এসেও আমি নেই।
এখানে রেজিষ্ট্রেশন করেছি প্রায় ১ মাসের ওপর হয়ে গেল। তবুও আমার দ্বারা কোন পোষ্ট দেওয়া হয়নি। আসলে কিছু কিছু কারণে ব্লগিং নামক জিনিসটার ওপর থেকে আগ্রহ হারিয়ে ফেলেছিলাম। আগে দিনের বেশিরভাগ সময়ই ব্লগিং করেই কাটাতাম। এখন সেটা হয় না অনেকদিন যাবৎ।
তবে বিগত কয়েকদিন ধরে স্মৃতি নামক জিনিসটা কঠিনভাবে আমাকে পীড়িত করে তুলেছে। মন চাইছে, আবার ব্লগজগতে ফিরি। কিন্তু নিজের মনেরই কোনো একটা অংশ যেন আবার না'ও করছে। এখন পর্যন্ত কোন অংশটি জয়ী হল, সেটা বুঝতে পারছি না। তবে বাংলা ব্লগিং এ আমার হাতেখড়ি যেখানে, সেখানে কোন পোষ্ট তো দূরের কথা, একটি কমেন্টও করতে ইচ্ছে করে না। তাই নতুন কিছু খুঁজছিলাম। রোহান ভাইয়া (আমি ডাকি, ভাতিজার বাপ ) আমাকে সর্বপ্রথম এই "আমরা বন্ধু" সাইটের খোঁজ দেন। আমার খুব পছন্দ হল। অ্যাকাউন্টের জন্য আবেদন করলাম। পরদিনই অ্যাকাউন্ট পেয়ে যাই। সেদিন কিংবা তার পরেরদিন আমার বাংলা ব্লগের হাতেখড়ির স্থানে পরিচিত একজন ব্লগার, শাওন৩৫০৪(যাঁকে বিলাইও ডাকা হয়
) তাঁর আগমনী পোষ্টে একটি কমেন্ট করি। এরপর নানা কাজের চাপে আবারও হারিয়ে যাই এই ভার্চুয়াল জগৎ থেকে। শেষমেষ গতকাল মনস্থির করলাম, "আমরা বন্ধু"তেই নিয়মিত হব। আশা করি, হতে পারবো। মনের কোণে এখনও আশা আছে, আগের স্বর্ণালী দিনগুলোও হয়তো ফিরিয়ে আনতে পারবো নিজেরই কাছে। ব্লগিং করতে করতে রাতের ঘুম হারাম করে ফেলবো। দিনের বেলা ঢুলুঢুলু চোখে কম্পুর স্ক্রীনের দিকে তাকিয়ে কবিতা পড়তে পড়তে দার্শনিক হয়ে যাবো।
প্রথমবার এখানে এসেই মোটামুটি ভালোসংখ্যকই পরিচিত ব্লগারকে পেয়েছিলাম। ভালোই লেগেছিল। দ্বিতীয়বার, অর্থ্যাৎ এবার এসে আরও অনেএএএএককে পেলাম। খুঊঊঊঊঊঊঊব খুশি খুশি লাগছে।
শুধুমাত্র কয়েকজনকে ছাড়া বাকি সবাইকেই মোটামুটি ভালোভাবেই চিনি। তবে যাঁদেরকে চিনতে পারছি না, তাঁরাও হয়তো আমার পরিচিত কেউই। নিক অপরিচিত জন্যে চিনতে পারছি না। আবার এমনও আছেন, যাঁদের সাথে আমার মোটেও পরিচয় নেই। আশা করি, সবার সাথেই ভালোভাবে পরিচিত হতে পারবো।
সবশেষে, সকলের কাছে দোয়াপ্রার্থী, আমার উড়ুউড়ু মন যেন একটু স্থির হয়। যেন আমি আবার নিয়মিত হতে পারি।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ব্লগিং করতে করতে কি-বোর্ড ভেঙে ফেলুন।
স্বাগতম নিনি
ওয়ে!! হামা ভাই!!! থ্যাঙ্কুস।
কি খবর?? কিরামাছেন?
ঘটনা কিছুই বুঝলাম না। পোষ্টের লেখাগুলো এমন হয়ে গেলো না কেনো!?? কয়েকটি লাইন শুরু হতে না হতেই শেষ। মানে, ১/২টি শব্দ দেখিয়ে পরের লাইনে বাকিটুকু। এটা কিভাবে সারানো যায়? আমি তো স্বাভাবিক নিয়মেই পোষ্ট করলাম মনে হয়।

আরে আমি তো টেনশনে পৈড়া গেসিলাম, নিনি নাকি নিনৈ! পরে বুঝলাম যে...
ওয়েল্কু নিনি!
খিক খিক....

থ্যাঙ্কুস ভ্যাব্লা ভেবু আপু।
আরে কী-বোর্ড ভাইঙ্গা ফেলান ... ব্যাপার না ... আম্রা আম্রাই তো
স্বাগতম

হাত খুইলা লেখা ইশটাট করেন
আম্রা সব্বাই বন্ধু .. সো নো চিন্তা ডু লেখালেখি
হাহাহা... কিবোর্ড ভাইঙ্গা ফালান শুইনা হাসতেই আছি।
@ ভেবু আপু - ব্যাপার্স না। কি-বোর্ড এমনিতেই ভাঙার জিনিস। এইটারে পিটাইয়া ভাঙতে হয় না। এইটা এমনিতেই ভাঙে।
কি-বোর্ডে ঝড় উঠলে কি আর কোন উপায় থাকে??? 

হে হে.... কি-বোর্ড ভাইঙ্গা ফেলার তোড়জোড় করতেছি।
স্বাগতমের জন্যে থ্যাঙ্কুস।
লেখালেখি তো অলরেডি ইশটাট কৈরা ফেলসি। গতিও বাড়ামু ভাবতেছি।

স্বাগুটুম স্বাগুটুম
ওরে খাইচে! এ তো দেকি টম্ভাই!!
পিচ্চি টম কেমন আছে?
থেঙ্কুস ফর ওয়েলকাম। 
ভালতো। ভাল লিখেছেন।
স্বাগতম।
লেখতে লেখতে হাতের নাট-বল্টু খুলে যাক।
হে হে.... ধন্যবাদ আপু।
হাতের নাট-বল্টু খুললে এরপর কে জোড়া লাগিয়ে দেবে?
)
ওরে নিঝু রে-এ-এ-এ-এ... খুব খুশী হইলাম তোকে দেখে।
হে হে..... আমিও খুব খুশি হৈছি আপু।
মন উড়া উড়া কেন ?? জান্তামছাই ....
অয়েলকাম আপনারে। লিখতে থাকেন।
ওয়েলখাম
।
আপনি কি মুক্ত গদ্যওয়ালা নির্ঝর?
আসেন কোলাকুলিটা তারাতারি সাইরা ফালাই...সময় নাই...কি-বোর্ড ভাঙ্গতে হবে
ওরে, নিনি যে, কি খবর?
যাক, এলা জামা-কাপড় খুইলা লেখা শুরু করো(যেই গরম)...
যাক, টেনিস আপডেট নিয়া নিশ্চিন্ত হওয়া গেল ।
স্বগতম।
আপনাকে সবাই স্বাগতম জানাইছে কিন্ত দোয়া করে নাই। আমার দোয়া থাকলো "আপনার উড়ুউড়ু মন যেন একটু স্থির হয়।" স্বাগতম জানায় গেলাম।
স্বাগতম। চিনা চিনির কিছু নাই? ব্লগার তোমার কিসে পরিচয়? ব্লগে ঃ)
মন্তব্য করুন