বাতিঘর
প্রেমের সাগর দিচ্ছি পাড়ি
উথাল-পাথাল ঢেউ
আসছি প্রেমের নদী ছাড়ি
তা জানে না কেউ।
যখন সরু ধারায় ছিলাম
স্রোত ছিল না মোটে;
হাওয়ার টানেই ভাসতেছিলাম
ছোট্ট জীবন বোটে।
ধারা বেয়ে ধীরে ধীরে
নদীর বুকে আসি,
লক্ষ্য, হাজার জনের ভীড়ে
দেখবো তোমার হাসি।
বেয়ে বেয়ে জীবন তরী
প্রেমের নদী ফেলে
অথৈ সাগর বুকে পড়ি
বাঁচবো তোমায় পেলে।
প্রেম সাগরে অথৈ পানি
কূলের দিশা নেই,
লক্ষ্যবিহীন হলেই জানি
হারিয়ে যাবে খেই।
অথৈ সাগর মাঝে আমার
তুমিই বাতিঘর,
লক্ষ্যবিহীন হব না আর
যতই আসুক ঝড়।
ঢেউয়ের টানে যত দূরে
যাই না কেন আমি
তোমার কাছেই সাগর ঘুরে
এসে যাব থামি।
ভাল হৈছে
আমার ব্লগে প্রথম মন্তব্য করলেন তার জন্য বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ রইল আপনার জন্য ভাল থাকুন সবসময়।
দারুণ তো। কাজে লাগানো যাবে কবিতাটা

==========================
আমরা বন্ধুতে স্বাগতম।
আমার কবিতা যদি ভাল লেগে থাকে সে তো আমার সৌভাগ্য।
স্বাগতম জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ।
ভাল থাকুন সবসময়।
কবিতা চমৎকার হৈসে! এবি'তে
অশেষ ধন্যবাদ স্বাগত জানানোর জন্য।
ভাল থাকুন সতত।
এমা!!!! আচার্য দা যে!! এসেই কি উধাও হয়ে গেলেন?
সুন্দর কবিতা!
কেমন আছেন লাবণী'দি?
বিভিন্ন ব্লগ ঘুরতে ঘুরতে এখানেও চলে এলাম। আশা করি আপনাদের সবার সাথে কিছু ভাল ভাল মুহুর্ত কাটাতে পারব।
স্বাগত জানানোর জন্য অশেষ কৃতজ্ঞতা।
এবি তে সুস্বাগত।
লিখতে থাকুন। অনেক অনেক শুভকামনা।
অসংখ্য ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ।
মন্তব্য করুন