈছে ঃ)

১৩

সুমনা's picture


আপনেরেও ধইন্যা। উত্তর তো পাইয়াই গেছেন।

১৪

পদ্মলোচন's picture


জবা ফুল সোহেল দা।

১৫

সুমনা's picture


হয়নাই

১৬

নৃ's picture


সুমনা আপু, গাছের ছবিটা দারুণ লাগলো। :)

কাজী ভাই, বোগেনভিলিয়া ওরফে বাগানবিলাস?

পদ্ম ভাইরে "ধুর মিয়া!"

১৭

সুমনা's picture


ধইন্যা গো ভইনডি। আছেন ক্যামুন?

১৮

নুশেরা's picture


গাছের ছবিটা বেশী সুন্দর।
কাজীভাই, দেশে ম্যাপল দেখিনাই। শীতপ্রধান দেশের গাছ। পাতা ঝরে যাবার আগে চোখে পড়ার মতো রং বদলায়, আমাদের দেশে এমন গাছ বোধহয় একটাই- কাঠবাদাম।

১৯

সুমনা's picture


ম্যাপল এর ছবির কালেকশান আছে আমার। দিমুনে আরেকদিন।

২০

রুমিয়া's picture


chhobi gulo khubi shudor. Maple tree ta beshi shundor...!!! :)

২১

সুমনা's picture


থ্যাঙ্কু থ্যাঙ্কু

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.