ইউজার লগইন

মা দিবস ই-বুক - "মায়াবতি মা আমার"

মা - ছোট্ট শিশুর প্রথম ভালবাসা। নিরাপত্তা আর মমতায় গড়া সেই কোল, সেই উষ্ণতার পরশে সারাটা জীবন কাটিয়ে দিতে চায় মন। বড় হয়ে ওঠার সাথে সাথে মা'কে ঘিরে জমা হয় ভালবাসা, অভিমান আর দুষ্টুমির শত শত গল্প। সঙ্কটকালে কেবলই মনে হয় যদি সব কিছু ছেড়ে মা'র স্নেহমাখা কোলে মুখ লুকাতে পারতাম, তবে পৃথিবীর কোন কষ্টই আমাকে স্পর্ষ করতে পারতোনা। দৃশ্যত মা কারও কাছে থাকেন, কারও বা দূরে - কিন্তু মা আছেন সবার হৃদয়ে - সব ময়। মা'কে নিয়ে লিখতে গেলেই মনে পড়ে যায় সেই ছেলেটির কথা, যে প্রিয়তমাকে উপহার দেবে বলে মা'র হৃৎপিন্ডটা ছিড়ে নিয়ে যাচ্ছিলো, পথে হোঁচট খেয়ে পড়ে গেলে মা'র হৃৎপিন্ড বলে ওঠে - "বাবা, ব্যাথা পেলি?"

mayaboti ma ebook

১০ই মে ২০১০, মা দিবস উপলক্ষে আমরাবন্ধু ব্লগের ব্লগারদের লেখা নিয়ে প্রকাশিত হলো ই-বুক "মায়াবতি মা আমার"। মা'কে নিয়ে লেখা আটটি রচনা স্থান পেয়েছে এই সংকলনে। সংকলনে অন্তর্ভুক্ত সবকয়টি লেখার পরতে পরতে উঠে এসেছে মা’-র জন্য ভালবাসা ও আবেগের উচ্ছাস। লেখা আহবানের দিন থেকে ৮ই মে ২০১০ তারিখ পর্যন্ত পাওয়া সব কয়টি লেখাই অন্তর্ভুক্ত করা হয়েছে সংকলনে।

সংকলনটি তৈরীতে আমাকে বিশেষ ভাবে সাহায্য করেছে ব্লগার অদিতি ও ব্লগার সুপ্তি। সংকলনের পরিকল্পনা গ্রহনের সময় থেকে সংকলনটি প্রকাশ হওয়া পর্যন্ত বিভিন্ন সময়ে সার্বিক সহায়তা দিয়েছেন টুটুল। আমাদের বিশেষ কৃতজ্ঞতা তার প্রতি। কৃতজ্ঞতা আমরা বন্ধু ব্লগের সবার প্রতি - আমাদের সাথে থাকার জন্য।

মায়াবতি মা আমার - ২৪ পাতার ই-বুকটি ডাউনলোড করুন এখান থেকে

মায়াবতি মা আমার - পিডিএফ ফরম্যাট (৮১০ কিলোবাইট)
মায়াবতি মা আমার - জিপ ফরম্যাট (৭৪৭ কিলোবাইট)

সবাইকে ধন্যবাদ

top

পোস্টটি ৮১ জন ব্লগার পছন্দ করেছেন

অদিতি's picture


সাইজ ছোট বলে ডাউনলোডে সুবিধা অনেক।

~স্বপ্নজয়~'s picture


অভিনন্দন অদিতি Smile

বোহেমিয়ান's picture


স্বপ্নজয় ভাইয়ের ইবুক সেই রকম হয়!
অভিনন্দন এবং ধন্যবাদ সংস্লিষ্ট সবাইকেই

~স্বপ্নজয়~'s picture


থ্যাঙ্কু Smile Smile

মাহবুব সুমন's picture


পড়া শুরু করলাম

~স্বপ্নজয়~'s picture


শেষ কইরা জানাইয়েন Wink থ্যাঙস্‌ মাইট Wink

নজরুল ইসলাম's picture


আমার লেখা বাদ্দিছেন... মাইনাস... Sad

ই-বই দেখলাম। এক দেখায় ভালো লাগলো। রাতে পড়বো।
লেখার সাইজ একটু বড় করলে পারতেন। চোখের আরাম হইতো।

মা দিবস ১০ তারিখে না ৯ তারিখে?
প্রথম প্রকাশ ৮ তারিখে না ৯ তারিখে?

সাইজ ছোট বলে ডাউনলোডে সুবিধা। সুচীপত্র থেকে ক্লিক করেই লেখায় যাওয়া যায়, আবার লেখকের নামের উপরে ক্লিক করলে লেখকের ব্লগে যাওয়ার সুবিধা... সব মিলায়ে ব্যাপক হইছে।

যাহোক, অভিনন্দন অনন্ত

~স্বপ্নজয়~'s picture


আপনার মেইল পাইছি কিন্তু কোন এটাচমেন্ট তো ছিলোনা Stare

লেখা বড় কইরা নেন, সমস্যা নাই, ভিউ পার্সেন্টেজ ১৫০%~৮০০% করে দেন, বড় দেখা যাবে Wink
ভুল গুলো ঠিক করে দিলাম, মিসটেকের কারনেই ভুল হইছে বইলা আমার ধারনা Stare

অনেক ধন্যবাদ ভাই, আমি কিন্তু অনন্ত না, অনন্ত আমার আদরের ছুডু ভাই Wink

নজরুল ইসলাম's picture


হায় হায় কন কী!!!!
আমি তো এটাচ কইরা পাঠাইলাম। ইস্... একটু যদি জানাইতেন, তাইলে আরেকবার পাঠাইতাম Sad

এতো কষ্ট কইরা লেখলাম... Sad

অবশ্য দোষ আপনাদের না, আমিই অনেক দেরিতে লেখছি। ব্যাপার না। নিজের লেখা বাদ গেলে কী হয়? অন্যদের লেখা তো পড়তে পারতেছি। বইটা ভালো হইছে।

আর অনন্ত এখানে নাম অর্থে ব্যবহার হয় নাই বস...

১০

~স্বপ্নজয়~'s picture


হাহাহাহা ... আমিও ফাইজলামো করলাম অনন্ত লইয়া Wink

আসলেই জানানো উচিৎ ছিলো আপনারে .... যে দৌড়ের উপর থাকি, খেয়াল থাকেনা, তাই ভুইলা যাই Stare

১১

নজরুল ইসলাম's picture


আরে ধুর, এইটা কোন ব্যাপার না। একটা ইবই বের করা কি চাট্টিখানি কথা? যা করছেন তাই কাফি।
আর আমার লেখাটাও মন মতো হয় নাই। দৌড়ের উপরে লেখছিলাম। ছাপা না হয়া ভালোই হইছে।

এখন চেক করে দেখলাম, এটাচ করি নাই। লেখা শেষ করে ইমেইল করেই পিসি সাট ডাউন, তারপর ঘুম। এটাচ করতে ভুলে গেছি Sad

১২

টুটুল's picture


হাহহাহাহাহাহাহাহ
হোহোহোহোহোহো

বস... জরুরী মেইলের সময় এরম কৈরেন্না কৈলাম Smile

১৩

~স্বপ্নজয়~'s picture


না রে ভাই, আমি হাসতেছি ঠিকই, কিন্তু খুব খারাপ লাগতেছে আপনার লেখাটা দিতে না পারায়, আর একদিন আগে যদি মেইলটা খুলতাম, তাহলে বুঝতে পারতাম যে আপনার এটাচমেন্ট আসে নাই। ফরম্যাট করছি আগে, তারপর লেখা বসাইছি মেইল থেকে, যেগুলো পাইছি সব দিয়ে দিছি এক সাথেই। স্যরি ভাই ....

১৪

শওকত মাসুম's picture


নজরুল লেখাটা পোস্ট আকারে দেন।

১৫

রুবেল শাহ's picture


মাইনাস.....

১৬

~স্বপ্নজয়~'s picture


১৭

টুটুল's picture


আরে ঝাক্কাস হৈছেতো Smile
ফিফা কিন্তু এইবার আপ্নার উপর খেপবো Wink

লেখা দিতে পারলাম্না Sad

অভিনন্দন আড্ডাবাজকে ... দুইদিন ছুটি নিয়া ই-পুস্তক বানানোর জন্য
সম্পাদনার মত একটা উকুন বাছার কাজে সহায়তা দেয়ার জন্য অভিনন্দন জানাই অদিতি ও সুপ্তিকে

আকাঙ্খা কিন্তু আরো বাইরা গেল Smile

১৮

~স্বপ্নজয়~'s picture


আপনারে ধন্যবাদ আর অভিনন্দন।

ফিফা জ্বইলা পুইড়া বাষ্ট করুক, আমি ৫০টা ফকির খাওয়ামু তাইলে Wink

লেখা না দিতে পারায় আপ্নারে মাইনাস, কিন্তু নেক্সটে চেষ্টা করবেন অবস্যই।

থ্যাঙ্কু ...

১৯

নুশেরা's picture


ফকিরের তালিকায় নিজের নাম বুকিং দিলাম পয়লাতেই

২০

~স্বপ্নজয়~'s picture


ওরে ... নুশেরা যে ... কেমন আছেন? কই থাকেন? দেখিনা কেন? বাবু কেমন আছে?

২১

অদিতি's picture


দাদা, আড্ডাবাজরে ধরেন খাওয়াইতে, তার দুইটা পোস্ট ২ ব্লগে স্টিকি!!!

২২

~স্বপ্নজয়~'s picture


আমারে খাওয়াও তোমরা Wink

২৩

রাফি's picture


আমার লেখা আইছে .।.।।। Embarassed

ই-বুক্টা সৌন্দর্য্য হইছে খুব.।।। অনেক ধন্যবাদ এমন একটা মার্ভেলাস কাজের জন্য.।।।

২৪

~স্বপ্নজয়~'s picture


অনেক ধইন্যা রাফি .... এখনো কি আমারে চিনবার পারেন নাই? Wink

২৫

রাফি's picture


এফ.কে. সু..?

২৬

~স্বপ্নজয়~'s picture


খেক খেক .... মনে রাখছেন দেখি Wink

২৭

রাফি's picture


হাহাহা, কৃষিবিদ.ইনফোর কথা কৈলে তো আপনার নামই আসপে। আগের কমেন্ট দিয়াই গুগুলে আপনার ইমেইল এড্রেস দিয়া সার্চ মারলাম, তাতে আপ্নেই যে সে সেইটা প্রমান হইলো।

মনে আছে আমার একটা ওয়েবসাইট তৈরীতে আপনি কিছু হেল্প করছিলেন? সেই ওয়েবসাইট এখনও পেনড্রাইভে নিয়া ঘুরি.....। খেক খেক....

অষ্ট্রেলিয়ার কোথায় আছেন এখন? আমি এখন পার্থে আছি.।.।।। ফেসবুকে এডু মারলাম, ফোন নম্বর ও ঐখানে দিবানে.. কথা হবেনে ভাইজান....।

২৮

~স্বপ্নজয়~'s picture


ওয়েবসাইট পেনড্রাইভে নিয়া ঘুরলে হপে? হোস্টিং কইরা ফেলেন, খরচ তো এখন অনেক কম Wink

আমি সিডনীতে আছি ভাই, আপনার উলটা দিকে, ম্যালা দূরে Wink

ভাল থাইকেন, কথা হবে ....

২৯

রাসেল আশরাফ's picture


খুব ভালো লেগেছে............

৩০

~স্বপ্নজয়~'s picture


অনেক ধন্যবাদ ভাই Smile

৩১

জ্যোতি's picture


ই বুকে লেখা দেখলাম। আমার লেখাও আছে। তবে টুটুল আর মাসুম ভাই এতবার না বললে আমার লিখাই হতো না।

মা কে ভালবাসি প্রতিটা নিশ্বাসের সাথে।

৩২

~স্বপ্নজয়~'s picture


মা কে ভালবাসি প্রতিটা নিশ্বাসের সাথে - এর উপর কথা নাই ... ধন্যবাদ জয়িতা

৩৩

আকাশনীল's picture


আমার লেখা আছে, আহা কী আনন্দ আকাশে বাতাসে Laughing out loud
আড্ডাবাজ ভাই, ইবুক খানা দুর্দান্ত হইসে Wink

৩৪

~স্বপ্নজয়~'s picture


অনেক ধইন্যবাদ ভাই Wink

৩৫

রাসেল আশরাফ's picture


জোসিলা হয়ছে............চোক্ষে পানি চলে আসতেছে পড়তে গিয়ে.........।।

৩৬

~স্বপ্নজয়~'s picture


ই-বুকের কাজ করতে গিয়ে আমারও একই অবস্থা হয়েছে ....

৩৭

রুমন's picture


হায় হায় আমার লেখা আছে দেখি
আমি ভাবত্ওে পারতেছি না
আমার লেখা এই প্রথম কোন ইবুকে
্ওয়া্ও

কি সুন্দর হইছে! অনেক সুন্দর

৩৮

~স্বপ্নজয়~'s picture


হা হা হা .... ধন্যবাদ ভাই Smile

৩৯

তানবীরা's picture


বই সেভ করলাম। পড়ে নিবো। দেখতে চমৎকার হয়েছে, শুভকামনা

৪০

~স্বপ্নজয়~'s picture


অনেক ধন্যবাদ তানবীরা Smile

৪১

সাহাদাত উদরাজী's picture


মাকে নিয়ে যতই বলা হয়, তাই কম।

৪২

~স্বপ্নজয়~'s picture


সত্যি তাই Smile

৪৩

শওকত মাসুম's picture


আরে, আমারো তো একটা লেখা আছে!
খুব ভাল হইছে। কিন্তু লেখা এতো কম কেন?
আশা করি পরবর্তীতে সবাই লেখা দিবেন। সবারটা পড়তে চাই।

৪৪

~স্বপ্নজয়~'s picture


অনেক ধন্যবাদ মাসুম্ভাই Smile

আমি তো পুরা হতাশ হয়ে গেছিলাম, প্রথম ডেইটে মাত্র দুইটা লেখা পেয়েছিলাম Sad

৪৫

নীড় সন্ধানী's picture


আমার দেখা সবগুলো ইবুকের এটা বোধহয় সবচে সুন্দর হয়েছে।

৪৬

~স্বপ্নজয়~'s picture


অনেক ধন্যবাদ নীড় সন্ধানী Smile

৪৭

জ্যোতি's picture


ই বুকটা সত্যি সুন্দর। মুগ্ধ হওয়ার মতো।দারুণ সুন্দর।

৪৮

~স্বপ্নজয়~'s picture


অনুপ্রেরণার জন্য কৃতজ্ঞতা Smile

৪৯

সুপ্তি's picture


Smile ইশ আমি এত্ত লেইট!!!!!!!!!!! ভাল লাগছে। Smile

৫০

~স্বপ্নজয়~'s picture


তুই লেইট সুপ্তি Yell

এখন শরীর কেমন আপুনি?

৫১

নাজ's picture


পৃথিবীর একপাশে মাকে রেখে,
অন্যপাশেও মাকে রাখি।
মায়েরই পায়েতে স্বর্গ আছে,
স্বর্গ খঁজিনা তাই অন্যখানে।

..love u mom..

ই-বুকটা চমৎকার হইছে Smile

৫২

~স্বপ্নজয়~'s picture


থ্যাঙ্কু, আপনাকে অনেক ধন্যবাদ Wink

মামা কবে হমু রে পাগলী

৫৩

নাজ's picture


জুলাই-এ Smile
(ইনশাল্লাহ)

৫৪

নীড় _হারা_পাখি's picture


কমেন্টের শুরুতে ধন্যবাদ সবাই কে, যারা অক্লান্ত পরিশ্রম করে ই-বুক টি সম্পাদন করেছেন। আর বই এর প্রচ্ছদ ও বেশ সুন্দর হয়েছে। তবে আশা হত হয়েছি। যখন মা দিবসের জন্য লেখা আহবান করা হচ্ছিল তখন সবার সাড়া দেখে মনে হচ্ছিল যে,স্বাধীনতা দিবস, পহেলা বৈশাখ বা অন্য যে কোন দিবস বা বিষয় এর চাইতে অনেক বেশি লেখা আসবে।কয়েক দিন লাগিয়ে বইটা পড়া হবে। কিন্তু শেষে দেখা গেল মাত্র ৮ জনের লেখা । এই জন্য সবাই কে ঢালাও ভাবে মাইনাস। আমার লেখা যদিও বা এসেছে তার পরেও মাইনাস ( অবশ্য মনে মনে জম্মের খুশি। জীবনে এই প্রথম ছাপা হইছে আমার লিখা, তাও বইয়ের গল্প শুরু আমার লিখা দিয়েই )। নজরুল ভাই কে মনে করিয়ে দিয়েও লেখা টা যেহেতু আসে নাই। অবশ্য সেটা একটা দুর্ঘটনা, মেইল করেছেন কিন্তু এটাচ করেননি লিখা টা। ভুলে গিয়েছেন। আশা করব সবাই অনেক লিখবেন ।আর মন্তব্য করার জন্য আমার মত পাব্লিক তো আছে। কাওকে নিরাশ করবো না। লিখে যান। তবে নজরুল ভাই কে অনুরোধ করব লিখা টা পোষ্ট করে দিতে। আর যারা লিখা দিয়েছেন সবাই কে ধন্যবাদ। আর যাদের লিখা দিতে পারেন নি বা দেরি হয়ে গেছে অনুরোধ রইলো সবাই পোষ্ট করে দিন। ভাল থাকুন সবাই।

তার মায়ায় ভরা সজল দিঠি
সে কি কভু হারায়
সে যে জড়িয়ে আছে , ছড়িয়ে আছে
সন্ধ্যা রাতের তারায়।
সেই যে আমার মা
বিশ্ব ভূবন মাঝে তাহার নেইকো তুলনা।

love you mom ...

ইতি
নীড় হারা পাখি।

৫৫

~স্বপ্নজয়~'s picture


অনেক ধন্যবাদ আপনার সুন্দর কমেন্টের জন্য। লেখা বেশী না আসার একটা কারণ মনে হয় যোগাযোগের অভাব। আমরা তিনজনের কেউই আমরা বন্ধুতে বেশী সময় দিতে পারিনা। ব্লগাররা আমাদের ঠিকমত চেনেন না, কাজেই লেখা দিতে ভরসা পাননি, এমনটা হতে পারে। আর পর পর তিনটা ই-বুক করাতে ই-বুকের আবেদনটাও কমে গিয়েছিলো হয়তো। আগামীবার আরও ভেবেচিন্তে এগুতে হবে ....

৫৬

লোকেন বোস's picture


খুব সুন্দর একটি ইপুস্তকের জন্য সংশ্লিষ্ট সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। যাদের লেখা ছাপা হয়েছে, তাদেরকেও।

৫৭

~স্বপ্নজয়~'s picture


অনেক ধন্যবাদ লোকেনদা ... Smile

ভাল থাকবেন ...

৫৮

বাতিঘর's picture


'মা' কে নিয়ে ই-বুক, মায়ের মতোই মমতা ছড়ালো যেন! সত্যিই চোখ চেয়ে দেখবার মতো হয়েছে! ই-বুকের সাথে জড়িত সবার জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ।

৫৯

~স্বপ্নজয়~'s picture


আপনাকেও অসংখ্য ধন্যবাদ Smile

৬০

অতিথি's picture


ই-বুক দেখে মুগ্ধ হয়ে গেলাম।
পড়ে আবার আসব পরে।
মেঘ

৬১

~স্বপ্নজয়~'s picture


অনেক ধন্যবাদ Smile

৬২

একলব্যের পুনর্জন্ম's picture


সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন Smile

কি খবর ভাইয়া ?

৬৩

~স্বপ্নজয়~'s picture


তোর কি খবর? দেখাই যায়না ... কেমন ছিলি? কেমন আছিস?

৬৪

একলব্যের পুনর্জন্ম's picture


হুমম নেটে ঢোকা হয় না ভাইয়া । আছি । খারাপ না ।

৬৫

নুশেরা's picture


৬৬

~স্বপ্নজয়~'s picture


৬৭

বৃত্তবন্দী's picture


ভাইয়া ভালো আছেন Wink

বইটা  সুন্দর হৈছে...

৬৮

~স্বপ্নজয়~'s picture


থ্যাঙ্কু Smile

৬৯

~স্বপ্নজয়~'s picture


কাকুনাফারে দেখিনা Sad

৭০

বকলম's picture


ডাউনদিয়া পড়া শেষ। এখনও দেখি কোনও মন্তব্য করিনাই! হায় হায়!

ইবুক চরম সৌন্দর্য হইছে। তয় এইখানে যে মানের লেখক আছেন লেখা আরও বেশি এবং আরও বেশি সুন্দর হইতে পারত। এই দায়খানা অবশ্যই আমরা বন্ধুর ব্লগারদের।

৭১

~স্বপ্নজয়~'s picture


আমি নিজেই তো লেখা দেবার সময় পাইনাই, তাই চুপচাপ আছি Undecided

অনেক ধন্যবাদ Smile

৭২

না বলা কথা's picture


পড়েছি চমৎকার হয়েছে। ধন্যবাদ।

৭৩

~স্বপ্নজয়~'s picture


আপনাকেও অনেক ধন্যবাদ Smile

৭৪

অনন্ত দিগন্ত's picture


সুন্দর হইসে ....

৭৫

~স্বপ্নজয়~'s picture


থ্যাঙ্কু ... লেখা তো দিলা না বৎস ...

৭৬

লীনা দিলরুবা's picture


ইটস বেটার লেট দ্যান নেভার Smile

দেরীতে হলেও সবক'টি লেখা পড়ে ফেললাম। এককথায় অসাধারণ!

৭৭

~স্বপ্নজয়~'s picture


থ্যাঙ্কু ..... লেখা দিয়েন কিন্তু নেক্সট বারে, সামনের মাসে আরেকটা করতে পারি Smile

৭৮

মুক্ত বয়ান's picture


চমৎকার ই-বুক। অনেক ধইন্যাপাতা চাচাজি'কে। সাথে করে বাকি দু'জন সহকর্মীকেও।

৭৯

~স্বপ্নজয়~'s picture


ভাতিজা, কমেন্টানির সময় তোমারে পাওয়া যায়, লেখা দেওনের সময় নাই Yell

৮০

মুক্ত বয়ান's picture


আমি তখন সবখানেই অনুপস্থিত। ক্যান?? গতবার লেখা দিছিলাম না?? এইবারও থাক্লে দিতাম। মাইন্ড খাইয়েন না। Smile

৮১

~স্বপ্নজয়~'s picture


মাইন্ড খাই নাই, কষ্ট লাগে রেসপন্স না পাইলে ... তোমরা নিজেগো মানুষ গুলা যদি লেখা না দেও, তাইলে কারে কি কমু? নেক্সট টাইমে দিও কিন্তু Smile

৮২

মুক্ত বয়ান's picture


ইমোশনাল হইয়া গেলাম।
আগামীবার দিব, কথা দিলাম।

৮৩

নীড় _হারা_পাখি's picture


মুক্ত বয়ান ভাই , ''আগামি বার দিব,কথা দিলাম ''। আমাদের দেশের নেতাদের মত আবার ওয়াদা করে ভুলে যাবেন না যেন। কারন ইলেকশন শুরুর আগে এটা করবে ওটা করবে। কিন্তু পাস করে গেলে তখন আর দেখা যায় না। আর তখন ওয়াদা ভুলে যায়। বলে আমি কি এমন ওয়াদা করেছিলাম না বলেছিলাম। তো ভাই জান আপনি আবার ই-বুক বের হওয়ার পর যেন বলেন না ভুলে গিয়ে ছিলাম। মাইন্ড খাইয়েন না কথায় ভাই জান। ফান করলাম। জানি সবাই ব্যাস্ত আমরা তার পরেও যেটুকু পারি আশা রাখব সবাই পার্টিসিপেট করব। ভাল থাকুন।

৮৪

সাগরিকা দাস's picture


ডাউনলোড করেছি। পরবো। ধন্যবাদ ভাইয়া এবং সবাইকে।

৮৫

অনিমেষ রহমান's picture


ভালো লেগেছে!!
পড়ছি।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

~স্বপ্নজয়~'s picture

নিজের সম্পর্কে

আমি সেই বিলাই Wink