বাদলা হাওয়ার রাত, হাওয়া বদল গান..
ইদানিং বেশ কিছু গান জমে আছে। শুনেছি তবুও যেন শোনা হয় নি।
কাল মধ্যরাতের কথা হবে। নাহ, আরো বেশ কিছু সময় পরে। বলা যায় প্রায় ভোর, ঘুমাবো বলে শুয়ে আছি।
তখনই শুনেও না শোনা এমনই কিছু গান শুনছিলাম। শুনতে শুনতেই হঠাত্ ঝড়ো হাওয়া আর শিলাবৃষ্টির ঝাপটা যেন আমার ছোট্ট ঘরটাকে মুগ্ধতায় ভরে দিল কোন কথা না বলেই।
খেয়াল করা হয় নি কখন যেন দুইটা গানে ঘুরেফিরে বারেবার হারিয়ে যাচ্ছি। আরো একটু মন দিয়ে শুনবো বলে ভাবতেই হাওয়াবদল নামের একটা মুভির দুটা গান মন পুরো আওলে দিল নিমিষেই।
প্রথমেই অরিজিত্ সিং এর গাওয়া 'মনে পড়লে'। শুনে নিতে পারেন এখানে ।
গানের কথাগুলো এরকম -
মনে পড়লে
অকারন
কাউকে বলা বারণ।রিম ঝিমঝিম
বরষায়
তুই আজ ভেঁজার কারন।মেঘেদের ডাকবাক্সে
তোর চিঠি পৌছে দিলাম।হাওয়ায়
রাতপাখি গান গায়
চোঁখ মুঁছে যায়
রুমালে শুকায়
জ্বরের আরামে
ঘুম এসে যায়।লাস্ট ট্রেন
হলে মিস
তোর কাছে করি আবদার।এক জোড়া ট্রাম তার
তুই পাখিদের সংসার।রাত জাগা যমুনা কি
তোর ঘুমে পাঠালাম।এই
বাসস্টপ
কেউ নেই
তুই ভেসে আসা গান।দলছুট
পাখিদের
তুই হলি খোলা আসমান।ভর দিয়ে তোর ডাণায়
নতুন উড়াল দিলাম।হাওয়ায়
রাতপাখি গান গায়
চোঁখ মুঁছে যায়
রুমালে শুকায়
জ্বরের আরামে
ঘুম এসে যায়।মনে পড়লে
অকারন
কাউকে বলা বারণ।রিম ঝিমঝিম
বরষায়
তুই আজ ভেঁজার কারন ।মেঘেদের ডাকবাক্সে
তোর চিঠি পৌছে দিলাম ।।
তার পরের গানটা আরও চমত্কার।
অগ্নি ব্যান্ডের মোহন কান্নান এর গাওয়া,
'ভয় দেখাস না প্লীজ'। এটাও শুনে নিন এখানেই ।
এই গানের কথাগুলো এরকম -
ভয় দেখাস না প্লীজ
আমি বদলে গিয়েও
ঘরে ফিরতে চাই।তবুও
তোর দুচোখের রোঁদ
ফিরতে মানা করবে
সেই ভয় পাই।এই শরীরটাই তুই যা চিনিস
বাদবাকি আমি আনকোড়া
জোড় করে তবু সই পাতাই
গল্প বানাই নিয়নগড়া।আমার অন্য রাজ্যপাট
আমি ঘর পালানো পাখির ছদ্মবেশ
তোর কাঁধেতে বসে
আর
গান শোনানো
পাই যদি আদেশ।অনেক রাতের পর
খেলনা বাটির লোভ দেখাস যদি
আবার ফিরবো ঘর
ঠোঁট ফুলিয়ে ছোট্ট এই নদী।ভুলে গেলে তুই
হাতড়ে ফিরবো অন্ধকারের গান
জমলে ধুলো গায়
জোছনায়
করব স্নান।জমলে ধুলো
গায় জোছনায়
করব স্নান।তুই একফালি আকাশ
আমি ভুল করে ঢোকা একলা শঙ্খচিল
তুই আমার বাতাস
তবু ফিরতে হবে বল দেখি মুশকিল।জানি ফেরার পর তুই আমায়
হাটতে দেখলেও
চিনবি না।তোর দেওয়া এই ডাকনামে
ভুল করেও আর
ডাকবি না।শুধু
কোন বাদলা দিনের ভোর
তোর স্বপ্নে উড়বে
কাঁচপোকাদের ভুল।ঘুম নেই
কাঁদবি তুই
আর গুনবো আমি
বদলানোর মাশুল।অনেক রাতের পর
খেলনা বাটির লোভ দেখাস যদি
আবার ফিরবো ঘর
ঠোঁট ফুলিয়ে ছোট্ট এই নদী।ভুলে গেলে তুই
হাতড়ে ফিরবো অন্ধকারের গান
জমলে ধুলো গায়
জোছনায়
করব স্নান।জমলে ধুলো
গায় জোছনায়
করব স্নান।ভয় দেখাস না প্লীজ
আমি বদলে গিয়েও
ঘরে ফিরতে চাই।তবুও
তোর দুচোখের রোঁদ
ফিরতে মানা করবে
সেই ভয় পাই।ভয় দেখাস না প্লীজ..।।
গানগুলো বের হয়েছে বেশ কয়েকদিন হয়ে গিয়েছে।অনেকেরই হয়তো এর মাঝেই শোনা হয়ে গিয়েছে।
তবুও একটু দেরিতে হলেও গানগুলি নিয়ে না লিখে পারলাম না।
ভাল কোন গান শুনলে তা চেনা জানা কাছের মানুষদের সাথে শেয়ার না করা পর্যন্ত ভাল লাগে না।
এখনও গান দুইটা না শুনে থাকলে, আশা রাখি একবার হলেও শুনে দেখবেন। ভাল লাগবেই।
ভাল থাকুন সবাই। অনেক ভাল, সব সময়। হ্যাপি ব্লগিং। আনন্দম!
শুনিনি গানগুলো । শুনব হয়তো । ভালো লাগছে না কিছুই ।
কেন?এত অস্হিরতা কেন?
বাসার সবাই ভাল আছে তো?
চমৎকার দুটো গান শোনা হলো। গান নিয়ে পোস্ট হলে বোঝা যায় যে, কত গান যে শোনার বাইরে রয়ে গেছে।
ধন্যবাদ
চমত্কার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
এই পিচ্চি পোলাটা অনেক জোশ জোশ গান শুনায়। বিমার উত্তরসুরী হইয়া উঠতেছে দিনে দিনে...
গত আট দশ দিন ধরেই এরকম গান গুলান!~
অগ্নির গানটায় সিরিয়াসলি একটা মাদকতা টের পাওয়া যায়।
৫/৬ মিনিটের একটা গান পুরা দুনিয়া থিকা একটু সাইড কইরা দেয়!
অদ্ভুত!
একটাও এর আগে শুনি নাই কেন?
কিছুই করার নাই,
সময়টাই যাচ্ছে খুব অস্হির।
কবে জানি আইন করে গান শোনা আর মুভি দেখা বন্ধ করে দেয়,
সেই চিন্তায় আছি।
গান দুইটায় ঢুকতে একটু সময় লাগে।
প্রথমবার পুরো এলবাম শুনে ফেলছি,
আলাদা করে কিছু কানে লাগেনাই।
এর প্রায় দুই সপ্তাহ পর আবার হঠাত্ শুনতে গিয়েই দেখি হারিয়ে গিয়েছি!
এত খুশি কেন?
গান বুঝি না, শুনি শুধু, ভালই লাগে!
আমারও সেম কেস!
যা শুনতে আমার কাছে ভালো লাগে
তাই ভালো গান!
আমি হেমন্তরে ভালা পাই, মান্না দে রা পাই, সতিনাথরেও ভালা পাই, আইয়ুব বাচ্চু/জেমসরেও ভালা পাইতাম, তবে নয়া গুলির মাঝে ম্যাড ফ্যান হইলাম মাকসুদের! ওর টাইমে ফিডব্যাক একটা জিনিষ আছিল। জোশ। আমার মোবাইলের রিংটোন "এমনি করে সবাই যাবে যেতে হবে" গানটা....।
যাক নিয়মিত রেডিও শোনার একটা ভাল দিক পেলাম। এমন অসাধারণ গানগুলো দেরীতে শোনার আফসোস করতে হয় নাই।
মন্তব্য করুন