ইউজার লগইন

বাদলা হাওয়ার রাত, হাওয়া বদল গান..

ইদানিং বেশ কিছু গান জমে আছে। শুনেছি তবুও যেন শোনা হয় নি।

কাল মধ্যরাতের কথা হবে। নাহ, আরো বেশ কিছু সময় পরে। বলা যায় প্রায় ভোর, ঘুমাবো বলে শুয়ে আছি।

তখনই শুনেও না শোনা এমনই কিছু গান শুনছিলাম। শুনতে শুনতেই হঠাত্‍ ঝড়ো হাওয়া আর শিলাবৃষ্টির ঝাপটা যেন আমার ছোট্ট ঘরটাকে মুগ্ধতায় ভরে দিল কোন কথা না বলেই।
খেয়াল করা হয় নি কখন যেন দুইটা গানে ঘুরেফিরে বারেবার হারিয়ে যাচ্ছি। আরো একটু মন দিয়ে শুনবো বলে ভাবতেই হাওয়াবদল নামের একটা মুভির দুটা গান মন পুরো আওলে দিল নিমিষেই।

প্রথমেই অরিজিত্‍ সিং এর গাওয়া 'মনে পড়লে'। শুনে নিতে পারেন এখানে ।

গানের কথাগুলো এরকম -

মনে পড়লে
অকারন
কাউকে বলা বারণ।

রিম ঝিমঝিম
বরষায়
তুই আজ ভেঁজার কারন।

মেঘেদের ডাকবাক্সে
তোর চিঠি পৌছে দিলাম।

হাওয়ায়
রাতপাখি গান গায়
চোঁখ মুঁছে যায়
রুমালে শুকায়
জ্বরের আরামে
ঘুম এসে যায়।

লাস্ট ট্রেন
হলে মিস
তোর কাছে করি আবদার।

এক জোড়া ট্রাম তার
তুই পাখিদের সংসার।

রাত জাগা যমুনা কি
তোর ঘুমে পাঠালাম।

এই
বাসস্টপ
কেউ নেই
তুই ভেসে আসা গান।

দলছুট
পাখিদের
তুই হলি খোলা আসমান।

ভর দিয়ে তোর ডাণায়
নতুন উড়াল দিলাম।

হাওয়ায়
রাতপাখি গান গায়
চোঁখ মুঁছে যায়
রুমালে শুকায়
জ্বরের আরামে
ঘুম এসে যায়।

মনে পড়লে
অকারন
কাউকে বলা বারণ।

রিম ঝিমঝিম
বরষায়
তুই আজ ভেঁজার কারন ।

মেঘেদের ডাকবাক্সে
তোর চিঠি পৌছে দিলাম ।।

তার পরের গানটা আরও চমত্‍কার।
অগ্নি ব্যান্ডের মোহন কান্নান এর গাওয়া,
'ভয় দেখাস না প্লীজ'। এটাও শুনে নিন এখানেই ।

এই গানের কথাগুলো এরকম -

ভয় দেখাস না প্লীজ
আমি বদলে গিয়েও
ঘরে ফিরতে চাই।

তবুও
তোর দুচোখের রোঁদ
ফিরতে মানা করবে
সেই ভয় পাই।

এই শরীরটাই তুই যা চিনিস
বাদবাকি আমি আনকোড়া
জোড় করে তবু সই পাতাই
গল্প বানাই নিয়নগড়া।

আমার অন্য রাজ্যপাট
আমি ঘর পালানো পাখির ছদ্মবেশ
তোর কাঁধেতে বসে
আর
গান শোনানো
পাই যদি আদেশ।

অনেক রাতের পর
খেলনা বাটির লোভ দেখাস যদি
আবার ফিরবো ঘর
ঠোঁট ফুলিয়ে ছোট্ট এই নদী।

ভুলে গেলে তুই
হাতড়ে ফিরবো অন্ধকারের গান
জমলে ধুলো গায়
জোছনায়
করব স্নান।

জমলে ধুলো
গায় জোছনায়
করব স্নান।

তুই একফালি আকাশ
আমি ভুল করে ঢোকা একলা শঙ্খচিল
তুই আমার বাতাস
তবু ফিরতে হবে বল দেখি মুশকিল।

জানি ফেরার পর তুই আমায়
হাটতে দেখলেও
চিনবি না।

তোর দেওয়া এই ডাকনামে
ভুল করেও আর
ডাকবি না।

শুধু
কোন বাদলা দিনের ভোর
তোর স্বপ্নে উড়বে
কাঁচপোকাদের ভুল।

ঘুম নেই
কাঁদবি তুই
আর গুনবো আমি
বদলানোর মাশুল।

অনেক রাতের পর
খেলনা বাটির লোভ দেখাস যদি
আবার ফিরবো ঘর
ঠোঁট ফুলিয়ে ছোট্ট এই নদী।

ভুলে গেলে তুই
হাতড়ে ফিরবো অন্ধকারের গান
জমলে ধুলো গায়
জোছনায়
করব স্নান।

জমলে ধুলো
গায় জোছনায়
করব স্নান।

ভয় দেখাস না প্লীজ
আমি বদলে গিয়েও
ঘরে ফিরতে চাই।

তবুও
তোর দুচোখের রোঁদ
ফিরতে মানা করবে
সেই ভয় পাই।

ভয় দেখাস না প্লীজ..।।

গানগুলো বের হয়েছে বেশ কয়েকদিন হয়ে গিয়েছে।অনেকেরই হয়তো এর মাঝেই শোনা হয়ে গিয়েছে।
তবুও একটু দেরিতে হলেও গানগুলি নিয়ে না লিখে পারলাম না।
ভাল কোন গান শুনলে তা চেনা জানা কাছের মানুষদের সাথে শেয়ার না করা পর্যন্ত ভাল লাগে না।

এখনও গান দুইটা না শুনে থাকলে, আশা রাখি একবার হলেও শুনে দেখবেন। ভাল লাগবেই।

ভাল থাকুন সবাই। অনেক ভাল, সব সময়। হ্যাপি ব্লগিং। আনন্দম!

পোস্টটি ২২ জন ব্লগার পছন্দ করেছেন

জ্যোতি's picture


শুনিনি গানগুলো । শুনব হয়তো । ভালো লাগছে না কিছুই ।

বিষণ্ণ বাউন্ডুলে's picture


কেন?এত অস্হিরতা কেন?
বাসার সবাই ভাল আছে তো?

অরিত্র's picture


চমৎকার দুটো গান শোনা হলো। গান নিয়ে পোস্ট হলে বোঝা যায় যে, কত গান যে শোনার বাইরে রয়ে গেছে।

ধন্যবাদ

বিষণ্ণ বাউন্ডুলে's picture


চমত্‍কার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। Laughing out loud

রায়েহাত শুভ's picture


এই পিচ্চি পোলাটা অনেক জোশ জোশ গান শুনায়। বিমার উত্তরসুরী হইয়া উঠতেছে দিনে দিনে... Smile

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Angel Laughing out loud
ধইন্যা পাতা

আরাফাত শান্ত's picture


গত আট দশ দিন ধরেই এরকম গান গুলান!~

বিষণ্ণ বাউন্ডুলে's picture


অগ্নির গানটায় সিরিয়াসলি একটা মাদকতা টের পাওয়া যায়।
৫/৬ মিনিটের একটা গান পুরা দুনিয়া থিকা একটু সাইড কইরা দেয়!

অদ্ভুত!

শওকত মাসুম's picture


একটাও এর আগে শুনি নাই কেন?

১০

বিষণ্ণ বাউন্ডুলে's picture


কিছুই করার নাই,
সময়টাই যাচ্ছে খুব অস্হির।

কবে জানি আইন করে গান শোনা আর মুভি দেখা বন্ধ করে দেয়,
সেই চিন্তায় আছি।

গান দুইটায় ঢুকতে একটু সময় লাগে।
প্রথমবার পুরো এলবাম শুনে ফেলছি,
আলাদা করে কিছু কানে লাগেনাই।
এর প্রায় দুই সপ্তাহ পর আবার হঠাত্‍ শুনতে গিয়েই দেখি হারিয়ে গিয়েছি!

১১

তানবীরা's picture


Big smile

১২

বিষণ্ণ বাউন্ডুলে's picture


এত খুশি কেন?

১৩

পজিটিভ's picture


গান বুঝি না, শুনি শুধু, ভালই লাগে! Smile

১৪

বিষণ্ণ বাউন্ডুলে's picture


আমারও সেম কেস!
যা শুনতে আমার কাছে ভালো লাগে
তাই ভালো গান! Laughing out loud

১৫

পজিটিভ's picture


আমি হেমন্তরে ভালা পাই, মান্না দে রা পাই, সতিনাথরেও ভালা পাই, আইয়ুব বাচ্চু/জেমসরেও ভালা পাইতাম, তবে নয়া গুলির মাঝে ম্যাড ফ্যান হইলাম মাকসুদের! ওর টাইমে ফিডব্যাক একটা জিনিষ আছিল। জোশ। আমার মোবাইলের রিংটোন "এমনি করে সবাই যাবে যেতে হবে" গানটা....।

১৬

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Smile

১৭

অতিথি's picture


যাক নিয়মিত রেডিও শোনার একটা ভাল দিক পেলাম। এমন অসাধারণ গানগুলো দেরীতে শোনার আফসোস করতে হয় নাই।

১৮

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

বিষণ্ণ বাউন্ডুলে's picture

নিজের সম্পর্কে

i love being my bro's bro..!

কী আর বলব..?

বলতে গেলে লাইফের তিন ভাগের এক ভাগ শেষ অথচ এখনো নিজের কাছেই নিজেকে অচেনা লাগে..!!

মাঝে মাঝে নিজেকে দুঃখবিলাসী মনে হয় আবার অকারন স্বপ্ন দেখতে-ও ভুল হয়না..নিজে হাসিখুশি থেকে অন্যদের হাসিখুশি রাখতে পছন্দ করি..ভাবি বড় হয়ে গেছি আবার কাজে কর্মে ছোট ছোট ভাব টা এখনো ঝেড়ে ফেলতে পারিনা..বেশ অভিমানী আর জিদ্দি but i love havin fun in anythin..লাইফে এক্সামগুলোর দরকার টা কী ভেবে পাইনা..ভালোবাসি গল্পের বই পড়তে,গান শুনে সময় কাটাতে আর কিছু কিছু সময় নিজের মত থাকতে..

আর কি বলব..?!

...here i am!!