শুধু তুমি চলে যাবে আমি স্বপ্নেও ভাবিনি
আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টির ছবি এঁকেছি
আমি রোদে পুড়ে ঘুরে ঘুরে অনেক কেঁদেছি,
আমার আকাশ কুসুম স্বপ্ন দেখার খেলা থামেনি
শুধু তুমি চলে যাবে আমি স্বপ্নেও ভাবিনি।
গানটা যতোবার শুনি ততোবারই আমার সেই ছোট্ট বাসাটার কথা মনে পড়ে। যেখানে আছে একটা বেডরুম সাথে এ্যটাচড বাথরুম। ইটের সোফায় ঘেরা ইয়া বিশাল সবুজ ড্রয়িংরুম, তার সাথে লাগোয়া টানা বারান্দা। আর আছে একটা কিচেন, যেখানে অর্ডার করা মাত্রই চা, নাস্তা এবং পানি চলে আসে। গল্প না, সত্যি! সেই বাসাটায় আমার প্রতিবেশী হিসেবে আছে একজোড়া কাঠবিড়ালী আর শালিকের পরিবার। এখন ওরা কেমন আছে কে জানে? শেষবার যখন দেখেছিলাম তখনতো বেশ ভালোই ছিল। আমাকে কি ওরা মিস করে? আমার সেই প্রিয় বাসাটায় বহুদিন যাওয়া হয়না। ওখানে যে আমার অনেকগুলো দিন কেটেছে। দুপুরে ভাত খাওয়ার পর ছায়াময় বেডরুমটায় বসে আমি আলস্যভঙ্গিতে গল্প করতাম। কত কিছু নিয়ে যে গল্প, কত রাজ্যের চিন্তা! বিকেলে কোন বন্ধু দেখা করতে চাইলে চলে আসতে বলতাম আমার বাসায়। সন্ধ্যা পর্যন্ত চলতো ড্রয়িংরুমে বসে ধুমায়ে আড্ডা আর খাওয়া-দাওয়া। সন্ধ্যা হলে একটা রিকশা করে ফিরে যাওয়া এবং পরেরদিন সকালেই আবার বাসায় গিয়ে ওঠা। এই ছিল আমার জীবন। এই বাসাটাতেই কাঠ ফাটা রোদে পুড়ে আমি কালো হয়েছি আবার ঝমঝম বৃষ্টিতে ভিজে নেয়ে একাকার হয়েছি। আমারই সামনে প্রচন্ড মেঘে চোখের নিমিষেই কালো হয়ে যেত চারিদিক। তীব্র বাতাসে ভেঙ্গে পড়তে চাইতো সবকিছু। আর আমি একটুকু না সরে ওদের সব সৌন্দর্য্য উপভোগ করতাম। এখন ওরা আমাকে প্রতিনিয়ত ডাকে স্বপ্নে, জাগরণে। আমিতো কখনোই তোমাকে ছাড়া আর কারো সাথে সময় কাটিয়ে আনন্দ পাইনা। তুমি কেন আমাকে ছাড়া এতো খুশী থাকো? তুমি কেন আমি না থাকলে এতো আনন্দ পাও?
এই গানটা শুনলে আমার চিলেকোঠার একটা ঘরের কথা মনে হয়। খাঁ খাঁ দুপুর দিয়ে শুরু হয় গানটা, তারপর মেঘ করে...
আর আমার অনেক প্রিয় একটা গান।

সেই এইচএসসি থেকে এই গানটা শুনি। তখনও যেমন ফিলিংস হ'তো গানটা শুনলে, এখনও ঠিক একই ফিল পাই...
আমি জানিনা ওরা আপনাকে মিস করে কিনা । কিন্তু আমি প্রচন্ড মিস করেছি আপনাকে । আমার ১ম লেখায় আপনার মন্তব্য পেয়েছিলাম, পরের লেখা গুলোতে নাই । খুবই মিস করেছি । ভাল থাকবেন ।
দাড়াঁন আপ্নের সবকয়টা লেখায় অতিশিঘ্রি কমেন্ট করতেসি। তখন আমার কমেন্টের জ্বালা যন্ত্রনায় আপনি আর কূল-কিনারা খুইঁজা পাবেননা।
চারটে দেয়াল মানেই নয়তো ঘর । তবু ঘরকাতর মন একপেশে হয়ে থাকে এক কোনায় । গান শোনে শব্দহীন নিস্তরঙ্গ সুরে ।
ভালো লাগল । প্রিয় আপনার মিসিং জিনিসগুলা জলদি ফিরে আসুক এই প্রত্যাশায় ।
থ্যাঙ্ক ইউ।
আমি অনেক হেরে গিয়েও হারটা স্বীকার করি নি
শুধু তোমায় হারাবো আমি স্বপ্নেও ভাবিনি।
হারাবেন কেন? এই যে আমি আবার আসছি
হাহাহাহা
বাসা কি গেলো নাকি তুমি কোথাও চলে গেছো? বিষয়টা ক্লিয়ার করো
বিষয়টা আমি ইচ্ছা করেই ক্লিয়ার করিনি। আমার মনে হয় কিছু কিছু জিনিস আনসল্ভড থাকাই ভালো।
অনেক দিনের পর,
আপনাকে দেখে খুব ভাল্লাগ্ল প্রিয় প্রিয় আপু!
লেখার সাথে গান বা গানের সাথে লেখাটা দারুণ মিলে গিয়েছে!ভাল লাগল।
আপনার জন্য একরাশ
গানটা জোস
হুম।
আমার ঘরটা চিলেকোঠা
তাই !?!
কিছুই হারাতে চাই না। এমনকি সময়টাও না। কিন্তু............
কিন্তু সবই একদিন হারিয়ে যায়।
কেন ?
কি জানি কেন ?
আমি আশাবাদী মানুষ, কেউ যাবে তবেই না নতুন সেই জায়গায় আসবে।সময় চলে যায় বৃষ্টিও থেমে যায়।
যে যাবার সে যাবেই-- যে চলে যায় সে কোন দিনও তোমার ছিল না।
সেটাই ।
চলে যাবার পরেই বোঝা যায় সে আমর নয়। যদি আগেই বোঝা যেত।
ও আপু ও আপু, তুমি কুথায়?!
আপনাকে অনেক মিসাই, প্রিয় প্রিয় আপু!
মন্তব্য করুন