যুদ্ধাপরাধীদের বিচার চাই...
http://www.dailysangram.net/news_details.php?news_id=21571
সকালে ঘুম থেকে উঠেই এই লিঙ্কটা পেলাম। পড়ে মেজাজ প্রচণ্ড গরম হয়ে গেলো। মিথ্যার কি সীমা নাই কোনো? নাকি থাকতে নেই? বুদ্ধিজীবীদেরকে কারা বাড়ি বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিলো তার প্রত্যক্ষ সাক্ষী আছে। তবু!!!
http://www.youtube.com/watch?v=tJD-hhYOyqU
আর এই লিঙ্কে গিয়ে সাঈদীর প্রলাপ শুনে স্রেফ হাসিই পেলো... তাছাড়া আর উপায় নাই...
আজকের জনকণ্ঠে দেখলাম নিজামী ঘোষণা দিছে যুদ্ধাপরাধীর বিচারের মতো একটা মীমাংসিত বিষয় নিয়া সরকার বাড়াবাড়ি করলে তারা রাজপথে এর জবাব দেবে।
মারহাবা মারহাবা...
রাজপথ কারো বাপ দাদার সম্পত্তি না। রাজপথ আমাদের। অনেক রক্তের বিনিময়ে অর্জিত এই রাজপথ। বেজন্মাদের দখলে যেতে পারে না।
যুদ্ধাপরাধীর বিষয়টা আসলেই মীমাংসিত। এই ১৫ কোটি মানুষ জানে কারা যুদ্ধাপরাধী। যেমন তারা জানে আকাশে ঐ জ্বলন্ত বস্তুটা চাঁদ, রুটি না।
এখানে বাড়াবাড়ির কিছু নাই। খাস দিলে শুধু একটা কথাই কইতে চাই... যুদ্ধাপরাধীদের বিচার চাই... (এ আর কোনো রাস্তা নাই।
সংগ্রামের লেখাটা পড়ে আমি পুরা পাজলড। বুঝি না কিছুই
বস... এগুলো হলো মানুষদের কনফিউজড করার তরিকা... সুদুর প্রসারি পরিকল্পনা করে জামাতিরা মাঠে নামে... ওদের এইসব লেখালেখি পাগলের প্রলাপ বলে ইগনোর করি আমরা সবসময় এবং এটাই তারা চায় ... একদিন... দুইদিন... এমন করে অনেক অনেক দিন এরম প্রোপাগাণ্ডা চালায়... নতুন প্রজন্ম ভুল ম্যাসেজ পায় কনটিনিউ... হয় বিভ্রান্ত ... এটাই জামাতিগো তরিকা...
ইগনোর নয় ... চাই প্রতিরোধ...
জরুরী ভিত্তিতে আমাদের সকলের যে কাজটা করা প্রয়োজন... নিজ নিজ বাড়ির সকল সদস্যদের সাথে এইসব বিষয় নিয়ে আলোচনা করা... তাদের মধ্যে বিভ্রান্তি থাকলে দুর করা ... আশে পাশের মানুষদের সচেতন করা... জামাতের প্রোপাগাণ্ডা সম্পর্কে সচেতনতা তৈরী করা ...
তাদের ইগনোর করার করণে কি হয়েছে?
"স্বাধীনতার এত বছর পর স্বাধীনতার পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তি বলে দেশকে বিভক্ত করা হয়েছে" এমন কথা আজ শুনতে হয় :(
খাস দিলে শুধু একটা কথাই কইতে চাই... যুদ্ধাপরাধীদের বিচার চাই
খাস দিলে শুধু একটা কথাই কইতে চাই... যুদ্ধাপরাধীদের বিচার চাই
খাস দিলে শুধু একটা কথাই কইতে চাই... যুদ্ধাপরাধীদের বিচার চাই
যুদ্ধাপরাধীদের বিচার চাই । কোন আপষ নাই।
যুদ্ধাপরাধীদের বিচার চাই
এখানে বাড়াবাড়ির কিছু নাই। খাস দিলে শুধু একটা কথাই কইতে চাই... যুদ্ধাপরাধীদের বিচার চাই... (এ আর কোনো রাস্তা নাই।
মন্তব্য করুন