ইউজার লগইন

একখানা মঞ্চায় মূলক পোস্ট!!

ইয়া হাবিবি হাবিবি হাবিবি...
বিবি সাব'রে হা করতে কইলাম আর্কি!! যদিও কবি এইখানে বিবি বলতে বউকে বুঝাইতে চায় নাই কিন্তু!!! মাইনে সহজ কইরা বললে, শিশুদের জন্য হ্যাঁ বলুন আর্কি!! Tongue

যাউক্গা.. আসল কথায় আসি। রোযা- রমযানের দিন, সিয়াম সাধনার সময়। কিন্তু, তাই বলে আড্ডাবাজিকে ভুইলা গেলে কেমনে হবে??
শুনলাম, কোন বন্ধু নাকি কিছুদিনের মাঝেই আবার কমলার দেশে ফিরে যাবে, আর আমিও বেশি দিন ঢাকনা দেওয়া শহরে থাক্তাম চাই না, তার উপরে আমাদের এক বন্ধু মাত্রই কয়দিন আগে জন্মদিন কাটাইছে, তারে একটা "ছিল" দেওয়া আবশ্যক। কাজেই সব কিছু মিলায়ে আমাদের একটা ইফতার পার্টির আয়োজন করা উচিত। Smile

কোথায় হইতারে?
এক গুরু শ্রেণীর আড্ডাবাজের মন্তব্য, "আড্ডাবাজদের আড্ডাইতে জায়গা লাগে না!" সহমতের উপ্রে একমত। কিন্তু, যেইটা আমার মূল লক্ষ্য [খানাপিনা!!] ঐটা করার তো একটা ভালো জায়গা লাগবেই! বন্ধুরা যেহেতু সবাই নানা জায়গায় ছড়ায়ে- ছিটায়ে আছেন, কাজেই মাঝামাঝি কোন একটা রেস্টুরেন্টে আয়োজনটা করা যায়। সাথে করে, কোন ঈমানদার রোযাদার আমাদের মতন নাদান'দের রসনাবিলাস তৃপ্ত করে অধিক সোয়াব কামাইতে চাইলে নিজের তৈরি কোন বিশেষ আইটেমও নিয়ে আসতে পারেন... জয়িবু তার চাউল- চাউল মার্কা ফ্রাইড রাইস রাঁইন্ধা নিয়া আইতারে!! Party আমরা খাস দিলে দোয়া কইরা দিবো!!

কবে হইবেক?
কাল- পরশু- তরশু?

আপডেট:
#১. তারিখ প্রস্তাব করা হইল রবিবার
#২. স্থান: গুলশান, নিকেতনের ১৩ নম্বর সড়কের ২৩ নম্বর বাসা।

আর, সবচাইতে বড় কথা হইল, জয়িবু রাজি হইছে কামলা খাটতে!!! কাজেই, যেকেউ নির্দ্বিধায় প্রস্তাব করতে পারেন!!

লিস্টি:
#১. মাসুম ভাই
#২. মেসবাহ ভাই
#৩. রায়হান ভাই
#৪. জয়ি বু
#৫. বিলাই শাওন ভাই
#৬. তানবীরা পু
#৭. টুটুল ভাই
#৮. মুক্ত
#৯. বিমা ভাই
#১০. বাফড়া ভাই
#১১. সাঈদ ভাই
#১২. সোহেল কাজী ভাই
#১৩. নাহীদ ভাই
#১৪. লাল ভাই
#১৫. জেবতিক ভাই
#১৬. ভাষ্কর ভাই
#১৭. রনি ভাই
+৩ = ২০

যারা যারা এখনো নাম লেখান নাই, তাদেরকে এই বইলা সতর্ক করা হইতেছে, ইফতারির আগে আগে গিয়া হাজির হইলে লাভ নাই, ভাগ দিমু না!!! অন্তত: আগের দিন নাম লেখায়ে সওয়াব কামাইয়া লন!!

পোস্টটি ১২ জন ব্লগার পছন্দ করেছেন

শাপলা's picture


আমি বান মারলা.....।

আমারে ছাড়া ইফতার কর্লে, মুক্তর যেন বিবি না জোটে..........।

হাবিবি যেন না বিবি হয়।

মুক্ত বয়ান's picture


আপনে দেশে আসেন। আপনার কাছে বহুত খানা- পিনা বাকি আছে। Smile
আপনের খাওয়ানো শখ মিটানোর খায়েশ আমাদের... রোজ রোজ আপনার বাসায় গিয়া হামলা দিতাম চাই!!! Party
আর, বিবি নিয়া খুঁচা দিলেন? ব্যাপার্না!! গায়ে মাখলাম না! পিছলে ফেলে দিলাম!! Tongue

রাসেল আশরাফ's picture


মডু কই?????এইধরনের আজে বাজে পোস্ট আমরাবন্ধুতে দেখতে চাইন।কোন বন্ধু খাবে আর কোন বন্ধু পাবে না এটা হতে পারে না। না না না না না না না না না Crying Crying Crying Crying Crying Crying

মুক্ত বয়ান's picture


মডু এখন অফলাইনে ঘুমায়!!! Tongue
আপনেও খান, কে মানা কর্ছে!!! খাইতে পারেন, তয় পোস্ট দিয়েন না!! Tongue

মেসবাহ য়াযাদ's picture


প্রস্তাব খারাপ না, খাইতে মঞ্চায়... Tongue

মুক্ত বয়ান's picture


বস, কই হবে? কবে হবে?
সেটা ঠিক করা তো দরকার। Smile

মেসবাহ য়াযাদ's picture


জয়িতারে অনলাইনে আইতে দে... ও হৈলো এইসব ব্যাপারে নাটের গুরু.... Wink

মুক্ত বয়ান's picture


আপু আমারে ফোন করছিলেন, উনি একটু ব্যস্ত আছেন, তাই ঢুকতে পারতেছেন্না। তয়, উনি কামলা দিতে রাজি হইছেন।
কাজেই, এখন খালি জায়গাটা ঠিক করাই বাকি... Smile

জ্যোতি's picture


মেসবাহ ভাই আমারে অপবাদ দিলো। এসব কইলে মাইনষে কি কইব? বড় ভাই হইয়া আপনির দেখি দায়িত্বজ্ঞানের দিকে নজর নাই।আমি তো সেই কবে আড্ডাইছি, ভুলেই গেছি। আমি আড্ডার কি বুঝি?

১০

টুটুল's picture


আগামী রবিবার করা যায়?

ভেনু হইতারে... গুলশান, নিকেতনের ১৩ নম্বর সড়কের ২৩ নম্বর বাসা
দ্রুত আওয়াজ দেন... আর লিস্টিতে নাম লেখান

১১

মুক্ত বয়ান's picture


জায়গা কি এইটাই ঠিক? যার বাসা, তিনি রাজি?
তাইলে পোস্টে আপডেট দেই। Smile
আর, নাম লেখাইলাম। Smile

১২

সাঈদ's picture


ইফতার মাহফিলের সাফল্য কামনা করছি।

১৩

মুক্ত বয়ান's picture


সাফল্য পরে। আগে লিস্টিতে নাম লেখান!!! Smile

১৪

শাওন৩৫০৪'s picture


মুক্ত, রোজা রাখছো? Crazy

১৫

মুক্ত বয়ান's picture


আবার জিগায়!!! মাত্রই সেহেরি কইরা আসলাম!! Tongue

১৬

জ্যোতি's picture


ঠিকাছে।তবে গুলশান, নিকেতনের ১৩ নম্বর সড়কের ২৩ নম্বর বাসা....এইটা কুথায়?
মুক্ত, ছোট ভাইদের জন্য কামলা দেয়া যায়। ব্যাপার না।

১৭

মুক্ত বয়ান's picture


এইটা তো আমিও জানি না। কার বাসা? কেমনে কি?? Shock

১৮

শওকত মাসুম's picture


খাইতে মঞ্চায়

১৯

মুক্ত বয়ান's picture


নাম লিস্টিতে ঢুকায়ে দিলাম। Smile
আসার সমে লগে কিছু ইস্পিশাল আইটেম লইয়া আইসেন... Tongue

২০

জ্যোতি's picture


জুস বানায়া নিয়া যামুনে।আর সাথে কিছু একটা।ঠিকাছে মুক্ত?

২১

শওকত মাসুম's picture


আমার কাছে পাঁচটা পরাটা ছিল। সেইগুলা কৈ? মেসবাহ ভাইর কাছে ছিল মনে হয়। নিয়ে যাইতে পারতাম। Tongue

২২

জ্যোতি's picture


Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor ওইগুলা দিয়া বলে আপনি হালিম কিনে খাইছেন? ৫ পরোটা দিয়া আরো কি কিনতে চান?

২৩

শওকত মাসুম's picture


মুক্ত কইলো যে কিছু একটা নিয়া যাইতে Tongue

২৪

মুক্ত বয়ান's picture


নতুন কইরা রাইন্ধা নিয়া যাইবেন, আর রান্তে না পারলে কিন্না নিবেন। Smile
পুরান জিনিস নিবেন ক্যা??? Tongue

২৫

মেসবাহ য়াযাদ's picture


কার পরোটা, কিয়ের পরোটা ? এর মধ্যে আমি হান্দাইলাম কেমতে ?

২৬

শওকত মাসুম's picture


আমার সেই ৫ পরোটা কৈ। মুক্ত রোববার নিয়া যাইতে কইছে। ফেরত দেন। Crazy

২৭

মেসবাহ য়াযাদ's picture


ও আইচ্ছা, কৈতে চাইনি... উপায় নাই, গোলাম হোসেন !
তার আগে আপনে কন- গরুর গোশত, মুরগী পোড়া, হালীম, আনারসের জুস, পরোটা, নুডুলস... এইসব কৈ ??? Wink

২৮

জ্যোতি's picture


আয় হায়। এসব কি কন? এত খাওন কে খাইলো? কবে খাইলো? মাসুম ভাই পরোটা দিয়া হালিম খাইছে বলে? আবার দেখি ফেরত চায়।পচা পরোটা নিবো নাকি?স্যালাইন তাইলে কে দিবো?

২৯

মেসবাহ য়াযাদ's picture


পরে খবর পাইছি, সেইদিন কারওয়ান বাজারের স্টার হোটেলে বাসী পরোটা যারা কিনছিলো- তারা টা কিনলে টা ফ্রি পাইছিলো... Big smile মাসুম ভাই সেই পরোটার কথা কৈতাছে নাতো ??? Tongue

৩০

মেসবাহ য়াযাদ's picture


* ১ টা কিনলে ২ টা ফ্রি

৩১

চাঙ্কু's picture


খালি খানা-পিনা !!!! যামু না Tongue

৩২

জ্যোতি's picture


কেন যাইবা না?যাইতেই হইব। তুমি তাইলে কই যাইবা?কার লগে?ঠিক কইরা কও।

৩৩

চাঙ্কু's picture


যামু না কারন আমি যাওনের আগে তুমিই সব খাবার আর আড্ডা শেষ কইরা দিবা Tongue
না গেলে কই যামু - কার লগে যামু হেইডা তুমারে কমু কেন ? গুপন কথা সপাইকে কমু না Tongue

৩৪

জ্যোতি's picture


আরে না। আমি তো খাওন ভাগেই পাই না ঠিকমতো। আগেই সবাই সব খেয়ে ফেলে।তুমিও আস, খাবার রাখপ তুমার জন্য।
গুপন কথা কইতে হয়। যদি কুনু বিপদে পড়ো আমরা তো তুমারে হেল্পাইবো।বুঝছ?ধরো, মাইয়া তুমারে বানলে , আমরা ছুটায়া আনপো।

৩৫

চাঙ্কু's picture


দুনিয়ার সপ মাইয়া তুমার মত বদ নাকি যে খালি বেঁধে রাখপে। আর নিতান্ত তারা বাধলেও বাধে আলুবাসার দামি দড়ি দিয়ে Tongue

৩৬

জ্যোতি's picture


আমি কি বদ?তুমি কইতে পারলা? কি দুইন্যাইত আসলাম!আমি তো জেবনে কাউরে বান্ধি নাই। শুনছ কুনুদিন? কেউ কইছে?আলুবাসা কেমুন আবার? এই বাসার নাম তো শুনি নাই।

৩৭

মুক্ত বয়ান's picture


যাইবো আর কার লগে?? চান্তেক ছাড়া উনা তো চলতোই না আগে.. ইদানীং বঙ্গ সন্তান... বাকিটুকু বুইজ্ঝা লন!!! Wink

৩৮

আশফাকুর র's picture


ভাল আছিস?
ভাল থাকিস।

৩৯

মুক্ত বয়ান's picture


হ.. গতকাল থেকে ছুটি। Smile
এখন বিন্দাস মুডে আছি!!! Tongue

৪০

নুশেরা's picture


ঢাকার আড্ডা বন্! নীড়দা চিটাগাঙে মেজবানি আড্ডা আয়োজন করবেন, উনাকে হেল্প করো পারলে

৪১

মুক্ত বয়ান's picture


আবার জিগায়!!! খালি আইতে দেন চিটাং। Smile
তারপরে লাফা- লাফি, ঝাঁপা- ঝাঁপি কইরা সব আয়োজন হইবে। Smile
"চিটাং পাত্থর মারে!!" Tongue

৪২

নীড় সন্ধানী's picture


চিটাগাং এ অবশ্যই ঈদ পূর্নমিলনী করা হবে। তবে ভাদ্রমাসের গরমটা কাটুক, হালকা কুয়াশা নামুক, গরুর মেজবানী মাংস জমবে ভালো তাইলে Party Party

৪৩

মুক্ত বয়ান's picture


ধূর!!! ইফতারি হইবে না?
ঈদ পুর্নমিলনী হইলে তো আমরা মিস করমু। Sad Sad

৪৪

শাওন৩৫০৪'s picture


ঢাকার আড্ডা বন্!

ওরে হিংসা রে হিংসা------- Crazy Crazy

৪৫

শাওন৩৫০৪'s picture


নাম

৪৬

মুক্ত বয়ান's picture


কি ছে?? ভানাম বুল নিকি?? Wink

৪৭

সাঈদ's picture


কেউ দেখি নাম লিখায় না Cool

৪৮

টুটুল's picture


আপ্নে কাজী আর নাহীদরে নিয়া আইসেন

৪৯

মুক্ত বয়ান's picture


কে কয়? Crazy

৫০

টুটুল's picture


#৯. বিমা
#১০. বাফড়া
#১১. সাঈদ
#১২. সোহেল কাজী
#১৩. লাল ভাই

৫১

মুক্ত বয়ান's picture


সংশোধিত এবং পরিমার্জিত!!! Tongue
ধন্যু। Smile

৫২

নীড় সন্ধানী's picture


ইফতারীর দাওয়াতের কথা শুনলে খালি একটা কথাই মনে হয়....."পিয়াজু গরম থাকবে তো?" এই পিয়াজুর সাথে আমার লাভ হেট সম্পর্ক। গরমে তারে যেরকম লাভ করি, ঠান্ডায় বরাবর সেরম হেট করি। দাওয়াতে দেখা যায় তারে কখনোই গরম পাই না। তাই আমি ইফতারীর দাওয়াত হেট করি। (এইটা কিন্তু মোটেই আঙুরফল টক জাতীয় কমেন্ট না) Glasses

৫৩

মুক্ত বয়ান's picture


হা হা হা... সে তো বুঝাই যায়..

ঠাকুরঘরে কে রে, কলায় আমার অ্যালার্জি!!!

৫৪

টুটুল's picture


#১. মাসুম ভাই
#২. মেসবাহ ভাই
#৩. রায়হান ভাই
#৪. জয়ি বু
#৫. বিলাই শাওন ভাই
#৬. তানবীরা পু
#৭. টুটুল ভাই
#৮. মুক্ত
#৯. বিমা ভাই
#১০. বাফড়া ভাই
#১১. সাঈদ ভাই (?)
#১২. সোহেল কাজী ভাই (?)
#১৩. নাহীদ ভাই (?)
#১৪. লাল ভাই
#১৫. জেবতিক দা
#১৬. ভাষ্করদা
#১৭. রনি
+৩ = ২০

৫৫

রাসেল আশরাফ's picture


আমার নাম কই????????? Angry Angry Angry Angry Angry Angry

৫৬

মুক্ত বয়ান's picture


লাগায়ে দেওয়া হইল। Smile
টেনশন লইয়েন না!! Tongue

৫৭

রাসেল আশরাফ's picture


ঠিকানা লিখেন.।।।

আমার ইফতারীটা ডিএসএল এ পাঠায় দিয়েন। Wink Wink Wink Wink Wink

৫৮

মুক্ত বয়ান's picture


মোর জ্বালা!! এক্ষণি নাম কাটিয়া দেওয়া হইল!!! Stare

৫৯

মুক্ত বয়ান's picture


আপডেটিত। Smile

৬০

অতিথি পাখি's picture


গাড়ি ভাড়া নাই। থাকলে আইসা পড়তাম। Worried Worried Worried Worried

৬১

জ্যোতি's picture


গাড়ী ভাড়া ১০ টাকা দিলে চলপে?চইলা আসেন, দিমুনে।

৬২

পান্থ রহমান রেজা's picture


নিকেতন তো আমার অফিসের পাশে। নাম লেখামু কিনা ভাবতেছি!

৬৩

ভাস্কর's picture


চইলা আসেন...

৬৪

টুটুল's picture


View Larger Map

নিকেতনের অবস্থান

৬৫

মুক্ত বয়ান's picture


চমৎকার ইফতারি হইছে। Smile
সবাইরে ধইন্যা। Smile

৬৬

মেসবাহ য়াযাদ's picture


ফটুক কৈ ?

৬৭

রাসেল আশরাফ's picture


হ ফটোক লাগাও।আর আমরা জিবলার ঝোল ফেলাই সাথে কয়জনের স্যালাইন লাগুক।কেও কেও ল্যাবএইডে ভর্তি হোক।আর মেসবাহ তার লগে কাম কাজ ফেলাইয়া আড্ডা দেক। Crazy Crazy Crazy Crazy Crazy

৬৮

জ্যোতি's picture


চমৎকার ইফতার হলো। দারুণ একটা সন্ধ্যা কাটলো আমাদের । সবাইকে অনেক ধন্যবাদ।মুক্ত, ভাইয়া ছবি দাও।

৬৯

মীর's picture


আসলেই, ছবি আর একটা পোস্ট না হলে বিষয়টা ঠিক জমে না। মুক্ত বয়ান কিছু করুন।

৭০

মুক্ত বয়ান's picture


ছবি সহ পোস্ট তো দিছেনই জয়িতাপু। Smile
এইবার খুশি তো?? Wink

৭১

তানবীরা's picture


Hypnotized আমি ছিলাম সেদিন

৭২

তানবীরা's picture


কি ***

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.