একখানা মঞ্চায় মূলক পোস্ট!!
ইয়া হাবিবি হাবিবি হাবিবি...
বিবি সাব'রে হা করতে কইলাম আর্কি!! যদিও কবি এইখানে বিবি বলতে বউকে বুঝাইতে চায় নাই কিন্তু!!! মাইনে সহজ কইরা বললে, শিশুদের জন্য হ্যাঁ বলুন আর্কি!!
যাউক্গা.. আসল কথায় আসি। রোযা- রমযানের দিন, সিয়াম সাধনার সময়। কিন্তু, তাই বলে আড্ডাবাজিকে ভুইলা গেলে কেমনে হবে??
শুনলাম, কোন বন্ধু নাকি কিছুদিনের মাঝেই আবার কমলার দেশে ফিরে যাবে, আর আমিও বেশি দিন ঢাকনা দেওয়া শহরে থাক্তাম চাই না, তার উপরে আমাদের এক বন্ধু মাত্রই কয়দিন আগে জন্মদিন কাটাইছে, তারে একটা "ছিল" দেওয়া আবশ্যক। কাজেই সব কিছু মিলায়ে আমাদের একটা ইফতার পার্টির আয়োজন করা উচিত।
কোথায় হইতারে?
এক গুরু শ্রেণীর আড্ডাবাজের মন্তব্য, "আড্ডাবাজদের আড্ডাইতে জায়গা লাগে না!" সহমতের উপ্রে একমত। কিন্তু, যেইটা আমার মূল লক্ষ্য [খানাপিনা!!] ঐটা করার তো একটা ভালো জায়গা লাগবেই! বন্ধুরা যেহেতু সবাই নানা জায়গায় ছড়ায়ে- ছিটায়ে আছেন, কাজেই মাঝামাঝি কোন একটা রেস্টুরেন্টে আয়োজনটা করা যায়। সাথে করে, কোন ঈমানদার রোযাদার আমাদের মতন নাদান'দের রসনাবিলাস তৃপ্ত করে অধিক সোয়াব কামাইতে চাইলে নিজের তৈরি কোন বিশেষ আইটেমও নিয়ে আসতে পারেন... জয়িবু তার চাউল- চাউল মার্কা ফ্রাইড রাইস রাঁইন্ধা নিয়া আইতারে!! আমরা খাস দিলে দোয়া কইরা দিবো!!
কবে হইবেক?
কাল- পরশু- তরশু?
আপডেট:
#১. তারিখ প্রস্তাব করা হইল রবিবার
#২. স্থান: গুলশান, নিকেতনের ১৩ নম্বর সড়কের ২৩ নম্বর বাসা।
আর, সবচাইতে বড় কথা হইল, জয়িবু রাজি হইছে কামলা খাটতে!!! কাজেই, যেকেউ নির্দ্বিধায় প্রস্তাব করতে পারেন!!
লিস্টি:
#১. মাসুম ভাই
#২. মেসবাহ ভাই
#৩. রায়হান ভাই
#৪. জয়ি বু
#৫. বিলাই শাওন ভাই
#৬. তানবীরা পু
#৭. টুটুল ভাই
#৮. মুক্ত
#৯. বিমা ভাই
#১০. বাফড়া ভাই
#১১. সাঈদ ভাই
#১২. সোহেল কাজী ভাই
#১৩. নাহীদ ভাই
#১৪. লাল ভাই
#১৫. জেবতিক ভাই
#১৬. ভাষ্কর ভাই
#১৭. রনি ভাই
+৩ = ২০
যারা যারা এখনো নাম লেখান নাই, তাদেরকে এই বইলা সতর্ক করা হইতেছে, ইফতারির আগে আগে গিয়া হাজির হইলে লাভ নাই, ভাগ দিমু না!!! অন্তত: আগের দিন নাম লেখায়ে সওয়াব কামাইয়া লন!!
আমি বান মারলা.....।
আমারে ছাড়া ইফতার কর্লে, মুক্তর যেন বিবি না জোটে..........।
হাবিবি যেন না বিবি হয়।
আপনে দেশে আসেন। আপনার কাছে বহুত খানা- পিনা বাকি আছে।


আপনের খাওয়ানো শখ মিটানোর খায়েশ আমাদের... রোজ রোজ আপনার বাসায় গিয়া হামলা দিতাম চাই!!!
আর, বিবি নিয়া খুঁচা দিলেন? ব্যাপার্না!! গায়ে মাখলাম না! পিছলে ফেলে দিলাম!!
মডু কই?????এইধরনের আজে বাজে পোস্ট আমরাবন্ধুতে দেখতে চাইন।কোন বন্ধু খাবে আর কোন বন্ধু পাবে না এটা হতে পারে না। না না না না না না না না না

মডু এখন অফলাইনে ঘুমায়!!!

আপনেও খান, কে মানা কর্ছে!!! খাইতে পারেন, তয় পোস্ট দিয়েন না!!
প্রস্তাব খারাপ না, খাইতে মঞ্চায়...
বস, কই হবে? কবে হবে?
সেটা ঠিক করা তো দরকার।
জয়িতারে অনলাইনে আইতে দে... ও হৈলো এইসব ব্যাপারে নাটের গুরু....
আপু আমারে ফোন করছিলেন, উনি একটু ব্যস্ত আছেন, তাই ঢুকতে পারতেছেন্না। তয়, উনি কামলা দিতে রাজি হইছেন।
কাজেই, এখন খালি জায়গাটা ঠিক করাই বাকি...
মেসবাহ ভাই আমারে অপবাদ দিলো। এসব কইলে মাইনষে কি কইব? বড় ভাই হইয়া আপনির দেখি দায়িত্বজ্ঞানের দিকে নজর নাই।আমি তো সেই কবে আড্ডাইছি, ভুলেই গেছি। আমি আড্ডার কি বুঝি?
আগামী রবিবার করা যায়?
ভেনু হইতারে... গুলশান, নিকেতনের ১৩ নম্বর সড়কের ২৩ নম্বর বাসা
দ্রুত আওয়াজ দেন... আর লিস্টিতে নাম লেখান
জায়গা কি এইটাই ঠিক? যার বাসা, তিনি রাজি?

তাইলে পোস্টে আপডেট দেই।
আর, নাম লেখাইলাম।
ইফতার মাহফিলের সাফল্য কামনা করছি।
সাফল্য পরে। আগে লিস্টিতে নাম লেখান!!!
মুক্ত, রোজা রাখছো?
আবার জিগায়!!! মাত্রই সেহেরি কইরা আসলাম!!
ঠিকাছে।তবে গুলশান, নিকেতনের ১৩ নম্বর সড়কের ২৩ নম্বর বাসা....এইটা কুথায়?
মুক্ত, ছোট ভাইদের জন্য কামলা দেয়া যায়। ব্যাপার না।
এইটা তো আমিও জানি না। কার বাসা? কেমনে কি??
খাইতে মঞ্চায়
নাম লিস্টিতে ঢুকায়ে দিলাম।

আসার সমে লগে কিছু ইস্পিশাল আইটেম লইয়া আইসেন...
জুস বানায়া নিয়া যামুনে।আর সাথে কিছু একটা।ঠিকাছে মুক্ত?
আমার কাছে পাঁচটা পরাটা ছিল। সেইগুলা কৈ? মেসবাহ ভাইর কাছে ছিল মনে হয়। নিয়ে যাইতে পারতাম।
মুক্ত কইলো যে কিছু একটা নিয়া যাইতে
নতুন কইরা রাইন্ধা নিয়া যাইবেন, আর রান্তে না পারলে কিন্না নিবেন।

পুরান জিনিস নিবেন ক্যা???
কার পরোটা, কিয়ের পরোটা ? এর মধ্যে আমি হান্দাইলাম কেমতে ?
আমার সেই ৫ পরোটা কৈ। মুক্ত রোববার নিয়া যাইতে কইছে। ফেরত দেন।
ও আইচ্ছা, কৈতে চাইনি... উপায় নাই, গোলাম হোসেন !
তার আগে আপনে কন- গরুর গোশত, মুরগী পোড়া, হালীম, আনারসের জুস, পরোটা, নুডুলস... এইসব কৈ ???
আয় হায়। এসব কি কন? এত খাওন কে খাইলো? কবে খাইলো? মাসুম ভাই পরোটা দিয়া হালিম খাইছে বলে? আবার দেখি ফেরত চায়।পচা পরোটা নিবো নাকি?স্যালাইন তাইলে কে দিবো?
পরে খবর পাইছি, সেইদিন কারওয়ান বাজারের স্টার হোটেলে বাসী পরোটা যারা কিনছিলো- তারা টা কিনলে টা ফ্রি পাইছিলো...
মাসুম ভাই সেই পরোটার কথা কৈতাছে নাতো ??? 
* ১ টা কিনলে ২ টা ফ্রি
খালি খানা-পিনা !!!! যামু না
কেন যাইবা না?যাইতেই হইব। তুমি তাইলে কই যাইবা?কার লগে?ঠিক কইরা কও।
যামু না কারন আমি যাওনের আগে তুমিই সব খাবার আর আড্ডা শেষ কইরা দিবা

না গেলে কই যামু - কার লগে যামু হেইডা তুমারে কমু কেন ? গুপন কথা সপাইকে কমু না
আরে না। আমি তো খাওন ভাগেই পাই না ঠিকমতো। আগেই সবাই সব খেয়ে ফেলে।তুমিও আস, খাবার রাখপ তুমার জন্য।
গুপন কথা কইতে হয়। যদি কুনু বিপদে পড়ো আমরা তো তুমারে হেল্পাইবো।বুঝছ?ধরো, মাইয়া তুমারে বানলে , আমরা ছুটায়া আনপো।
দুনিয়ার সপ মাইয়া তুমার মত বদ নাকি যে খালি বেঁধে রাখপে। আর নিতান্ত তারা বাধলেও বাধে আলুবাসার দামি দড়ি দিয়ে
আমি কি বদ?তুমি কইতে পারলা? কি দুইন্যাইত আসলাম!আমি তো জেবনে কাউরে বান্ধি নাই। শুনছ কুনুদিন? কেউ কইছে?আলুবাসা কেমুন আবার? এই বাসার নাম তো শুনি নাই।
যাইবো আর কার লগে?? চান্তেক ছাড়া উনা তো চলতোই না আগে.. ইদানীং বঙ্গ সন্তান... বাকিটুকু বুইজ্ঝা লন!!!
ভাল আছিস?
ভাল থাকিস।
হ.. গতকাল থেকে ছুটি।

এখন বিন্দাস মুডে আছি!!!
ঢাকার আড্ডা বন্! নীড়দা চিটাগাঙে মেজবানি আড্ডা আয়োজন করবেন, উনাকে হেল্প করো পারলে
আবার জিগায়!!! খালি আইতে দেন চিটাং।


তারপরে লাফা- লাফি, ঝাঁপা- ঝাঁপি কইরা সব আয়োজন হইবে।
"চিটাং পাত্থর মারে!!"
চিটাগাং এ অবশ্যই ঈদ পূর্নমিলনী করা হবে। তবে ভাদ্রমাসের গরমটা কাটুক, হালকা কুয়াশা নামুক, গরুর মেজবানী মাংস জমবে ভালো তাইলে

ধূর!!! ইফতারি হইবে না?

ঈদ পুর্নমিলনী হইলে তো আমরা মিস করমু।
ওরে হিংসা রে হিংসা-------

নাম
কি ছে?? ভানাম বুল নিকি??
কেউ দেখি নাম লিখায় না
আপ্নে কাজী আর নাহীদরে নিয়া আইসেন
কে কয়?
#৯. বিমা
#১০. বাফড়া
#১১. সাঈদ
#১২. সোহেল কাজী
#১৩. লাল ভাই
সংশোধিত এবং পরিমার্জিত!!!

ধন্যু।
ইফতারীর দাওয়াতের কথা শুনলে খালি একটা কথাই মনে হয়....."পিয়াজু গরম থাকবে তো?" এই পিয়াজুর সাথে আমার লাভ হেট সম্পর্ক। গরমে তারে যেরকম লাভ করি, ঠান্ডায় বরাবর সেরম হেট করি। দাওয়াতে দেখা যায় তারে কখনোই গরম পাই না। তাই আমি ইফতারীর দাওয়াত হেট করি। (এইটা কিন্তু মোটেই আঙুরফল টক জাতীয় কমেন্ট না)
হা হা হা... সে তো বুঝাই যায়..
#১. মাসুম ভাই
#২. মেসবাহ ভাই
#৩. রায়হান ভাই
#৪. জয়ি বু
#৫. বিলাই শাওন ভাই
#৬. তানবীরা পু
#৭. টুটুল ভাই
#৮. মুক্ত
#৯. বিমা ভাই
#১০. বাফড়া ভাই
#১১. সাঈদ ভাই (?)
#১২. সোহেল কাজী ভাই (?)
#১৩. নাহীদ ভাই (?)
#১৪. লাল ভাই
#১৫. জেবতিক দা
#১৬. ভাষ্করদা
#১৭. রনি
+৩ = ২০
আমার নাম কই?????????

লাগায়ে দেওয়া হইল।

টেনশন লইয়েন না!!
ঠিকানা লিখেন.।।।
আমার ইফতারীটা ডিএসএল এ পাঠায় দিয়েন।

মোর জ্বালা!! এক্ষণি নাম কাটিয়া দেওয়া হইল!!!
আপডেটিত।
গাড়ি ভাড়া নাই। থাকলে আইসা পড়তাম।

গাড়ী ভাড়া ১০ টাকা দিলে চলপে?চইলা আসেন, দিমুনে।
নিকেতন তো আমার অফিসের পাশে। নাম লেখামু কিনা ভাবতেছি!
চইলা আসেন...
View Larger Map
নিকেতনের অবস্থান
চমৎকার ইফতারি হইছে।

সবাইরে ধইন্যা।
ফটুক কৈ ?
হ ফটোক লাগাও।আর আমরা জিবলার ঝোল ফেলাই সাথে কয়জনের স্যালাইন লাগুক।কেও কেও ল্যাবএইডে ভর্তি হোক।আর মেসবাহ তার লগে কাম কাজ ফেলাইয়া আড্ডা দেক।

চমৎকার ইফতার হলো। দারুণ একটা সন্ধ্যা কাটলো আমাদের । সবাইকে অনেক ধন্যবাদ।মুক্ত, ভাইয়া ছবি দাও।
আসলেই, ছবি আর একটা পোস্ট না হলে বিষয়টা ঠিক জমে না। মুক্ত বয়ান কিছু করুন।
ছবি সহ পোস্ট তো দিছেনই জয়িতাপু।

এইবার খুশি তো??
কি ***
মন্তব্য করুন