পাহাড়ে উঠার সাধ
কবে কেন যে পাহাড়ে উঠার সাধ হয়েছিল
মনে করতে পারছি না।
পাহাড় সে তো বইয়ে পড়েছি
বাস্তবে কখনো দেখিনি।
আমাদের যেখানে বাস, তাতে
আমার সাধ্যের পরিসীমায় কোথাও
পাহাড় নেই।
তাই
চাইলেই তো আর পাহাড়ে উঠা যায় না।
মনের আকুলতা, ব্যকুলতা
নদী বা সাগরের ঢেউ হয়ে
মনের তীরে আছড়ে পড়ে,
সেজন্যই কিনা জানিনা
প্রায়ই স্বপ্নে পাহাড়ে উঠতে থাকি।
কিন্তু খাড়া পাহাড়ে উঠা সেকি
আমার সাধ্যি।
প্রায়শই প্রারম্ভেই ইতি টানতে হয়।
কিন্তু মনে যাকে সাধন করার
বাসনা জেগেছে
সহসাই হাল ছাড়া কি ঠিক।
আমিও হাল ছাড়িনি।।
পুরষ্কার হিসেবে একদিন
পাহাড় চুড়ায় উঠেই গেলাম।
মনের আবেগ মাপার যন্ত্র
সে কি কেউ আবিস্কার করেছে,
জানিনা,
তবে কারও না কারও আবিস্কার করা উচিত ছিল।
আমার মনের এখন যে অবস্থা
তা প্রায় নিয়ন্ত্রনের বাইরে।
ক্ষনিকে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ
বা অন্য কিছু ঘটে যেতে পারে,
যা আমি জানিনা।
অতি কষ্টে আবেগের ঘোড়ায় লাগাম টেনে
দড়ি ছেড়া ষাড়,খাঁচা ভাঙ্গা পাখি
বা মুক্ত বিহঙ্গের মত ছুটে চলেছি।
নেই কোন ক্লান্তি, নেই কোন ক্লেশ।
ছুটছি তো ছুটছিই
একি , কে আমাকে থামাল
কে সে মম মর্মে এসে
আঘাত করল।
অক্ষি পত্রে বার বার অংগুলি চালিয়েও
একি ফল দেখতে পাচ্ছি।
৮৫ সিরিজ, ৮৫ সিরিজ
সুবিশাল পাহাড় চুড়ায়
নেত্র পল্লব ঘুড়িয়ে দেখছি
দেখছি, আবারও দেখছি,
না,
ভ্রান্তি কিছুতেই ঘুচে না,
তাইতো ৮৫ সিরিজ।
আমরা তো ৮৫সিরিজে
১৮০জন ছিলাম,
এখানে তো গুটি কয়েক,
তবে বাকিরা কোথায়??
কেউ বলতে পারছে না।
নাকি বলতে চাচ্ছে না।
মম অবচেতন মন কেন যেন
আমাকেই বলতে লাগল
বাস্তবে যারা পাহাড় সম
উচ্চতায় অবস্থান করছে
তাদের জন্যই এই পাহাড় চুড়া
এই প্লাটফর্ম।
বাকিদের দুঃসাহস কি যে
এ স্থানে আসে বা আসতে পারে।
কিসের যে নির্মম কষাঘাতে
নিদ্রার ব্যঘাত হল
বুঝলাম না।
এ কেমন স্বপ্ন দেখলাম।
স্বপ্নে যা দেখলাম
বাস্তবেও কি এমন বৈষম্য
হবে হয়ত,
হয়ত বা না।
জীবন,
৩ এপ্রিল,২০১৭ খ্রীঃ
মন্তব্য করুন