অনৈসলামিক স্ট্যাটাস - ১
ব্লগ বন্ধ এবং ব্লগার গ্রেফতারের প্রতি উত্তর
যে সব মাদ্রাসায় সহি ইসলাম চর্চা হয় না, মওদুদী ইসলাম চর্চা হয়, বিতর্কিত শরীয়া আইন ও ফতোয়া সম্পর্কে উৎসাহিত করা হয়, সেসব মাদ্রাসা বন্ধ করা উচিত। সেসব অনৈসলামিক শিক্ষক মাওলানাদের মোনাফেক বা মুরতাদ ঘোষণা করা উচিত। বাংলাদেশের প্রতিটি মাদ্রাসায়-মসজিদে মুক্তিযুদ্ধের পক্ষে সঠিক শিক্ষা দেয়া হয় কী না, তা দেখার জন্য শাহরিয়ার কবীর, মুনতাসীর মামুন, এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের ব্লগারদের নিয়ে দ্রুততম সময়ের মধ্যে একটি কমিটি করা হোক। কেননা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের করুণ ইতিহাস বলে, '৭১-এ প্রায় সব ইসলামী দলই পাকিস্তানী হানাদার বাহিনীর সমর্থনে ছিলো। এমনকি তারা পাকিস্তানী হানাদার বাহিনীর গণহত্যা এবং নারী ধর্ষণ প্রকারান্তরে যায়েজ মনে করেছিলো। তাছাড়া সম্প্রতি শহীদ মিনার ভাঙ্গা এবং জাতীয় পতাকা পোড়ানোর মত ঘটনাও ঘটেছে।
কোন মাদ্রাসা মওদুদী শিক্ষা দিলে, বিতর্কিত শরীয়া আইন ও ফতোয়া উৎসাহিত করা হলে এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষে শিক্ষা না দেয়ায় অভিযুক্ত হলে সেসব মাদ্রাসা দ্রুত বন্ধ করে দেয়া এবং সে সব মাদ্রাসার শিক্ষকদের হাতে হাতকড়া পড়িয়ে মিডিয়ায় চোর-গুন্ডা-সন্ত্রাসী মত করে দেখানো হোক।
ইসলামী শিক্ষার নামে ওইসব অভিযুক্ত অনৈসলামিক মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা বন্ধ হয়ে গেলে আমার আন্তরিক শোক ও সমবেদনা থাকবে।
না জায়েজ কথা বার্তা ।
নাউজুবিল্লাহ।
আল-হামদুলিল্লাহ্!!
হ
অ্যাঁ।
সরকার তো উলটো পথে
সেইজন্যই আমাদের দাবী-দাওয়াগুলো নিয়ে সোচ্চার হতে হবে, যেন সরকার সোজা পথে আসে।
সরকার তো উলটো পথে
এসব দাবী-দাওয়া উত্থাপন করলে, ইসলামের ভন্ড ধারকরা সঠিক পথে চলবে।
এসব বলে না ইয়া হাবিবি
ইয়া আল্লাহ্ তুমি তোমার দ্বীন রক্ষা করো। ইয়া হাবিবি, আমরা দ্বীনের জন্য কোরবান হতে রাজী আছি।
প্রতি উত্তর সঠিক হয়েছে, ১০০তে ১০০
মন্তব্য করুন