ইউজার লগইন

ছবাই কেমন আচেন ?

।ছবাই কেমন আচেন ?
ছবার পেত্থমে ডেবুদা ও মডুদাকে নমস্কার জানাচ্চি। জিনিস টা খাসা হয়েচে দাদা। মাইরি বলচি। কেমন যেনো নিজের ঘর ঘর মনে হচ্চে।
আছা করি পরে ছবার ছাতে কতা হবে।

ও ডেবুদা, ও মডুদা ছময় করে আমার বাড়ীতে একবার বেড়িয়ে আছুন না। দুখান টোস্ট আর এক কাপ চা হয়ে যাবেক্ষন।

পোস্টটি ১৪ জন ব্লগার পছন্দ করেছেন

শাতিল's picture


আমি কিন্তুক কাচেই থাকি ;)
আমার দাওয়াত নাই কেনু? কেনু?

মাহবুব সুমন's picture


চলে আছুন না Cool কে মানা করেচে Tongue out

ছায়ার আলো's picture


ওয়েল্কাম :)

মেসবাহ য়াযাদ's picture


ভালো অাছেন কেমন, দাদা ?

পুচকিটা  কিরাম ?

একটু  জলদি ঈদ মোবারক...

স্বপ্নের ফেরীওয়ালা's picture


দাদা কি ডিচেম্বরে কুনু রেস্ট্রীয় সপরে যাউয়ার প্রস্তুটি নিচ্চেন নেকি? মাইরি বলচি...ভালুই প্রস্তুটি হচ্চে... :)

ঈড মুবারুক
~

নরাধম's picture


জিনিস টা খাসা হয়েচে দাদা। মাইরি বলচি।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.