ইউজার লগইন

বসন্ত-যন্ত্রণা….নীলাঞ্জনা নীলা

**সুমনা যাকে আমি ভুলে যাই , কিন্তু ঋতু বসন্ত ভুলতে দেয়না**

সেই মূহুর্তে চোখ বন্ধ করি ।
অনুভূতির সব কয়টি দরোজা-জানালা লাগিয়ে দেই দ্রুততার সাথে
যেনো কিছুতেই ঝড়ের মাতমে ভেঙ্গে না পড়ে ওপরের ছাদ
ধূলো-বালিতে ভরে না যায় মস্তিষ্কের যন্ত্রপাতি ।
আবেগ আর বিশ্বাসে যেনো না পড়ে টান ,
একটুকুও যেনো কমতি না হয় প্রেমের ।
যদিও ইচ্ছে করে আদিম অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়তে মুখোশ পড়া মুখে
কিছুতেই পারিনা ।
তাইতো মনের ইচ্ছেগুলো কে অজ্ঞান করে রাখি ।
কোথায় আর থাকে !
চেতনানাশক ঔষধটা যে ভেঁজালে ভরা---

তোমাকে ভালোবাসার শাস্তি পাচ্ছে এই চোখ-অনুভূতি-মন-ইচ্ছে ।
অন্যদিকে তুমি নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছো এখানে-সেখানে ;
আর তোমার বুকে , চোখে , শরীরের সবখানে , মনের রন্ধ্রে রন্ধ্রে আমিহীন কারুকাজ ।
হৃদয়ে নাকি ভালোবাসা থাকে , আর আমি প্রেম কে ধারণ করেছিলাম অস্তিত্ত্বে (মানে এই নিঃশ্বাসে )।
কেন এমন হয় ?
জানো যেদিন অনুধাবন করতে পারলাম ,
যে , অতোটা কঠিন নয় সহ্য করা যখন কেউ আমাকে বোঝেনা ;
বড়ো দুঃসাধ্য এ কথা ভাবনায় আনা যখন নিজেকে বোঝা যায়না ।
অথচ দায়িত্ত্বের ব্যুহের ভেতরে থেকেই আলগোছে তোমাকে নিজস্ব করে রাখা ,
তোমাকে জানা-বোঝা , তোমার চাওয়া-পাওয়া……
পড়েনা কি মনে একটুকুও ?
অজস্র দিন এবং রাত…সেই যে নিঃশ্বাস , অপূর্ণতা , সবকিছু মিলিয়ে
কেন আমার বসন্ত , সিঁথির ফাঁক দিয়ে শূণ্যতা হয়ে স্থির বসে থাকে ?

এন্টিগোনিশ , কানাডা
১৩ ফেব্রুয়ারী , ২০১২ ইং

পোস্টটি ৫ জন ব্লগার পছন্দ করেছেন

লীনা দিলরুবা's picture


চেতনানাশক ঔষধটা যে ভেজালে ভরা...
উপলব্ধিটা অন্যরকম।

নীলাঞ্জনা নীলা's picture


কৃ্তজ্ঞতা-----লীনা Smile

তানবীরা's picture


টিপ সই

নীলাঞ্জনা নীলা's picture


Thinking Thinking বুঝলাম না কিছুই

অনন্যা's picture


আপনার লেখাগুলো খুব সুন্দর, ভালো লাগলো

নীলাঞ্জনা নীলা's picture


শব্দেরা যেমন কৃ্তজ্ঞ , তেমনি আমিও----শুভ নববর্ষ অনন্যা Smile

বিষণ্ণ বাউন্ডুলে's picture


লীনাপার সাথে একমত।

নিওয়ে,
আর লিখেন না কেন?

নীলাঞ্জনা নীলা's picture


আসলে লেখা হয়ে ওঠেনা।।---ব্যস্ততার খাঁচায় বন্দী---লিখবো---ভালো থাকুন বিষণ্ন বাউন্ডুলে Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

নীলাঞ্জনা নীলা's picture

নিজের সম্পর্কে

আমি আমি-ই...আমি কারো মতো নই...আমার মতোও কেউ নয়..তুলনা করা পছন্দ করিনা...ভালো যেমন আছে , তেমনি প্রচুর মন্দও...মন্দগুলো চোখে পড়ে আর ভালোগুলো অন্তরালে...তবে ভালো-মন্দ সবকিছু মিলিয়ে আমি এমনই এক মানুষ যে কারো ক্ষতি করেনা...পেছনে কথা বলা পছন্দ করিনা , তেমনি কারো সম্পর্কে শুনতেও চাই না...ভালোবাসি সহজিয়া অনুভূতি...অপছন্দ করি জটিলতা-কুটিলতা...অন্তরে ধারণ করি রবীন্দ্রনাথ আর ভাবনায় জীবনানন্দ...
তবুও বলি ঃ "সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো..."