সময়ে সময়ে সময় ভেঙ্গে যেতে থাকে
ধবল গন্ধরাজ আমাকে যেদিন মোহিত করেছিল
শিপ্রার নীল স্কুল ড্রেসে তার ছাপ এঁকে দিচ্ছিল
আমি সুবাস নিতে চেয়েছিলাম তখন
সে না গন্ধরাজ না শিপ্রা – বুঝিনি
বহু বছর পর তার ত্রিমূর্তিতেও আমি মোহিত -
তার জলবৎ কথামালার 'পর ভাসমান পোকারা ছুটে
দিক-বিদিক দ্রুত
পদ্ম পাতার মুক্তোও হঠাৎ উঠে নড়ে
মূহুর্তের বিস্ফোরণে সময় পাখা মেলে
সময় থেকে পৌঁছি আমি অন্য আরেক সময়
বোধ থেকে পৌঁছি আমি অন্য আরেক বোধ
রক্তাভ দালিম দানাগুলো এক এক করে
উন্মুক্ত গ্রাসে যেই ছুট দিলো
অগত্যা আমার ডানা মেলে উড়তেই হলো
নিকষ আলোর পাপ
ফিনিক্স জন্মের বোধোদয় নয়
শরীরের মাঝে যদি জেগে যায় অশরীরী কিছু
তবে তো তারস্বরে চীৎকারও ক্ষয়ে যায়
আহ্ শব্দহীন এক আস্ফালন কেন যে ভেতর ভেতর জেগে উঠে
কান্নার সঘন তারস্বর ভেসে আসে না
আমার হৃদয়ের ডান বাম সম্মুখ পশ্চাৎ সব দেখেছি
দেখেছি বৈশাখী বারুদে জ্বলে উঠে আকাশ
নদীর বহমান জলে পাল তুলে বয় দূরের কিস্তি
লোহিত কণায় যদি সশব্দ আলিঙ্গন তোলে
দূর বাতাসের ধ্বনি
আমি তবে সাগরে দেবো ঝাঁপ অথবা
উঁচু অট্টালিকা থেকে নিজেকে ফেলে দেবো ছুঁড়ে
যতই করুক স্পর্শ
জমিয়ে রাখা শরীরে
আলোর নিকষ পাপ।
মন্তব্য করুন