ইউজার লগইন

আমরা তোমাদের কাঁটা ঘায়ে নুনের ছিটা দিবো না... হাকু না মা তাতা

গত ২৪ ঘন্টা মুখে কুলুপ এঁটে বসেছিলাম, আর্জেন্টিনাইনরা যা খুশি তাই বলে গেছে... একটা টু শব্দ করি নাই... এই ক্ষণটির অপেক্ষায় ধৈর্য্য ধরে বসে ছিলাম। চুপ করে বসে বসে খালি খেলাটা দেখলাম। গুনে গুনে চারটা গোল দেখলাম।
ভাবছিলাম এবার ফাটায়া ফেলবো, যারা যারা বিদ্রুপ করছে গত ২৪ ঘন্টায় তাদের দেখে নিবো...

কিন্তু থাউক... ছেড়ে দিলাম। বেচারারা...

তবে এটুকু না বলে পারছি না মোটে... জার্মানি তো আর্জেন্টিনারে পুরাই পাড়া মহল্লার টিম বানায়া ফেললো। এতো অনায়াস জয়!!!

গ্রুপ পর্বে যদি আইভরি কোস্ট পর্তুগালের লগে খেলতে হইতো, তাইলে তো মনে হয় দ্বিতীয় রাউন্ডেই উঠতে পারতো না আকাশী নীল জার্সিধারীরা...

যাহোক... আসেন মাসুম ভাই, আসেন লীনা আপা... ব্যাপার না...

পোস্টটি ১৯ জন ব্লগার পছন্দ করেছেন

আরিফ জেবতিক's picture


আর্জেন্টিনা কোন দল? ওহ, বুঝছি। আপনি হারজেনটিনার কথা বলছেন। Smile

হ, ব্যাপার না। ৪ খাইছে তো কী হইছে, এক ডজন থাইকা তো ৮টা কম আছে।

শাপলা's picture


সেই ওরা খেলার জবাব খেলাতেই পেয়ে গেছে। আর কিছু বলার দরকার নেই।

সাঈদ's picture


ব্যাপার না লীনা'পা , মাসুম ভাই, ইয়াযাদ ভাই , পাড়া মহল্লার টিমের এরকম হারতে দেখছি অনেক ।

শাপলা's picture


হাকুনা মাটাটা আমার খুব পছন্দের ডায়ালগ। বলতে ভুলে গেছিলাম।

রাসেল আশরাফ's picture


যাহোক... আসেন মাসুম ভাই, আসেন লীনা আপা... ব্যাপার না..

আমরা আমরাই তো.।.।.।। Wink Wink Wink Wink Wink

মীর's picture


বড়ই মজা। নজরুল ভাইয়ের পুস্ট মারাত্মক হইসে। কালকে লীনা আপুর পুস্টও মারাত্মক হইসিলো।

রাসেল আশরাফ's picture


সব চক্রান্ত।সরকারী দলের চক্রান্ত।

এই জন্য কাল সকাল সন্ধ্যা হরতাল

সাঈদ's picture


হরতালে পূর্ণ সমর্থন দিলাম ।

সাহাদাত উদরাজী's picture


বাহ বাহ বাহ.।।।

১০

মুকুল's picture


অফসাইডে গোল দিতে না দেয়ায় দিক্কার!
হাত দিয়া গোল দিতে না দেয়ায় দিক্কার!

১১

রাসেল আশরাফ's picture


ওই জন্যতো কাল হরতাল

১২

বোহেমিয়ান's picture


কাইন্দেন না! Wink
মরিচ ও না নুন ও না!! Wink

১৩

টুটুল's picture


শোকের ব্যানার চাই Broken Heart

১৪

টুটুল's picture


বিষয়টা যতটা হারছে তার চাইতে বেশী হইলো কালকে আমাদের যা তা ভাবে পচাইছে... হায় দিন ঘুরলো না... তাদের ছোড়া তীর তাদের বুকেই..
আমরা আমাদের বন্ধুদের কষ্টিত Smile

১৫

নজরুল ইসলাম's picture


কালকে মনে মনে খালি একটা কথাই কইছিলাম... 'এক মাঘে শীত যায় না'

১৬

নজরুল ইসলাম's picture


মডুরা এখনো ব্যানার সরায় না ক্যান? আর্জেন্টিনার পতাকা তো আর শীরোধার্য করা যাইতেছে না...

১৭

রাসেল আশরাফ's picture


চোখ জলতেছে.।.।.।।

মডু কই????????//

হেই ব্যাডাও কি হারজেন্টিনা নাকি?

১৮

টুটুল's picture


মডু আমারে ধমক দিছে Sad ... তার বিয়াফক মন খ্রাপ Sad ...

১৯

নজরুল ইসলাম's picture


থাউক, তাইলে মাফ করে দেন... বেচারা...

২০

রাসেল আশরাফ's picture


দেইখেন আবার সুসাইড না খায়।। Crazy Crazy Crazy Crazy Crazy

২১

রন's picture


শুরু হইসে আবার Crazy কালকে ব্রাজিল হারার পরে পোস্ট নামসিল ২টা আর আজকে আরজেন্টিনা হারার পরে নামল ৪টা, টাও আবার কয়েক মিনিটের মইদ্ধে Crazy আর কয় আমরা বলে ফালাই Crazy

২২

শাওন৩৫০৪'s picture


দুইদল প্রচুর খারাপ খেল্লেও, তাদের সমর্থকরা ব্যাপক অফেন্সিভ খেল্লো, প্রথমার্ধে আর্জি রা আগইয়া থাকলেও, ২য়ার্ধে ব্রাজিল আগাইয়া গেলো---

এই পরিপ্রেক্ষিতে আমার মনে পৈড়া গেলো পয়লা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা আর উরুগুয়ের কথা, সেকি উত্তেনা নিয়া খেলা দেখছিলাম না। সেই খেলায় দলগুলা নিজেদের বল নিয়া খেলতো। টসে জিতায় আর্জেন্টিনা প্রথমার্ধে নিজেদের বল নিয়া খেইলা ২ গোল দিয়া দিলো, কিন্তু ২য়ার্ধে উরুগুয়ে নিজেদের হালকা বল পাইয়া গোল দিলো ৪ টা।
ফলাফল
উরুগুয়ে ৪ - আর্জেন্টিনা ২
আইজাক আর্জেন্টিনা এখনো বৈসা রৈছে কেন? অফেন্সে আগাইয়া আসুক--খেলা আরো কয়দিন চলুক।

(এইডা একটা ক্যাচাল লাগানির কমেন্টের ট্রাই Crazy Crazy Crazy )

২৩

স্বপ্নের ফেরীওয়ালা's picture


আফসুস...আমি হারজেন্টিনার কুচিং দিলেও চাইর গুল খাইত্তো না

মারাদোনা তো ব্যাকার ... তারে নাজুর নাটকে একটা পার্ট দেয়া যাইতে পারে ... সে অভিনয় আর ক্রন্দন দুইটাই ভালা করিপে ... কনফার্ম

~

২৪

রাফি's picture


ছিঃ এই ভাবে কেউ হারে?
একটা, দুইটা... চারটা হলে
হালি বলে তারে...
ছিঃ এইভাবে কেউ হারে? Tongue Tongue

২৫

শওকত মাসুম's picture


আমার নামটা এতো নীচে দিলেন কেন? উপরে নামটা দিয়া উৎস্বর্গ করলেই পারতেন! Tongue

২৬

স্বপ্নের ফেরীওয়ালা's picture


চাইর গুলের নিচে নামটা চাঁপা পড়িয়া গিয়াছিলো... বোধহয়... Smile

~

২৭

তানবীরা's picture


হাকু না মা তাতা Big smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.