কানে থাকা ডাব্লিউ পাঁচ নয় পাঁচ,
সেইখানে বেজে চলা রবিবুড়ো গান!
এডলার স্ট্রিটে ধোঁয়া জমা কাঁচ,
তারওপর চিকা মেরে দাওয়াত জানান-
রাতজাগা প্রেমময়ী, নাম এভেলিনা,
ওদিকে সে একই গান গাইছে সাহানা-
যখন সবাই মগন ঘুমের ঘোরে…
আমার ঘুম নিও গো হরণ করে!
শেয়ার করুনঃ

 | 

 | 

 | 

আমার প্রশ্নের উত্তর পাইলাম। আপ্নের উত্তর জানিনা তয় কবিতাতে আঙ্গুল উঁচা কইরা ধরলাম।
উত্তর খালি পাইলেই চলতো, দ্যাওন লাগতো নাহ!?
আমিযে রসায়নে কাঁচাগো, প্রেমময়ী এভেলিনা আর আপ্নের বসায়ন কেম্নে কমু? সবই দেয়ালের কারসাজি :P
হুর মিয়া! কী বুঝতে কী বুঝেন!? এইখানে রাতের মেয়েরা নিজেদের জানান দ্যায় তাদের ধাম-ঠিকানা দেয়ালে লিখে!! ছবিও থাকে তাতে! সে'র'ম একজনের গল্পই বললাম!
হাঃহাঃহাঃ আমি দেয়ালরে ওয়াল মনে করছিলাম।
শাহানা বাজপায়ী কনফুজ কর্ছিলো। মাই মিষ্টেক ;)
দারুন লাগিছে!
ঘটনা সত্য!
হাহাহা আমার দ্বারা মনে হয় কবিতা বুঝা হবেনা......
এইক্ষেত্রেও ঘটনা সত্য!
এই পুস্ট-টা যে কত্তবড় ফাঁকিবাজি পুস্ট সেইটা কেউ ধর্তার্লোনাহ! ভালুহ!!!
বুঝিনা কিছু। বয়স বাড়ছে।
কবিতা বুঝিনা। তবে পড়ে আরাপ পেলাম। পছন্দ করুনের ঘরেও একটা ক্লিক।
হাহা! আমি নিজেও এক্কান টিপি দি' দিছি!! মডুরাম, খিয়াল কইরা!!
ক্যাম্নে কি?
যখন সবাই মগন ঘুমের ঘোরে…
আমার ঘুম নিও গো হরণ করে!
হুমম ভাবতেছি
মুরব্বির ভাষা আর আপনের কবতা একই সুরে বাঁধা
শেষ দুইলাইন অতি চমৎকার হয়েছে!!
মন্তব্য করুন