ইউজার লগইন

যুদ্ধাপরাধীদের বিচার চাই...

http://www.dailysangram.net/news_details.php?news_id=21571
সকালে ঘুম থেকে উঠেই এই লিঙ্কটা পেলাম। পড়ে মেজাজ প্রচণ্ড গরম হয়ে গেলো। মিথ্যার কি সীমা নাই কোনো? নাকি থাকতে নেই? বুদ্ধিজীবীদেরকে কারা বাড়ি বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিলো তার প্রত্যক্ষ সাক্ষী আছে। তবু!!!

http://www.youtube.com/watch?v=tJD-hhYOyqU
আর এই লিঙ্কে গিয়ে সাঈদীর প্রলাপ শুনে স্রেফ হাসিই পেলো... তাছাড়া আর উপায় নাই...

আজকের জনকণ্ঠে দেখলাম নিজামী ঘোষণা দিছে যুদ্ধাপরাধীর বিচারের মতো একটা মীমাংসিত বিষয় নিয়া সরকার বাড়াবাড়ি করলে তারা রাজপথে এর জবাব দেবে।
মারহাবা মারহাবা...
রাজপথ কারো বাপ দাদার সম্পত্তি না। রাজপথ আমাদের। অনেক রক্তের বিনিময়ে অর্জিত এই রাজপথ। বেজন্মাদের দখলে যেতে পারে না।
যুদ্ধাপরাধীর বিষয়টা আসলেই মীমাংসিত। এই ১৫ কোটি মানুষ জানে কারা যুদ্ধাপরাধী। যেমন তারা জানে আকাশে ঐ জ্বলন্ত বস্তুটা চাঁদ, রুটি না।
এখানে বাড়াবাড়ির কিছু নাই। খাস দিলে শুধু একটা কথাই কইতে চাই... যুদ্ধাপরাধীদের বিচার চাই... (এ আর কোনো রাস্তা নাই।

পোস্টটি ৮ জন ব্লগার পছন্দ করেছেন

তানবীরা's picture


সংগ্রামের লেখাটা পড়ে আমি পুরা পাজলড। বুঝি না কিছুই

টুটুল's picture


বস... এগুলো হলো মানুষদের কনফিউজড করার তরিকা... সুদুর প্রসারি পরিকল্পনা করে জামাতিরা মাঠে নামে... ওদের এইসব লেখালেখি পাগলের প্রলাপ বলে ইগনোর করি আমরা সবসময় এবং এটাই তারা চায় ... একদিন... দুইদিন... এমন করে অনেক অনেক দিন এরম প্রোপাগাণ্ডা চালায়... নতুন প্রজন্ম ভুল ম্যাসেজ পায় কনটিনিউ... হয় বিভ্রান্ত ... এটাই জামাতিগো তরিকা...

ইগনোর নয় ... চাই প্রতিরোধ...
জরুরী ভিত্তিতে আমাদের সকলের যে কাজটা করা প্রয়োজন... নিজ নিজ বাড়ির সকল সদস্যদের সাথে এইসব বিষয় নিয়ে আলোচনা করা... তাদের মধ্যে বিভ্রান্তি থাকলে দুর করা ... আশে পাশের মানুষদের সচেতন করা... জামাতের প্রোপাগাণ্ডা সম্পর্কে সচেতনতা তৈরী করা ...

তাদের ইগনোর করার করণে কি হয়েছে?
"স্বাধীনতার এত বছর পর স্বাধীনতার পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তি বলে দেশকে বিভক্ত করা হয়েছে" এমন কথা আজ শুনতে হয় :(

সোহেল কাজী's picture


খাস দিলে শুধু একটা কথাই কইতে চাই... যুদ্ধাপরাধীদের বিচার চাই th

রন's picture


খাস দিলে শুধু একটা কথাই কইতে চাই... যুদ্ধাপরাধীদের বিচার চাই

জ্যোতি's picture


খাস দিলে শুধু একটা কথাই কইতে চাই... যুদ্ধাপরাধীদের বিচার চাই

সাঈদ's picture


যুদ্ধাপরাধীদের বিচার চাই । কোন আপষ নাই।

লোকেন বোস's picture


যুদ্ধাপরাধীদের বিচার চাই

শাওন৩৫০৪'s picture


এখানে বাড়াবাড়ির কিছু নাই। খাস দিলে শুধু একটা কথাই কইতে চাই... যুদ্ধাপরাধীদের বিচার চাই... (এ আর কোনো রাস্তা নাই।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.