চেতনা
চেইতোনা................থুক্কু চেতনা!! চেতনা নিয়া সবাইরে খালি চিক্কুর পাইরা গলা ফাটাইয়া ফেলতে দেখি। চেতনা নিয়া চিল্লাইতে চিল্লাইতে আমাগো রাজনীতিবিদ গণ, তাদের সাথে যুক্ত কিছু দালাল গ্রুপ বরেণ্য ব্যাক্তি গণ তাদের জীবনের সব শিক্ষা, ব্যাক্তিত্ব ভুলে হাত কচলাইতে কচলাইতে তাদের সাথে সামিল হয়ে চেতনার আসল মর্ম, অর্থ কুয়ায় ফেলে মুখ দিয়া ফেনা তুইলা ফেলে।
জাতীয় নির্বাচনের আগের মুহু্র্ত গুলিতে দেশে যখন হরতাল অবরোধের জোয়ার চলছিলো তখন সাধারণ অসাধারণ সব মানুষ রিক্সা গাড়ি যেহেতু চলেনা সেহেতু চলাচলের জন্য তারা অ্যাম্বুলেন্স কে সুবিধাজনক বাহন হিসেবে ব্যাবহার করা শুরু করলো। অফিসে যাওয়ার সময় দেখি খালি অ্যাম্বুলেন্স এর চলাচল। একটা গুরুত্বপূর্ণ বাহনের অপব্যরহার।
আমার কাছে তখন অ্যাম্বুলেন্স টারে ঐসব লুকের মুখের চেতনা শব্দটার মত মনে হইলো। চেতনা তাদের কাছে একটা সাইনবোর্ড !!!!
যারা মুক্তিযুদ্ধের চেতনা বুকে লালন করে তারা বলেনা। করে দেখায়। অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যায়। কে প্রথম স্বাধীনতার ঘোষক, কে প্রথম রাষ্ট্রপতি তা নিয়ে নির্লজ্জ পারস্পরিক কাদা ছোড়া ছুড়ি কোনো দেশকে সামনে এগিয়ে নেয়ার পথ হতে পারেনা।
মন্তব্য করুন