ইউজার লগইন

বিষয় - বিসিবি, পাইবাস ও সাহারা : কিছু কথকতা

বিসিবি।

আজকাল মাঝে মাঝেই মনে সন্দেহ জাগে,
এই শব্দটার অর্থ
'বাংলাদেশ ক্রিকেট বোর্ড' নাকি
'বাংলাদেশ কেয়ারলেস বোর্ড'?!

ক'দিন আগেই আর একটু হলেই,
লোটাস কামালের আজব খেয়ালের বলি হয়ে আজকালকার ক্রিকেট বিশ্বের জ্বলজ্যান্ত নরক পাকিস্তানে যেতে হত আমাদের টাইগার দের।
এই মহান ব্যাক্তির ব্যাক্তিগত স্বার্থসিদ্ধির জন্য কিছু পোলাপাইনের জীবনের ঝুঁকি নেওয়াটাই যুক্তিযুত হবে ভেবেছিল বিসিবি।
এই ভযংকার কাজটা যদিও আদালতের নির্দেশেই বন্ধ হয়,
এর নেপথ্য নায়ক যে আমাদের দেশের অগনিত সাধারন দর্শক - তা সবারই জানা।

গতকাল রিচার্ড পাইবাস কে দুই বছরের জন্য বাংলাদেশের ক্রিকেট কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি, যার সেরা সাফল্য হল দুই মেয়াদে পাকিস্তানের কোচ হওয়া।

জেমি সিডন্স আর স্টুয়ার্ট ল এর উত্তরসুরি হিসেবে এই নিয়োগ কতটুকু যুক্তিযুত হয়েছে তা সময়েই বোঝা যাবে, তবে আমার নিজের কাছে একদমই ভাল লাগছে না।

অনেকটা, বার্সেলোনা কে বার্সেলোনা করে তোলার কারিগর পেপ গার্দিওলার যায়গায় টিটো ভিলানোভার ব্যাপারটার মত লাগছে।

ভরসা পাচ্ছি না খুব একটা।
তবুও,
অনাগত দিনগুলোতে টাইগার দের জন্য রইল অসংখ্য শুভকামনা।

আমি বাংলাদেশের ক্রিকেটকে ভালবাসি, অসম্ভব রকম বেশি।

আর ভারত কে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ঘৃনা করি,
প্রতিবেশি দেশ ও একটি ক্রিকেট জাতি হিসেবে।
এর পিছনের সম্ভাব্য কারনগুলো আমাদের সবারই কমবেশি জানা আছে।
এই একটা দেশ এর কারনে আমরা এখন পর্যন্ত যে পরিমান আর্থিক ক্ষতি ও মানসিক অপমানের মুখোমুখি হয়েছি,
পৃথিবীর আর কোন দেশ এর ধারেকাছে যেতে পারবে বলে মনে হয়না।

গতকাল ভারতের সাহারা গ্রুপ বাংলাদেশ ক্রিকেট দলের অফিসিয়াল স্পন্সর হতে আগ্রহ প্রকাশ করেছে,
দিনকাল যেমন চলছে-
বিসিবি হয়তো রাজিও হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই।
খুব অস্থির লাগছে খবরটা কানে আসার পর থেকেই,
বুকে ভারতের সাহারা নাম নিয়ে মাঠে নামবে আমাদের টাইগার রা-
এমনটা ভাবতেই মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে।

জানি,
ক্রিকেট এখন কেবল মাঠের নয় অর্থনীতিরও খেলা। বিশ্বায়নের এই যুগে ঠুনকো আবেগের মূল্য বলতে গেলে কানাকড়িও নয়।

তবুও,
স্বপ্ন দেখি -
বিসিবির কর্তাব্যাক্তিদের মাঝে শুভবুদ্ধির উদয় হবে।
বন্ধুরূপি শত্রুর টাকার লোভে না পড়ে দেশের জন্য এগিয়ে আসা নিওয়ে গ্রুপ অথবা আমাদের ফ্যানাটিক স্পন্সর গ্রামীনফোনের আবেগটুকুকেই একটু বেশি মূল্য দিবে।

আর যদি এমনটা নাই হয়,
অর্থাত্‍ বিসিবি যদি ভারতের মতই বুকে সাহারা নিয়ে আমাদের টাইগার দের কপালে অসম্মানের তিলক দিতে চায়-

আবেগসর্বস্ব সাধারণ দর্শকের দল আমরা। পাকিস্তান ট্যুরের মত এই ভয়ংকর পরিকল্পনারও শেষ দেখে ছাড়ব।

এখনই ডাক দিয়ে রাখলাম।
হাতে হাত রেখে বাঁচিয়ে রাখবো বাংলার বাঘেদের গৌরবের গর্জন!

আশা রাখি, সাথেই থাকবেন সবাই!

জয়েতু টাইগার্স, যুগ যুগ জীয়ে।

পোস্টটি ৮ জন ব্লগার পছন্দ করেছেন

আরাফাত শান্ত's picture


বিসিবির কর্তা শ্রেনীর লোকজনের মোবাইল নাম্বার পাইলে আমারে জানায়েন। তাদের মতো বলদদের সাথে কথা কইবার অনেক ইচ্ছা আমার। আর শুভবুদ্ধি আর বিসিবি যোজন যোজন দূরে তাই আশা করা শুধুই মরিচীকা!

বিষণ্ণ বাউন্ডুলে's picture


তাদের ভাষা বোঝার আশা করাটাও ভুল! Confused Sad

তানবীরা's picture


সাহারা নামটা কিন্তু খারাপ না। আমারতো আজকাল এটাই প্রিয় নাম Tongue

বিষণ্ণ বাউন্ডুলে's picture


কেন আপু?
পরিবারে নতুন কারও হয়েছে নাকী?

নরাধম's picture


সাহারা সবচেয়ে বেশি টাকা দিচ্ছে, গ্রামীণের দ্বিগুন। সমস্যা কোথায়?

হাসান রায়হান's picture


সাহারার মালিক হিন্দু Cool

টুটুল's picture


হাহাপেফা

বিষণ্ণ বাউন্ডুলে's picture


তাতে কি আসে যায়?!

এই লেখা পড়ে কি এটাই মনে হয়েছে?! Confused

বিষণ্ণ বাউন্ডুলে's picture


সমস্যা হল,
গ্রামীন ভারতীয় কোম্পানী নয়। Stare

১০

টুটুল's picture


সাহারা এবং বাইপাস... দুইটাই পাইলেন Sad

পাইবাসের জন্য এত উচ্ছাসিত ক্যান বিসিবি? সাহারার বুঝলাম টাকা আছে... ভারতীয় ক্রিকেট বোর্ডের লগে ক্যাচাল লাগছে... কিন্তু বাইপাস?

১১

রায়েহাত শুভ's picture


বাইপাসে নাকি লোটা সাহেবের পেয়ারা ফাকিস্টাংয়ের কূচাছিলো?

১২

হাসান রায়হান's picture


সো হোয়াট, পাকিস্তানের কোচ থাকলে কেউ বাংলাদেশের কোচ হতে পারবেনা!!!! ?

১৩

বিষণ্ণ বাউন্ডুলে's picture


হতেই পারে।

কিন্তু, সেক্ষেত্রে তার পাকিস্তান কোচ থাকাকালীন সময়ে উল্রেখ্যযোগ্য কোন অর্জন থাকতে হবে।

দুই দফায় পাকিস্তানের কোচ হতে পারার সাফল্যের জন্য তাকে নিয়োগ দেওয়াটা ক্যাম্নে কি?!!

১৪

রায়েহাত শুভ's picture


আমি কি সেইটা কইছি? আমি উচ্ছাসের আভেগ ডি ধরণের টেরাই দিসি, হৈলে হইসে, নাইলে না Crazy

১৫

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Tongue

১৬

বিষণ্ণ বাউন্ডুলে's picture


সেটাই..বিশাল সফলতা!

১৭

বিষণ্ণ বাউন্ডুলে's picture


হ..দাদারা বেজার হয়ে গেলে আর ক্রিকেট খেলে কি হপে?! Stare

বিসিবির বাইপাস তত্বের পেছনের ফর্মুলা জানতে মন চায়! Tongue

১৮

বিষাক্ত মানুষ's picture


বিরাট ষড়যন্ত্র দেখা যাইতাছে !!!

১৯

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Stare

২০

মেসবাহ য়াযাদ's picture


আমগো দেশে এত এত বড় কোম্পানি আছে। শালারা করে কী ? স্পন্সর হৈতে পারেনা ? কোটি কোটি টাকা রাজনৈতিক দলগুলোরে ডোনেশন দেয় প্রতিবছর... ট্যাক্স ফাঁকি দেয়... এই সুযোগটা নিছে সাহারা...
মারাগগে... বিসিবি... লোটা কামাইল্যা... সারা দেশের মইধ্যেই ক্যাচাল... ক্রিকেট বাদ যাইবো ক্যান ?

২১

বিষণ্ণ বাউন্ডুলে's picture


টিপ সই Stare Sad

২২

শওকত মাসুম's picture


সাহারা জমি পাবে না একটুও, স্পন্সরের টাকা পুরোটাই তাগো লস হইবো বইলা মনে হইতাছে।

২৩

স্বপ্নের ফেরীওয়ালা's picture


এই ধরনের প্রজেক্ট করার কয়েক বছর আগে থেকেই সাধারণতঃ বেনামে প্রচুর জমি কিনে রাখা হয় (উদাহরণ - ডিসনিল্যান্ড) ...সাহারারও সেই রকম কিছু করার কথা Smile

এক সাহারা'র যন্ত্রনাতেই অস্থির এইবার জুটেছে আরেক সাহারা Wink

~

২৪

মেসবাহ য়াযাদ's picture


এক সাহারা'র যন্ত্রনাতেই অস্থির এইবার জুটেছে আরেক সাহারা

কমেন্টস অব দ্য ডে। সুপার লাইক Big smile

২৫

বিষণ্ণ বাউন্ডুলে's picture


হ.. টিপ সই

২৬

বিষণ্ণ বাউন্ডুলে's picture


দুর্দান্ত বলছেন, ভাই। Big smile Big smile Big smile

২৭

মেসবাহ য়াযাদ's picture


আপনার ধারনাই যেনো সত্যি হয়...

২৮

বিষণ্ণ বাউন্ডুলে's picture


এমনটাই যেন হয়, এই কামনাই করি।

২৯

জ্যোতি's picture


সাহারা ভালু পাই আমরা Tongue

৩০

বিষণ্ণ বাউন্ডুলে's picture


কুন সাহারা?! Wink

৩১

নাঈম's picture


জয় হিন্দ!!!

৩২

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Stare Puzzled Sad

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

বিষণ্ণ বাউন্ডুলে's picture

নিজের সম্পর্কে

i love being my bro's bro..!

কী আর বলব..?

বলতে গেলে লাইফের তিন ভাগের এক ভাগ শেষ অথচ এখনো নিজের কাছেই নিজেকে অচেনা লাগে..!!

মাঝে মাঝে নিজেকে দুঃখবিলাসী মনে হয় আবার অকারন স্বপ্ন দেখতে-ও ভুল হয়না..নিজে হাসিখুশি থেকে অন্যদের হাসিখুশি রাখতে পছন্দ করি..ভাবি বড় হয়ে গেছি আবার কাজে কর্মে ছোট ছোট ভাব টা এখনো ঝেড়ে ফেলতে পারিনা..বেশ অভিমানী আর জিদ্দি but i love havin fun in anythin..লাইফে এক্সামগুলোর দরকার টা কী ভেবে পাইনা..ভালোবাসি গল্পের বই পড়তে,গান শুনে সময় কাটাতে আর কিছু কিছু সময় নিজের মত থাকতে..

আর কি বলব..?!

...here i am!!