যাপিত মা
এই পথে সবাই হেঁটেছে
মওলানা সাহেব, বামন ঠাকুর
দিদি স্বরস্বতী, আমাদের বড়পীর
স্বাক্ষী ঐ প্রহর, সূর্য, রাতের আকাশের
ঝলমল নক্ষত্রেরা
যুগে যুগে আমি অনেক বড়বোন মেঝো,সেঝোদির
ভাই হয়ে দেখেছি
অনেক মায়ের গর্ভে জন্মেছি
তাদের কপালে কি সিদুঁর ছিল ?
নাকি সেজদায় পড়া কালো দাগ ছিল ?
দেখিনি, শুধু দেখেছি
তপ্ত লাল রক্তে স্নাত হয়ে ভেসে আসা শিশু আমি
শুনেছি প্রসবিনীর উম্মাদ মর্মস্পর্শী
চুল ছেঁড়া গুমরে আর্তনাদ
নিঃসাড় হস্তদ্বয়ে নাড়ী ছেঁড়া ধন বুকে নিয়ে
জলে ভরা চোখ মুখে তৃপ্তির হাসি
ঐ মাতৃসত্ত্বা কে আমি ধর্ম বর্ণ দিয়ে পৃথক করতে পারিনা
ঐ মাতৃসত্ত্বা কে আমি ধর্ম বর্ণ দিয়ে পৃথক করতে পারিনা
অসাধারণ রুবেল ...
সুন্দর
জটিল বলেছ ....
সুন্দর।
অদ্ভুত।
ঐ মাতৃসত্ত্বা কে আমি ধর্ম বর্ণ দিয়ে পৃথক করতে পারিনা
অনেকদিন পর মনে হচ্ছে সত্যিই কিছু পড়লাম।
অসাধারন যাকে বলে অসাধারন। আরো এমন লেখা পড়ার প্রত্যাশায়
কোন লেখা পাঠে পাঠক যদি তার ভালো লাগা মন্দ লাগা জানায় সেটাই লেখার জন্য প্রেরনা উৎস .........
সবার কাছে কৃতজ্ঞতা লেখাটা পড়ার জন্য...
শুভেচ্ছা সবাইকে.............
অসাধারণ !!! আরো আসুক এমন আবেগময় লেখা । শুভেচ্ছা জানবেন ।
মায়েদের কোন ধর্ম/ বর্ণ হয় না। তাঁরা সবসময়ই মা।
এটাই সত্যি। এটাই তাঁরা।
আপনার কবিতা ভাল্লাগ্লো।
ধন্যবাদ ....
বাতিঘর ও মুক্ত কে
মন্তব্য করুন