ইউজার লগইন

লালাখাল : হেভেন অন আর্থ!

গত দুই তিনদিনে যখনই ব্লগে ঢুকতেছি মন ভালো হয়ে যাইতেছে।
এত্ত এত্ত প্রিয় চেনামুখের হঠাৎ করে এভাবে ফিরে আসা,
মন ভালো না হয়ে কোন উপায় আছে নাকি!

সবাই লেখা দিতাছে, আমার মাথা ব্ল্যঙ্ক হয়ে আছে। কিছু লিখতে পারতেছি না, ব্যাপারটা ভাল্লাগতাছে না। তাই মনে হল, একটা ছবিব্লগ দিয়া দেই।

আমি গরিব সরিব মানুষ, ডিএসএলআর নাই তাই আর ফডোগফুর হইতে পারলাম না। কি আর করার, তাই দুধের স্বাদ গুড়াদুধে মিটাই! আমার মোবাইল ক্যামরাই ভরসা।

এখন লেখায় ঢুকি -

এখনো পর্যন্ত আমি বোধহয় সবচেয়ে বেশি বার ঘুরতে গিয়েছি সিলেটেই। এই সিলেট শহর থেকে জাফলঙের পথে বাসে ঘন্টা দেড়েক গেলেই সারিঘাট। সেখানে নেমে কাকচক্ষু স্বচ্ছ বরফ শীতল জলের সারি নদীতে নৌকায় ঘন্টাখানেক গেলেই..

সোনারং বালুকাবেলা,দু’ধারে সবুজ পাহাড় আর ছিমছাম চা বাগানের কোল ঘেঁষে..আকাশের সাথে সন্ধি করে অপরূপ নীল পানির লালাখাল। পৃথিবী-তে আমার দেখা দ্বিতীয় প্রিয় সুন্দরতম জায়গা। এক কথায় বললে, হেভেন অন আর্থ!

আমি দুইবার গিয়েছি এখনও পর্যন্ত। আজ প্রথম দেখার মুগ্ধতাটুকু শেয়ার করবো বলেই লিখতে বসা। দিনটা ছিল - ২০১০ সালের ১২ই ডিসেম্বর।
আর কথা না বাড়িয়ে ছবি দেখি -

# এই সেই সারিঘাট

1

# মাঝিরা তখনও বিশ্রামে ব্যাস্ত!

2

# পানির ছবি তুলে রাখলাম।

3

# নৌকা ঠিক হল - যাত্রা শুরু।

4

# দেখি, নীল নদে একলা নৌকা বয়ে যাচ্ছে একজন।

5

# পথের প্রায় পুরোটাই অনেকটা এরকম।

6

# পৌছলুম!

7

# নীল পানির লালাখাল!

8

# কাছেই একটা পায়ে হাটা পথ ধরে এগুলেই,
বনফুল..বুনোফুল..

9

# পাশেই মাঠে,
রোদ্দুরে গরুর ছানা!

10

ওই পথ ধরে এগুলে মোটামুটি সুন্দর একটা চা বাগান ঘুরে আসা যায়। যাই হোক, ওদিকে বেশিক্ষণ ছিলাম না, নৌকা আমাদের ফেলে চলে গেলে খপর আছে! তাই!

# সত্যি মিথ্যা জানি না ডানপাশের টিলামতন পাহাড়টা নাকি পানিতে বলতে গেলে ভেসে আছে। পাহাড়ি ঢলে ক্ষয়ে নাকি নিচের অংশটুকু নাই হয়ে গেছে। নৌকা পর্যন্ত ডুবে যায়, এতটাই গভীর! ভাগ্য ভালো নদীতে লাফিয়ে সাঁতরে উঠে আসার পর জেনেছিলাম, আর নয়তো মজাটাই মাটি!

11

# এই পাথুরে টিলার উপর উঠলে দেখা যায় -

12

# আরেকটা ছবি।

13

# আরও একটা!
এই ছবিটা দেখলেই আমার কাছে ক্যারিবিয়্যান ক্যারিবিয়্যান লাগে!

14

#পরতি বিকেল - দুপুর রোদের লালাখাল,
এবং ফেরার ডাক।

15

# আকাশটাও খুব সুন্দর ছিল ওইদিন।

16

# এবং ফেরা,
তখন গোধূলির ছায়া পরেছে চারিধার।

17

আর কি, দিন শেষ কথাও শেষ।
আজ এটুকুই,
ভালো থাকুন সবাই। অনেক ভালো, সবসময়।

এমনটাই জমজমাট থাকুক এবি,
ভালো থাকুক সুপ্রিয় ভালোবাসা ব্লগ। হ্যাপি ব্লগিং!

পোস্টটি ১৩ জন ব্লগার পছন্দ করেছেন

রায়েহাত শুভ's picture


জাইনা রাখো হে বালক, ডিএসেলার থাকলেই ফটোগফুর হওয়া যায় না। দেখার চোখ লাগে... ছবিগুলার ভিতর কয়েকটা অনেক সুন্দর হইছে...

বিষণ্ণ বাউন্ডুলে's picture


সেইটা জানি আর মানি বইলাই তো
গুড়াদুধেই বেশ দিন কাটাইয়া দিতেছি! Tongue

ধইন্যা পাতা

জেবীন's picture


দারুন ছবিব্লগ! বেশি দারুন কেন হইছে জানো, এই যে এট্টু করে সাথে নিজের কিছু কথা লিখছো তার জন্যে!

এই লালাখালের পানির রঙ কি অদ্ভুত সুন্দর লাগে, মাঝে মাঝে মনে হয় আসলেই কি এত্তো সুন্দর নাকি ছবি কারসাজি! কিন্তু সবার ছবিতেই এমনি চোখ জুড়ানো রঙ দেখা যায়! জানি না কবে, তবে দেখা হবে কোন একসময়েই লালাখালের সাথে।

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ইশ! কতদিন পর জেবিনাপুর কমেন্ট পাইলাম! আহ! Smile

চোখে যা আসে,
কোন ক্যামেরাতে তা পুরাপুরি আসে না!

ওইখানে গেলেই বুঝবা ব্যাপারটা! Smile

আরাফাত শান্ত's picture


সুন্দর সব ছবি!

বিষণ্ণ বাউন্ডুলে's picture


থ্যাঙ্কুস, সুপ্রিয় শান্ত ভাই। Smile

টোকাই's picture


চমতকার সব ছবি। ছবি দেখলেই বোঝা যায় আপনার মন কত সুন্দর। শুধু ডিএসেলার দিয়ে তুল্লেই যে ছবি ভাল হবে এমন কথা নাই। ছবি তোলার জন্য সুন্দর একটা মনের দরকার। আর সেটাই আপ্নি দেখালেন আপনার মোবাইল দিয়ে্ তোলা দারুন সব ছবি দিয়ে।
থ্যাঙ্ক ইউ সো মাচ। Smile

বিষণ্ণ বাউন্ডুলে's picture


একটু বেশিই বলে দিলেন।
তবুও, অনেক অনেক ধন্যবাদ
আপনার চমৎকার মন্তব্যের জন্য।

ভালো থাকুন, অনেক ভালো।
প্রতিটি দিন , প্রতিটি ক্ষণ। Smile

রাসেল আশরাফ's picture


গুঁড়াদুধ যেমন আগে হাতের তালুতে নিয়ে চেটে চেটে খেতাম তোমার পোস্টের ছবিগুলো ঠিক তেমনি ভাবে দেখে মজা পাইলাম।

১০

বিষণ্ণ বাউন্ডুলে's picture


হিঃ হিঃ

কমেন্ট টা
বাটিতে গুড়াদুধ চিনির সাথে
মালটোভা মিশিয়ে থাওয়ার মতন
মজা হইছে! থ্যাঙ্কুস। Laughing out loud

১১

রাসেল আশরাফ's picture


কি মনে করায় দিলা Sad

১২

বিষণ্ণ বাউন্ডুলে's picture


কমন পড়ছে? Tongue

১৩

টুটুল's picture


দূর্দান্তিস হইছেরে Smile

১৪

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Laughing out loud Big Grin Laughing out loud

১৫

জ্যোতি's picture


তোমার মোবাইল ফোনে তোলা ছবিগুলা দারুণ হইছে অনেক । সিলেট আমারও অনেক পছন্দের জায়গা । কোথাও ঘুরতে যাওয়ার কথা মনে হলেই সিলেট যেতে ইচ্ছা করে ।

১৬

বিষণ্ণ বাউন্ডুলে's picture


হ! লালাখাল, বিছনাকান্দি আর জাফলং গেছি! নেক্সট টার্গেট বাঁশখালি আর রাতারগুল। সিলেট একটা জায়গাই বটে!

আমার অবশ্য আজকাল কেবল
সেন্টমার্টিনসের ছেঁড়াদ্বীপ যাইতে
মন আনচান করে! আর নীলগিড়ি!

১৭

তুহিন's picture


আসাধারন সব ছবি.....যাওয়ার ইচ্ছা পোষন করি

১৮

বিষণ্ণ বাউন্ডুলে's picture


পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

খুব খুব ভালো থাকুন।

১৯

তুহিন's picture


অসাধারণ সব ছবি, Stare
---------
যাওইয়ার ইচ্ছা পোষন করি

২০

বিষণ্ণ বাউন্ডুলে's picture


এবি তে সুস্বাগত।
একাউন্ট খুলে লেখালেখি শুরু করে দেন। Smile

২১

বিষাক্ত মানুষ's picture


আরি মারাত্মক !!!!

যাওয়ার বাসনা রাখি Cool

২২

বিষণ্ণ বাউন্ডুলে's picture


হয়ো। সিরাম সন্দৌর্য্য জায়গা! Smile

২৩

তানবীরা's picture


জাইনা রাখো হে বালক, ডিএসেলার থাকলেই ফটোগফুর হওয়া যায় না। দেখার চোখ লাগে... ছবিগুলার ভিতর কয়েকটা অনেক সুন্দর হইছে...

২৪

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Tongue Laughing out loud

ধইন্যা! Smile

২৫

সাঈদ's picture


জাইনা রাখো হে বালক, ডিএসেলার থাকলেই ফটোগফুর হওয়া যায় না। দেখার চোখ লাগে... ছবিগুলার ভিতর কয়েকটা অনেক সুন্দর হইছে...

২৬

বিষণ্ণ বাউন্ডুলে's picture


সকলে শুভ ভাইয়ের শিষ্য হৈয়া গেল নাকি! Tongue

২৭

নিভৃত স্বপ্নচারী's picture


চমৎকার ছবি ব্লগ!

২৮

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ধন্যবাদ, স্বপ্নচারী ভাই। Smile

২৯

সামছা আকিদা জাহান's picture


চমতকার ছবি ও বর্ননা নীল নদ অপূর্ব। নাম দেয়া সার্থক ।

৩০

বিষণ্ণ বাউন্ডুলে's picture


অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ, রুনাপা।

এবির সবার জন্য ঈদ উপহার হিসেবে নতুন একটা লেখা দেন এইবার,
আবদার থাকলো আপনার কাছে।

৩১

মেসবাহ য়াযাদ's picture


জায়গাটা ব্যাপক পরিচিত লাগতেছে Wink
মনে হয় আমি এই জায়গায় গেসিলাম Tongue
ছবি সৌন্দর্য হৈছে, লেথা সুস্বাদু Big smile

৩২

বিষণ্ণ বাউন্ডুলে's picture


আসলেই গেছলেন?কবে?প্রমানস্বরুপ ব্লগ দেন! Laughing out loud

৩৩

মীর's picture


খুব সুন্দর ছবি সবগুলা।

৩৪

বিষণ্ণ বাউন্ডুলে's picture


পাশ করাইয়া দিলেন! Tongue

৩৫

রূপকথা's picture


গুড়োদুধ ই যদি এত সুন্দর হয় , আসল গরুর খাঁটি দুধ কেমন হবে , কে জানে ?
আপনাকে কেউ একজন একটা ডি,এস,এল,আর গিফট করুক , এই দোয়া থাকল।
সারি ঘাট আমি অনেক বার গিয়েছি , পানিটা আমার কাছে কখনো সবুজ ও মনে হয়েছিল।
দারুন পোস্ট । টিপ সই

৩৬

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ইশ! কি চমত্‍কার মন ভালো করে দেওয়া মন্তব্য। অনেক অনেক ধন্যবাদ, আপু। Laughing out loud

যতদুর জানি শীতকালেই কেবল এতটা স্বচ্ছ ও নীল থাকে সারীর পানি। Smile

৩৭

রূপকথা's picture


আপু না ,
ভাই..
লুল। Crazy

৩৮

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Tongue

৩৯

দূরতম গর্জন's picture


পুরাই দূষণমুক্ত পানি

৪০

বিষণ্ণ বাউন্ডুলে's picture


আগে ছিল,
এখন ময়লা হইয়া যাইতাছে।
আমরা ট্যুরিস্ট হিসেবে তেমন সুবিধার না.. Confused

৪১

দূরতম গর্জন's picture


আমারও ডিএসএলআর নাই। তবু ছবি তুলতে মন চায়। সুইডেন সুন্দর কিন্তু কেন যেন মেকী মনে হয়।

ছবিগুলো খুব সুন্দর লাগলো Smile

৪২

বিষণ্ণ বাউন্ডুলে's picture


হালকা কথাবার্তার ভেতর মাঝে মাঝেই আপনি অনেক গভীর কথা বলে দেন, ভাল লাগে শুনতে।

নিয়মিত আমার ব্লগ ঘুরে যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, অনেক ভালো। প্রতিটি দিন, প্রতিটি ক্ষন।

৪৩

নিয়োনেট's picture


ছবিব্লগের বিষয়টা ভালো লেগে গেল। ক্যারাবিয়ান ছবিটা দারুন হইসে। মাথা ব্লাঙ্ক হয়ে গেলে আমিও একটা ছবিব্লগ লিখে ফেলবো!

৪৪

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ঠিকাছে, অপেক্ষায় থাকলাম। Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

বিষণ্ণ বাউন্ডুলে's picture

নিজের সম্পর্কে

i love being my bro's bro..!

কী আর বলব..?

বলতে গেলে লাইফের তিন ভাগের এক ভাগ শেষ অথচ এখনো নিজের কাছেই নিজেকে অচেনা লাগে..!!

মাঝে মাঝে নিজেকে দুঃখবিলাসী মনে হয় আবার অকারন স্বপ্ন দেখতে-ও ভুল হয়না..নিজে হাসিখুশি থেকে অন্যদের হাসিখুশি রাখতে পছন্দ করি..ভাবি বড় হয়ে গেছি আবার কাজে কর্মে ছোট ছোট ভাব টা এখনো ঝেড়ে ফেলতে পারিনা..বেশ অভিমানী আর জিদ্দি but i love havin fun in anythin..লাইফে এক্সামগুলোর দরকার টা কী ভেবে পাইনা..ভালোবাসি গল্পের বই পড়তে,গান শুনে সময় কাটাতে আর কিছু কিছু সময় নিজের মত থাকতে..

আর কি বলব..?!

...here i am!!