ইউজার লগইন

এবার বই মেলা থেকে যে সব বই কিনেছি.......

আমি বছরের যে কোন সময় বই কিনি, যখনই হাতে টাকা আসে অথবা সময় করতে পারি। তারপরেও বেশীর ভাগ বই কেনা হয় মহান একুশের বই মেলা থেকে। বেশ ক'বছর দেশে নাই, বই পড়ার কষ্ট যেমন পাই তেমনি বই কিনতে না পারার কষ্টও অনেক বেশী। তার পরেও চেষ্টা করি বই মেলা থেকে বই কিনাতে। গত কয়েক বছরে অনেক অনেক বই কিনলেও সেগুলি সঠিক ভাবে সংরক্ষন না করায় বেশীর ভাগ বই চুরি হয়ে গেছে। তাই এ বছর সিদ্ধান্ত নিয়েছি, বই কেনার পর আলমারিতে বিশাল সাইজের তালা ঝুলিয়ে দেবো। এবং তা করা হয়েছে.......

 
অনেক বই কিনলেও মাস খানেক পরে আমার হাতে হয়তো ৫/১০টা বই আসবে, বাকী গুলো আপাদত তাকের শোভা বাড়াবে। এবারই আমি সব চেয়ে বেশী বই কিনেছি বলে মনে হয়। তবে নিজের টাকায় এত বই কিন্তে কোন দিনই পারতাম না, যদি কিনা আমার মা অর্ধেক টাকা না দিত।

ওড়াওড়ির দিন- আবদুল্লাহ আবু সায়ীদ
আমার বোকা শৈশব- আবদুল্লাহ আবু সায়ীদ
আমার ছেলেবেলা- মুনতাসীর মামুন
আ লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস /  মনজুরুল হক

ত্রিলৌক্যনাথ মুখোপাধ্যায় রচনা সমগ্র
দুর্বিন শাহ রচনাসমগ্র
ঘরভরতি মানুষ অথবা নৈ:শব্দ্য / আহমাদ মোস্তফা কামাল
কিশোর উপন্যাস সমগ্র / শীর্ষেন্দু মুখোপাধ্যায়
অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী / আহমদ ছফা
চাঁদের অমাবস্যা / সৈয়দ ওয়ালীউল্লাহ্
কাঁদো নদী কাঁদো / সৈয়দ ওয়ালীউল্লাহ্
তিতাস একটি নদীর নাম / অদ্বৈতমল্ল বর্মণ
চতুষ্কোণ / মানিক বন্দ্যোপাধ্যায়
আবু ইব্রাহীমের মৃত্যু / শহীদুল জহির
মুখের দিকে দেখি / শহীদুল জহির
শহীদুল জহির নির্বাচিত গল্প
শহীদুল জহির নির্বাচিত উপন্যাস
শ্রেষ্ঠ গল্প - হাসান আজিজুল হক
ম্যাগনাম ওপাস ও কয়েকটি গল্প / মাহবুব আজাদ
লাল নীল দীপাবলি বা বাঙলা সাহিত্যের ইতিহাস / হুমায়ুন আজাদ
ভাষা শিক্ষা ও ভাষাবিজ্ঞান পরিচিতি / হুমায়ুন আজাদ
সবকিছু ভেঙে পড়ে / হুমায়ুন আজাদ
কবি অথবা দণ্ডিত অপুরুষ / হুমায়ুন আজাদ
মাতাল হাওয়া / হুমায়ুন আহমেদ
প্রতীতি / মামুন ম. আজিজ

রবো নিশি / মুহম্মদ জাফর ইকবাল
গ্রহচারী / মুহম্মদ জায়েদুল আলম সিজার
ফিফটি ওয়ান / শাহরীয়ার শরীফ
লীন হয়ে যায় প্রিয় নগর / শরীফ উদ্দিন সবুজ

ট্রেজার- ক্লাইভ কাসলার/মখদুম আহমেদ
সাহারা- ক্লাইভ কাসলার/মখদুম আহমেদ
দ্য সেভেন্থ স্ক্রৌল- উইলবার স্মিথ/মখদুম আহমেদ
এ টাইম টু ডাই- উইলবার স্মিথ/মখদুম আহমেদ
হাত বাড়িয়ে দাও'' আনু মোহাম্মাদ

শ্রেষ্ঠ কবিতা / আল মাহমুদ
কবিতা ডাউন আন্ডার / অনুবাদ অংকুর সাহা, সুব্রত অগাস্টিন গোমেজ, সৌম্য দাশগুপ্ত
গদ্যসমগ্র-১, নির্মলেন্দু গুণ
নারীর স্তনে আছে সমুদ্রের নুন আর জোছনার দুধ / সৈয়দ শামসুল হক
করোটিতে মৃত্যু / আফসানা কিশোয়ার
কবিতার বিভাসূত্র /ফকির ইলিয়াস
বেবাট / মাহবুব লীলেন
অ্যাপার্ট সিটি-সাজ্জাদ কবীর... আরো দেখুন
বেলা দ্বিপ্রহর / শুভাশিস সিনহা।।
আমার বই: মলাটবন্দি আমারব্লগ
কাকমানুষের চকখড়ি / কুলদা রায়
সাময়িক শব্দাবলি / তনুজা ভট্টাচার্য্য
ভাতের ভূগোল / জুয়েল মোস্তাফিজ
যা ভাষার প্রকাশ করা যায় না / টোকন ঠাকুর
অভিজিৎ দাসের/ মাটির চামুচ মুখে
অন্যমনস্কশরৎ / শরৎ চৌধুরী
গানের বাহিরে কবিতাগুচ্ছ / আবু সাঈদ ওবায়দুল্লাহ
বাল্মীকির মৌনকথন / আবু সাঈদ ওবায়দুল্লাহ
শিমুল ভাইয়ে / শিরস্ত্রাণগুলি
অধরা আই ফোন / মৌ মধুবন্তী
আবু মকসুদ ভাই এর / দুরতর গ্রহজীবন
আফসার ভাইয়ের / জলের করাত
সার্কাস। / অঞ্জন সরকার জিমি
সকাল সন্ধ্যার বীজতলা / সরোজ মোস্তফা
দৃশ্য শিকারের বন্দুক / আমজাদ সুজন
আধখাওয়া ফলের জীবনী / আসমা বীথি
মর্নিং গ্লোরি / সুব্রত অগাস্টিন গোমেজ।
ঊমাচরণ কর্ম্মকার / পরাগ রিছিল
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ (প্রা.) লি./ অবনি অনার্য
দোমাটির মুখ / মোহাম্মদ রফিক
ক্যাশিয়ারের ডায়েরি / পলাশ দত্ত
একলব্য নিঃসীম নগরে / তাপস গায়েন

শিশুর অটিজম: তথ্য ও ব্যবহারিক সহায়তা / নুশেরা তাজরীন
( এই বই আমার খুব প্রিয় একটি বই হবে Smile )
 
উন্মাদের কয়েকটা বই আছে
সচলায়তন সংকলন / সচলায়তন রচনা সংকলন
অপরবাস্তব ৪ / বাঁধ ভাঙার আওয়াজ ব্লগ সংকলন ( এর সাথে সরাসরি জড়িত ছিলামম মাঝ পথে মতের অমিল হওয়াতে সরে দাঁড়িয়েছি অন্যদের কাছ থেকে। তবে আমার লেখা আছে )
নোনা শিহরণ / সাতিয়া মুনতাহা নিশা
( এই বইটাও কিনতে হতো না, তবুও কিনেছি বোনের প্রথম বই তাই )
অপ্রকাশিত চিঠি / সুলতানা শিরীন সাজি ( এটা কিনতে হয়নি কেননা এর প্রচ্ছদ আমার করা তাই Smile )
সবুজ অঙ্গন(ব্লগীয় কবিতাসংকলন-২০১০/ এটাতেও আমার লেখা ছাপা হয়েছে তাই কিনেছি )

ছোটপত্রিকা
শব্দপাঠ ( কিনতে হয়নি নিজের কবিতা আছে বলে )
জোনাকরোড ( বন্ধুর লেখা আছে না কিনে থাকতে পারা যায় কি ?)
চর্যাপদ / জিজ্ঞাসু /  আরো কয়েকটা কিনেছে যে গুলো নাম জানতে পারিনি.....

এবারের তালিকায় কিছু পুরাতন বই এর নাম আছে, যে গুলো আবার কিন্তু হলো এ জন্য যে সংগ্রহ থেকে হারিয়ে গেছে।

আমি সব সময় দুই ভাগে বই কিনি, মেলার মাঝামাঝিতে একবার এবং শেষ দিনে। এতে করে আমি মনের মত একটা তালিকা দাড় করাতে পারি। যে বই গুলো মনে হয় পাওয়া যাবেনা মেলা শেষ হওয়া নাগাত আমি সে গুলো আগে ভাগেই কিনে রাখি। আরো কিছু বই কেনা হয়েছে যা মনে পড়ছে না.........

( আমার কাজিন শ্রম না দিলে বই গুলো কিনা সম্ভব হতো না। ধন্যবাদ রুমা ) বন্ধুরা তোমরা কে কি বই লিনলে বলো এবার .....

 

পোস্টটি ১৫ জন ব্লগার পছন্দ করেছেন

সাঈদ's picture


ধুর এ আর কি কিনছেন !!!

আমি কিনছি ২ (দুই) টা বই। একটা আমার বই (আমার ব্লগের সংকলন, আমার একটা লেখা ছিল ঐখানে তাই) আরেকটা কিনছি যে, না কিনলে ইজ্জত থাকে না, সবাইরে দেখাইতে হইবো না বইমেলা থেইকা বই কিনছি।

জয়িতা আমারে কয়েকটা বই কিনা দিব কইছিলো কিন্তু কথা রাখে নি, মেয়েদের যে স্বভাব।

রুবেল শাহ's picture


আমার ব্লগের সংকলন টা হাদিয়া পাইছি........

নারীর মুন ঈশ্বর বুঝে না আপনে আর আমি বুঝুম এইডা কেমনে চিন্তা লইলেন সাঈদ ভাই ?

মুক্ত বয়ান's picture


অনেকদিন বাদে একটা মাইনাস বাটনের অভাব অনুভব করতেছি।
ঈর্ষান্বিত হইলাম। Sad

তয়, একটা কথা কই.. শহীদুল জহির একখান বিশেষ প্রজাতি। এত চমৎকার লেখা আমি খুব কম পড়ছি। Sad

রুবেল শাহ's picture


আফসুস খাইলাম...........  - বাটন নাই শুইনা Frown 

শহীদুল জহির  এর মত আরেক জন লেখকের কথা বলি যাযাবর......... অসাধারন, তবে দুইজন দুই ধাচের....

যাযাবরের দৃষ্টিপাত পড়ে দেখতে পারেন

মুক্ত বয়ান's picture


যাযাবর পড়া হয় নাই। তাইলে একটু খুঁইজা দেখি। Smile

আবদুর রাজ্জাক শিপন's picture


সুবহানাল্লাহ ! তুইতো দেখি ছোড-খাডো লাইব্রেরী কিনালাইছোস Smile
খুবই ভালো । তয়, বইগুলা তালাবদ্ধ রাখার সিদ্ধান্ত খারাপ না !
কবে দেশে যামু, আর এতো এতো বই পড়ুম ! ইস !

রুবেল শাহ's picture


শহীদুল জহিরের বই আইসা গেছে পথে আছে কালে হাতে পামু বলে আশা করছি...........

তয় এই বার বই কেউরে পড়তে দিমুনা............... Smile

ভাঙ্গা পেন্সিল's picture


নজরুল ভাইয়ের প্রতিদ্বন্দ্বী Tongue

রুবেল শাহ's picture


নজরুল ভাই কেডা Tongue out

১০

লীনা দিলরুবা's picture


রুবেল আমি না তোমার বড় বোন? আমার আর তোমার বাড়ি না পাশাপাশি? তুমি না আমারে খুব পছন্দ করো?

তাইলে আপুর জন্য বই এর আলমারির চাবীটা পাঠাইয়া দাও।

১১

রুবেল শাহ's picture


চাবী তো মুহুরী নদীতে ভাসাইয়া দিছিরে আপু........ Sad

নাই তোমাকে দিতাম .......

১২

আহমেদ রাকিব's picture


ওরে বাপরে। ব্যাপক হিংসিত হইলাম। Smile

১৩

রুবেল শাহ's picture


কেনু.......... Surprised

১৪

জ্যোতি's picture


অনেকদিন বাদে একটা মাইনাস বাটনের অভাব অনুভব করতেছি।
ঈর্ষান্বিত হইলাম। Sad

১৫

রুবেল শাহ's picture


আহারে আফসুস ...........

১৬

শওকত মাসুম's picture


ব্যাপক হিংশিত হইলাম।

সেল্ফের তালা ভাঙবো

বই  চুরি করবো Tongue out

১৭

রুবেল শাহ's picture


হিংসা করা ভালু না......

সেল্ফের খোঁজ পাইলে তো Smile

১৮

একলব্যের পুনর্জন্ম's picture


গ্রেট কালেকশন !

১৯

রুবেল শাহ's picture


ধন্যবাদ প্রিয় .....

আপনি কি কিনলেন......... ?

২০

মুহম্মদ জায়েদুল আলম's picture


বাপরে!!!!!!
আপনে তো পুরা এক লাইব্রেরী বই কিনা ফেলছেন!!!!!!!

২১

রুবেল শাহ's picture


দূর  লাইব্রেরীর এক তাকের বইও তো কিনি নাই.........

২২

নজরুল ইসলাম's picture


আপনার বইগুলো ঢাকার কোথায় আছে বলেন, আমি চুরি করে নিচ্ছি...

ভালো কালেকশন। ভালো লাগলো তালিকা পড়ে... আমারও ইচ্ছে আছে এবারের বইমেলা থেকে কেনা বইগুলোর একটা তালিকা করতে, কিন্তু আলসেমিতে হচ্ছে না। আপনার লেখাটা পড়ে আগ্রহটা বাড়লো।

২৩

রুবেল শাহ's picture


হে হে হে .......

আমি কি এত বুকা হইছি নাকি ..........

আপনার তালিকাটার অপেক্ষায় রইলা .............

২৪

মুকুল's picture


নজরুল ভাইয়ের পরে আমরাবন্ধু শ্রেষ্ঠ বই ক্রেতা সম্মাননা আপনারে দেয়া হৈলো। Smile

২৫

রুবেল শাহ's picture


Sad

২৬

নুশেরা's picture


আরে বেলু চলে আসছো! স্বাগতম স্বাগতম!!

শরম দিলা ভাই, আমার বইটা প্রিয় হওয়ার মতো কিছু না...
(ব্লগাররা দেখি ব্যাপক দিলদরিয়া Smile )

২৭

রুবেল শাহ's picture


বেলুপু আমি তো আগে থেকেই আছি............ Smile

দুস্কের কথা কি জানু বু.......

তুমার সই লইতে পারি নাই ...........Sad

২৮

সোনাবীজ's picture


ভালো উদ্যোগ।

আমার  একখান পারিবারিক লাইব্রেরি আছে, আপনি ইচ্ছে করলে সেখানে (তালা)বন্ধক রাখতে পারেন:)

২৯

রুবেল শাহ's picture


হে হে হে ....

৩০

তানবীরা's picture


খুবই কামেল আদমী আপনি

৩১

রুবেল শাহ's picture


মুরিদ হন.......

৩২

কাঠপুতুল's picture


লম্বা লম্বা দীর্ঘশ্বাস ছাড়ছি। কয়েকবছরে বইমেলার ভিড়ভাট্টার ভয়ে বইমেলায় যাই না!

৩৩

রুবেল শাহ's picture


আফসুস ....... Sad

৩৪

একা's picture


নারীর স্তনে আছে সমুদ্রের নুন আর জোছনার দুধ / সৈয়দ শামসুল হক কোন প্রকাশনীর?

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

রুবেল শাহ's picture

নিজের সম্পর্কে

আমি প্রচন্ড বাউন্ডেলে
অশিক্ষিত,আনস্মার্ট, ভীতু .........