টেস্ট পোস্ট বলতে পারেন, অশ্লীল পোস্ট-ও বলতে পারেন!!
[ডিসক্লেইমারঃ আসলে এই লেখাটি লেখার একটা কারণ হলো অনেকটা নিজেকে যাচাই-এর চেষ্টা! সে অর্থে এটাকে একটা টেস্ট পোস্ট বলাই যায়! কিছু একটা লিখে মানুষ-কে বোঝাবার ক্ষমতা আদৌ হয়েছে কিনা; নাকি এদ্দিন অহেতুক আত্মতৃপ্তির ঢেকুর তুলেছি- তা বোঝা! হঠাৎ করে নিজের লেখা নিয়ে এমন সন্দেহ জন্মানোর কিছু কারণ তো নিশ্চই ঘটেছে! এবি-র সকলের কাছেই আগাম ক্ষমা চেয়ে নিলাম ভদ্রতাবশতঃ! ]
আ সিভিলাইজ়ড কড়চা!
..............................
চালপট্টি-র রাস্তা ছেড়ে বেরুনোর সময় তাড়াহুড়ো-টা থাকেই বক্করের! আজকে কে জানে কোন ফাঁকে ভোরের আলোটা ফুটে গ্যাছে! মেজাজ বিরাট খারাপ! এতো কাহিল কখোনোই হয়না সে- বিড়ি খাওয়াটা আসলেই কমাইতে হবে! সাত-পাঁচ ভাবতে ভাবতেই ধাক্কা লাগে একজনার সাথে; এবার মেজাজ-টা পুরাই বিগড়ায়! "শালার মাগী! চোখ কি ভোদায় ভইরা হাটস! আইজ নাং জুটে নাই?!"
প্রতিক্রিয়ার আশায় না থেকে হন্তপায়ে আবার চলতে থাকে সে- আলোটা এতো তাড়াতাড়ি ফুটতেছে ক্যান কে যানে!?
......টা বাদে বাকীটা বুঝতে পারিনাই...
ধারাবাহিক নাকি? এত ছোট কেন?
তারপর কি হলো?
ব্যস! এইটুকুই! আর কিছু নাই!
মনে হলো সুন্দর একটা গল্পের একটু অংশ পড়লাম... ভালো লাগলো... আরেকটু বিস্তার করলে পারতেন।
নাও এইবার পুরোদমে শুরু কর। টেস্ট সফল।
বক্করের ক্যারেকটারটা নিয়ে আরো খেলা যেতো মনে হয়। গল্পটা ঠিক পূর্ণ হলো না। আরো লিখতে অনুরোধ রইলো
অশ্লীল পোস্ট দেইখা তড়বড়ায়া আইলাম, আইয়া তো দেখি ঢিলি ময়দান খালি... ক্যারেক্টারের প্রয়োজনেও কি মামা একটু খুলামেলা হউন গেলোনা?
পরমানু গল্পোতো এর থেকে বড় হয়, এটাকি ইলেকট্রন - পোট্রন না নিউট্রন গল্প হলো?
তোর গপ্প আমার মাথার উপ্রে দিয়া যায় এবং যাইবো। একটু সুজা কৈরা লেক
দেখলেন তো! অহেতুক আত্মতৃপ্তিই :) পাঠকের মতিগতি বোঝা আসলেই লেখকের কম্মো না। হাহাহা, ব্যাপক মজা পাইছি বাঙাল ভাই, ঈমানে কইলাম (এই কমেন্টটা কইলাম ইন্টার টোনের সমান্তরালে)
মন্তব্য করুন