ইউজার লগইন

আজিরা দিনপঞ্জী... ২০

জ্বরের ঘোরে কেমন যেন অনেকদিনের পুরনো একটা স্যাঁতস্যাঁতে মনখারাপ মনখারাপ ভাব টের পাচ্ছি। বাসায় কি কি যেন নিয়ে হাল্লা-গুল্লা হচ্ছে, আমি ঠিকই ডিসকানেক্টেড। কিছু বলতে বা করতে ইচ্ছাও করছে না। মাঝেমাঝে চিঠি লিখতে ইচ্ছা করে খুব, কিন্তু কেন ইচ্ছে করে সেইটাই মনে করতে পারিনা। অনেকদিনের সিগারেটখোর কেউ সিগারেট ছেড়ে দেবার পরেও যেমন হঠাৎ করে খামোকাই নেশার চাপে পড়ে যায় সেইরকমের কিছু হয়তো। কিংবা হয়তো অন্য কিছু চাইছি, নিজেও জানিনা কোনটা বা কি। পরশু বিকেলে জ্বরটা জেঁকে বসার পরে ইচ্ছে করছিলো হঠাৎ নেমে আসা বৃষ্টিতে রিকশায় চেপে একটাকা দামের প্লাস্টিকে মোড়ানো লাঠি আইসক্রিম কিনে ইস্কুল থেকে বাড়ি ফিরতে। রোববারের হরতালের খবরটা পাওয়ার পরে ভাবসিলাম আমার উইকএন্ড হোমে গিয়ে উঠবো, কিন্তু হারামজাদা জ্বরটা সব গুবলেট করে দিলো। আর আরামসে বসে বসে মুভি দেখার বদলে আমি দুইটারাত গোঙাতে গোঙাতে পার করলাম। জ্বরটা একটু কমার পরে এখন শুরু হইসে কাশি। কাশতে কাশতে নিজেরে অশীতিপর বৃদ্ধা মনে হইতেসে। আর জ্বর হইলে আমার মাথায় বিভিন্ন হাবিজাবি ঘুরঘুর করতে থাকে। গত দুদিনের হাবিজাবি পার হয়ে আজকে মাথায় ঢুকসে, ''ঘ্যাঙর, ঘ্যাঙর, ঘ্যাঙ... কাঁদছে কেন ব্যাং? কাঁকড়া নাকি ব্যাঙের পায়ে মেরেছে এক ল্যাং।''

কয়েকদিন আগে কুন্ডেরা পড়ে মাথার নাটবল্টু যেই কয়টা ঠিকঠাক ছিলো সেইগুলাও চিরতরে হারাইয়া গেসে। আমি যেরকম মানুষ তাতে করে ভাবলেশহীন চোখে দুনিয়া দেখে তাকে নিয়ে স্যাটায়ার করা সম্ভব হবার কথা না। কিন্তু আমি কেমন জানি পাল্টাই গেসি। অনেক বেশি যে পাল্টাইসি, সেইটা হঠাৎ হঠাৎ টের পাই, আর টের পাইয়া ভিরমি খাই। তারপরে মনে হয় ধ্যাত্তেরি নিজেরেই আর পছন্দ হইতেসে না। কিংবা কে জানে একমাত্র নিজেরেই মনে হয় পছন্দ করি। আর আশেপাশের সবকিছুকে অনেক দূরের কিছু মনে হয়। আজকে একজনের অনুবাদ পড়লাম, মুরাকামির তুষারমানব। ওইখানকার বর্ণনা পড়ার পরে মনে হইতেসিলো আমি এক হিমবাহের চূড়ার আটকাইয়া আছি, গ্লোবাল ওয়ার্মিং এর ঠেলার মাঝের সবকিছু গলে গলে যাইতেসে, আর আশেপাশের সবকিছু সেই স্রোতে ভাসতে ভাসতে কতো দূরে চলে যাইতেসে। হা হা হা! কল্পনাও কতো ভাবময়। কেন জানি অনেকদিন কোন গান শুনি নাই। সবার শেষ মন দিয়া শুনসিলাম এড্ডি'র 'ইন টু দ্য ওয়াইল্ড' এর সাউন্ডট্র্যাক। এরপরে আর কেন যে শুনি নাই জানিনা। আজকাল আমার বেশ বেহুদাই মনে হয় মানুষজন মনে হয় আমারে বেশি দেখতারেনা। মানে পছন্দ করেনা। এইরম ইমো মার্কা চিন্তা মাথায় কেন আসছে জানিনা, মনে হয় নিজেরেই নিজে দেখতে পারতাসিনা বইলা। ভাংগা রেকর্ডের মতো এইটাতে কেন আটকাইয়া যাইতেসি কে জানে? মাঝে মাঝে বুঝিনা এই দলাপাকানো মানুষটা কি আমি?

পোস্টটি ৯ জন ব্লগার পছন্দ করেছেন

লীনা দিলরুবা's picture


এই মেয়েটার এত মন খারাপ থাকে!
মন টা ভালো করেন দেখি Big smile এত কিছু ভাবেন ক্যান? হুম????

আনিকা's picture


আসলে মন খারাপ না হলে আমি কিছু লিখতে পারিনা। এইজন্যেই অনেকদিন পর পর মন খারাপের কথা নিয়া আসি। আমার ব্লগ পড়লে মনে হইতারে এই দুনিয়াতে আমার চেয়ে বিষন্ন কেউ নাই। আমি একটু চুপচাপ, বেকুব আর ভ্যাবলা কিসিমের ঠিকই... কিন্তু বেশিক্ষণ বিষন্ন থাকা আমারে দিয়া পোষায় না।

লীনা দিলরুবা's picture


Smile মজা পেলাম।

একটা আনন্দের ব্লগ লেখেন, দেখি আপনি বিষণ্নতা প্রকাশে যেমন দক্ষ আনন্দ প্রকাশে তেমন কি না।

আনিকা's picture


হি হি! আনন্দের কথা লিখবো ভাইবা লেখাটা কঠিন। আর আমি মনে হয় অনেক সাকসেস বা গোল ওরিয়েন্টেড মানুষ, তাই আনন্দের কথা লিখতে গেলে শোনাবে নিজের গর্বে আমার পা মাটিতে পড়েনা... তাই মনে হয় আনন্দের বেশিরভাগ কথা আমি আমার খুব কাছের কিছু মানুষজনের কাছেই আটকে রাখি... Smile

মীর's picture


আমিও এই রকম একটা কিছু সন্দেহ করসিলাম।

আনিকা's picture


আমারো তাই মনে হইসিলো... Wink

অতিথি's picture


Apnar Blog ti amar kache darun legeche.

আনিকা's picture


হি হি! নিদারুণ যে লাগে নাই, সেই ঢের... Wink

তানবীরা's picture


আমি পরিস্কার জানি যে আমারে কেউ দেখতে পারে না
আমি এটাতে অভ্যস্ত। কোন কষ্টও নেই Big smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

আনিকা's picture

নিজের সম্পর্কে

কি লিখবো জানিনা...