জমিতে ধরে লাঙ্গল
কয়েকটা কাক উড়ে গেলে কারো কিছু হয় না
হয় না কোন নিকষ কালো আঁধার
বস্তিতে বসে বসে যখন তসবী গোণে বুড়ি
ওঃ তাকে অশরীরী লাগে এক
সে এক বুড়ি, শনের মত চুল
পরণে শ্বেতম্বরী থান
যখন কলের তলে কলসিতে পানি ভরতে থাকে মইত্যার মা
পাশ দিয়ে রাস্তায় হেঁটে যেতে যেতে
কাশেম বৌয়ের সুঠাম উদোম শরীর দিকে
তাকায় সম্ভ্রম ভরে রহম মাষ্টার -
মাষ্টারই সে জানে
মতির মার ফুরসত কই তাকাবার, কোন এক দিকে শুধু একটিবার -
বুড়ি তসবী গুণেই চলে
তার পিচ্চি নাতি বাইরে উদোম ন্যাংটো
কাশেম মুখোমুখি দাঁড়ালে অনতিদূরে তার সন্তান -
বিঘা বিঘা জমি একর পর একর প্রান্তর বিস্তীর্ণ বিশাল, কাশেম
কোপাতে থাকে, কোপাতে থাকে জমি ক্ষিপ্রহাতে ধরে সে লাঙ্গল।
অন্যরকম। ভাল্লাগছে।
ধন্যবাদ আপনাকে
মন্তব্য করুন