তবুও, তোমায় আমি.. [ অপ্রলাপ - ০১৪৩ ]
[টিপটিপ কোন বৃষ্টিফোঁটার আজন্ম বিষাদ;
মেঘবালিকার কপাল জুড়ে ছোট্ট নীল টিপ না হতে পারার আক্ষেপ।
আলোর আকাশ ছোঁয়া
চোখের সমূদ্র ছেড়ে
কাজলের সরু নদী
এক ফোঁটা মেঘ,
কপোলের টোলে;
সেই
হৃদকাপানো হাসির সীমানায় -
বয়ে আনে অন্ধকার।
- অথচ তোমার দুচোখে তখনও নীল।।]
কখনো এমনও হয়..
আকাশ জুড়ে শতবর্ষের মেঘ,
খুব বৃষ্টি ঝরে যায়।
তবুও খালিপায়ে হেটে যাওয়া হয়না,
দুহাত মেলে আকাশপানে চেয়ে।
বৃষ্টি শেষে কোমল স্নিগ্ধ হাওয়া,
চায়ের কাপের গরম ভাপে;
ভালোলাগার তীব্র হাতছানি।
তবুও -
আঙুলের পরশে ছুঁয়ে যাওয়া হয়না,
কথকতার
আলতো আদর দোলা মনে।
বিকেল ছাঁদের হাওয়া,
ব্যালকনীতে রোদ্দুর;
অভিমানের জানলা বেয়ে
একা বোকা রাস্তায় -
খুঁজে ফেরে পথ।
আর পথিক?
তার, আয়নায় ভাঙা মন।
কেবলই,
কোথায় যেন;
কি যেন একটা কিছু
নেই বলে -
এই তুমি আর সেই তুমি নেই বলে।
[অথচ তোমারই চোখে ছিল
কেবলই আমার জন্য
সোনালী গোলাপ ছোঁয়া
আশ্চর্য মেঘদল,
নির্বাক বৃষ্টিদিনে
এক টুকরো রোদ্দুর;
- অথচ তোমার দুচোখে এখনও নীল..]
যদিও আমার আকাশ জোড়া নীল,
তোমারই দুচোখে..।।
বাহ, কবিতা বেশ ভালো লাগলো!
অনেক ধন্যবাদ,
ভালো লাগা টুকু
জানিয়ে যাওয়ার জন্য।
অনেকদিন পর তোমার লেখা!
হু..মাথায় তেমন কিছু আর আসে না আজকাল।
ফাটাফাটি
ভালো একটা কবিতা। আরও লিখুন
আমার ব্লগপাতায় এসে
অনুপ্রেরনা জানিয়ে যাওয়ায়
অনেক অনেক ধন্যবাদ।
মন্তব্য করুন