অবকাশ যাপন কর
তিনিই সে আল্লাহ্
যিনি চিরঞ্জিব ও চিরস্থায়ী
যার ঘুমতো দুরে থাক তন্দ্রা ও
কখনো স্পর্শ করে না।
আকাশ ও জমিনে নেই কেহ
তাঁর সমকক্ষ
নেই কেহ সুপারীশ কারি তার
অনুমতি ব্যতিত।
জানা আছে তাঁর দৃষ্টির সামনে ও পিছনে।
কেহ পারে না বিন্দু মাত্র জ্ঞান অর্জন করতে
তাঁর অনুমতি ব্যতিত।
তাঁর সিংহাসন আকাশ ও জমিন বেষ্টন করে আছে
তাই সমস্ত কিছুর রক্ষনাবেক্ষন করা তাঁর পক্ষে
মোটেই কঠিন কিছু নয়।
তাইতো তিনি বলেন...
আমি যাকে খুশি রাজ্য দান করি
যার কাছ থেকে ইচ্ছা তা হরণ করি।
যাকে ইচ্ছা ইজ্জত দান করি
যাকে ইচ্ছা বেইজ্জতি করি
আমার হাতেই রয়েছে সকল ক্ষমতা
আমি সমস্ত কিছুর উপার ক্ষমতাবান।
আমি দিনকে রাতের ভিতর আর
রাতকে দিনের ভিতর প্রবেশ করাই।
আমি মৃত হতে জীবিতকে বের করে আনি
আর জীবিতকে করি মৃত।
আমি দুই নদী ও সমুদ্রকে পাশাপাশি
প্রবাহিত করি
কিন্তু কেউ কারও সীমা করে না অতিক্রম
তাই তো তোমরা পাও নদীর সুপেয় পানি
যখন সাগরের পানিকে পাও লবণাক্ত।
আমি সপ্ত আকাশকে স্তরে স্তরে স্থাপন করেছি
সর্বনিম্ন আকাশকে করেছি প্রদীপমালা দ্বারা
সুসজ্জিত।
আমি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রকে
তাদের আপন আপন
কক্ষ পথে চলার নির্দেশ করেছি।
আমি মাটির গভীরে গমনকারী
পানিকে আকাশে উঠিয়ে নেই।
তা থেকে মেঘমালা তৈরী করে
বৃষ্টি রূপে তোমাদের ফিরিয়ে দেই।
আমি মোমিনদের পরীক্ষা করি
কিছু ভয়, ক্ষুধা, ধন, প্রাণ ও
ফল ফলাদির ক্ষতি দিয়ে
কিন্তু সুসংবাদ তাদের জন্য
যারা নিজকে স্থিত রাখে ধৈর্য দিয়ে।
হে, জ্বীন ও মানব জাতি
তোমাদের যদি ক্ষমতা থাকে
চলে যাও আমার আকাশ ও
জমিনের সীমানা ছেড়ে
কিন্তু পারবে কি তোমরা তা করতে
আমার অনুমতি ব্যতীত।
আমি জ্বীন ও মানব জাতিকে শুধুই
আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি।
কিন্তু তোমরা আমার ইবাদত কর বা নাই কর
আমার তাতে কিছুই আসে যায় না।
আমি তোমাদের কে দিয়েছি
অবকাশ কিছুদিনের জন্য
অবকাশ যাপন কর,
তবু আমি তোমাদের জন্য পাঠাই সতর্ক কারী
যদি তোমরা যাও বিপথে।
কারন তোমাদেরকে যে ফিরে আসতেই হবে
আমার কাছে।
আমি তোমাদের মৃত্যুকাল স্থির করে রেখেছি।
আমি অক্ষম নই তা করতে।
তাইতো তোমাদেরকে ফিরে আসতেই হবে
আমার কাছে।
০৩ আষাঢ়,১৪২০
১৭/০৬/২০১৩ খ্রীঃ
মন্তব্য করুন