দোয়া করবে আমার বিয়ে হয়েছে
জীবনে মানুষের কত কিছু ঘটে । ভাবতে অবাক লাগে। আমি এখন আর একা নেই। শুনুন প্রিয় বন্ধুরা গত ৯ এপ্রিল আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হ য়ে ছি। হিহিহি। আমি সত্যি নিয়মিত লিখব। বড় আফসোস হয়। কেন যে প্রাণী জগতের বিয়ে হয়না। খুব ভালো হতো জানেন। গাছপালা, নদীনালা ইত্যাদি ইত্যাদি। ভালো থাকবেন।
বিয়া করসেন দেড় মাস হয়ে যাইতেসে আর খবর দিতে পারলেন আজকে!!!!
শুভকামনা
কি করা ভাইজান,সে এক কাহিনী। বিয়ে। কেন যে মানুষ করে। ধন্যবাদ।
এই সময়টা বেশ দারুন ! সময়টা উপভোগ করতে থাকুন।
কিঞ্চতি সত্য। মনে হয়।
অজস্র শুভকামনা, দুজনার জন্যই। ভাল থাকুন।
অনেক অনেক ধন্যবাদ। হি হি হি হি
অভিনন্দন আর শুভকামনা রইলো
খুশির চোটে দেখি শিরোনাম বাংলিশে হয়ে গেছে!
কি করবো বাংলা যে খুব একটা লিখতে পারি না আর বলতেও পারিনা। কি আর করা। সত্যি লজ্জিত।
শুভকামনা। সুখী জীবন লাভ করেন!
ধন্যবাদ
ধন্যবাদ
দেড়মাস আগে বিয়া করছেন এখনো দেখি হি হি হি হি থামে নাই।
শুভ কামনা। এইরকম হিহিহিহি ময় জীবন পার করুন।
কি আর করা। মনে হয়না বেশিদিন থাকবেনা। আমার বরটা আমার উপর ক্ষেপেছে।। এখন থেকে আর হিহিহি নয় আর হা হা হা করবো
হিহিহিহি করতে করতে নদীতে ঘুরেন। গাছে উঠেন।
হিহিহিহি জারি থাকুক।
শুভকামনা।
ধন্যবাদ। হিহিহিহি
শুভকামনা রইলো আপনাদের প্রতি
ধন্যবাদ ভাইয়া।
প্রথমপাতায় বাংলিশ দেখতে ভালো লাগে না। মডারেটর এর সাহায্য কামনা করছি
চিরকাল মনে থাকবে। ক্ষমা করুন আপু। বিয়া করছি তো। মাথাটাথা ঠিক নাই।
শুভকামনা রইলো আপনাদের প্রতি
শুভকামনা রইলো আপনাদের প্রতি
হিহিহিহি জারি থাকুক
এইরকম হিহিহিহিময় জীবন পার করুন 
না থাকলে ধরে রাখতে যাতে পারি আর্শীরবাদ করবেন। ধন্যবাদ
অভিনন্দন, অভিনন্দন!
চিরস্হায়ী হোক সুখের বন্ধন!
অনেক অনকে ধন্যবাদ। ভাল থাকবেন।
শুভেচ্ছা অফুরান।
হহিহিহিহিহিহিহিহিহিহহি অফুরান। কোথায় অাছেন কেমন আছেন। মোবাইল নম্বরটা হারিয়েছেতো দিলে ভালো হতো। ভাল আছেন তো পরিবারের সবাই।
যেখানেই আছি, অতি কাছাকাছি। তবে ভালো আছি সবাই। নম্বরটি চুপি চুপি জেনে নিন : ০১৯২ ৪৭২৪ ০১১
মন্তব্য করুন