ইউজার লগইন

চকলেটের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ

আইজকা বিকাল বেলায় নগরীর জিইসি মোড়ের কাছেই কিছু পরিচিত-অপরিচিত মানুষ(সাকূল্যে সাড়ে তের জন) সহ বইসা কিছু চকলেট খাইছি আর কিছু পকেটে কইরা চামে বাসায় নিয়া আইছি। Wink Wink Wink Wink

আল্লাগো, এই রকম আরো চকলেট খাইতাম, মন চায়...
খুব মজা লাগ্‌ছে।
শুজুর আলহাম্‌দুলিল্লাহ্‌...

কর্তৃপক্ষের জয় হোক....।

পোষ্ট শ্যাষ....।

Big smile Big smile Big smile

পোস্টটি ১১ জন ব্লগার পছন্দ করেছেন

সাঈদ's picture


আড্ডা দেওন good for health.

তায়েফ আহমাদ's picture


ঠিক কৈছেন.। Big smile Big smile
Being an আড্ডাবাজ is not a crime....

মুক্ত বয়ান's picture


হা হা হা!!
এইটা দেখি বাফড়িয় স্টাইলে পোস্ট লেখলেন... Wink

তায়েফ আহমাদ's picture


বাফড়া কে?? Crazy Crazy
চিনি না!Wink Wink
তিনি কি আইজকাল আমার স্টাইল নকল করতেছেন! Big smile Big smile

অদ্রোহ's picture


তায়েফ ভাই,সামলায়া খান। এমনিতেই আপনে আবার 'অতি' স্বাস্হ্যবান Wink

তায়েফ আহমাদ's picture


আজ্‌কাল কা লাড়কা, বড়ী বেতমিজ আউর বেয়াদ্দফ্‌ হোতা হ্যায়! মুরুব্বী লোগ কো নেহী মান্‌তা হ্যায়!! Sad( Sad(

তারার হাসি's picture


কি হল এটা ? আমি কত কষ্ট করে ভদ্র থাকার চেষ্টা করে একটা চকলেটেও হাত লাগাই নাই........ আর তুমি কিনা চুরি !!!!!
তাইতো বলি আমার ব্যাগের কিছু জিনিষ হাওয়া কেন ????

তায়েফ আহমাদ's picture


চুরির অপবাদ দেয়ায় তীব্র প্রতিবাদ। Tongue Tongue
আল্লাহর কীরা কৈতেছি, ম্যাডাম! Laughing out loud আমি আপ্নের ব্যাগের দিকে চোখ
পর্যন্ত দিই নাই, হাত দেয়া তো দুরের কথা...। Big smile Big smile

আরাফাত শান্ত's picture


ইশশ ঢাকা থেকে আসতে পারলে দারুন হইতো!
চকলেটের স্বাদ থেকে বন্চিত হইলাম:(

১০

তায়েফ আহমাদ's picture


দুস্ক....Sad

১১

নুশেরা's picture


শুধু কি চকোলেট? ফ্রেঞ্চ ফ্রাই, দু্ই পদের ফুচকা (দই আর ঝাল), লাচ্ছি কিছুতেই মাশাল্লাহ্ তায়েফের অরুচি নাই Big smile

১২

তায়েফ আহমাদ's picture


দ্যাখেন বইন, এইভাবে পঁচানী ঠিক না! Sad( কাইন্দা দিমু কৈলাম!
চকলেটে আমার কুনোকালেই অরুচি নাই! Big smile
তারপরে, ফ্রেন্স ফাই খাইলাম আপ্নে বলার পর! Laughing out loud
লাচ্ছি খাইলাম, এই গরমে ঠান্ডা কিছু একটা খাওন দর্কার, সেই জইন্য।
লাস্টে আমি ঝাল খাইতে পারি কওনের পরেও আপ্নে ফুচ্‌কা খাইতে জোর কর্লেন। খাইয়া এমন ঝাল লাগল যে কী কমু!! হাতের কাছে পানি নাই, কারবালা সিচুয়েশন। Cool Cool তাই, দই-ফুচ্‌কাটাও একটু চাইখা দ্যাখলাম। ভালই মিষ্টি আছিল! Party Party
আর তাছাড়া, আমি মাতৃভক্ত পুলা। আম্মায় কৈছে খাওন-দাওন নষ্ট করন ঠিক না! আল্লাহ গুনাহ দেয়..। Glasses Glasses

এইবার কন, আমার কী দুষ??!!

১৩

মুকুল's picture


দিক্কার ! Crazy

১৪

তায়েফ আহমাদ's picture


আঙুর ফল টক..।

১৫

শওকত মাসুম's picture


ধিক্কার

১৬

তায়েফ আহমাদ's picture


গ্র্যাপ্স্‌ আর সো-র্‌..।
Crazy Crazy

১৭

নীড় সন্ধানী's picture


শুধু চকোলেট??? Cool Cool

১৮

তায়েফ আহমাদ's picture


বাকি গুলান একটু লিকুইড কিসিমের আছিলো, পকেটে কইরা আনার সুযোগ ছিল না।
ব্যাগের মইধ্যে ল্যাপ্পীটা না থাকলে সেই চেষ্টাও বাদ যাইতো না!
আর হ্যাঁ....অনেক ভালুবাসাও নিয়া আইছি বুকের ভিতরে...। Smile Smile Smile

১৯

শাওন৩৫০৪'s picture


চকলেট কি দেশি না বিদেশি?
বিদেশি হৈলে আমাগো ভাগ কৈ?
বাদ, চকলেট খাইলে দাঁতে পোকা হয়---অমানুষিক পোষ্ট-----

২০

একলব্যের পুনর্জন্ম's picture


শুজুর আলহাম্‌দুলিল্লাহ্‌...

এই কথাটার মানে কি তায়েফ ভাই ? চকলেট বেশি খাইলে কি হয় দেখেন Laughing out loud

২১

তায়েফ আহমাদ's picture


আমার কী দুষ!!
চকলেটগুলা খুব স্টিকি আছিলো!!
কাকের 'ক' -এর জায়গায় বর্গীয় 'জ' আইসা পড়ছে....
SmileSmileSmile

২২

জ্যোতি's picture


কর্তৃপক্ষরে কেউ চিনলে একটু বইলেন। বাঁশ ডলা দেওনের ব্যবস্থা করতে হবে।আমরা যে মাঠে ঘাটে এখানে সেখানে আড্ডাই, আমাদের তো জীবনে দুই টাকার বাদামও খাওয়াইলো না! চট্রগ্রামের ব্লগারদের প্রতি কর্তৃপক্ষের এই আচরনের তীব্র ধিক্কার জানাই।

২৩

শওকত মাসুম's picture


এতোদিনে সিওর হইলাম কর্তৃপক্ষ আসলে ছেলে। Tongue

২৪

তায়েফ আহমাদ's picture


Wink ক্যাম্নে সিওর হৈলেন......বুঝায়া দ্যান... Wink

২৫

শওকত মাসুম's picture


চট্টগ্রামের প্রতি বিশেষ পক্ষপাতিত্ব দেইখা। Tongue

২৬

মেসবাহ য়াযাদ's picture


লা জবাব ! কমেন্টস অব দ্য ডে... Wink

২৭

তায়েফ আহমাদ's picture


ওয়াস্তাগ্‌ফিরুল্লাহ্.............। Sad
নাউযুবিল্লাহ্‌.............। Sad
ইয়া খুদা! ইয়ে তো গযব্‌ হো গায়া.......। Steve

২৮

জ্যোতি's picture


এতক্ষণে বুঝলাম। Tongue আমি তো চিন্তায় ছিলাম, কর্তৃপক্ষ ছেলে এইটা কেম্নে বুঝলো মাসুম ভাই! নাউজুবিল্লাহ।

২৯

মেসবাহ য়াযাদ's picture


তাছাড়া জয়ি, মাসুম ভাইয়ের ব্যক্তিগত অভিজ্ঞতাওতো বড় বেশি সুখের না...

৩০

তায়েফ আহমাদ's picture


কন কী মেসবাহ ভাই? Shock Shock Shock
জাতি বিস্তারিত জানতে চায়!!! Big smile Big smile

৩১

মীর's picture


চকলেট, ফ্রেঞ্চফ্রাই, লাচ্ছি, ফুচকা ..তাও আবার দইফুচকা।

বাহ বাহ। বেশ।

৩২

তায়েফ আহমাদ's picture


ঝালফুচ্‌কা-দইফুচ্‌কা দুইটাই আছিলো...Smile Smile

৩৩

চাঙ্কু's picture


চকলেট খাইতে পারলাম না । আফসুস

৩৪

তায়েফ আহমাদ's picture


এখন আফসুস খান..

৩৫

তানবীরা's picture


Sad(

৩৬

বোহেমিয়ান's picture


কর্তৃপক্ষরে কেউ চিনলে একটু বইলেন। বাঁশ ডলা দেওনের ব্যবস্থা করতে হবে।আমরা যে মাঠে ঘাটে এখানে সেখানে আড্ডাই, আমাদের তো জীবনে দুই টাকার বাদামও খাওয়াইলো না! চট্রগ্রামের ব্লগারদের প্রতি কর্তৃপক্ষের এই আচরনের তীব্র ধিক্কার জানাই।

৩৭

তায়েফ আহমাদ's picture


Crazy আঙুর ফল টক হৈলে কতৃপক্ষের কী করনীয়??
আমরা রেসিডেন্ট...।
Crazy

৩৮

রাজসোহান's picture


Puzzled

৩৯

তায়েফ আহমাদ's picture


এইখানেও হানা দিছো! Crazy Crazy

৪০

রাজসোহান's picture


আচ্ছা যাইতাছিগা , ৩টা পোস্ট দিসিলাম তাও ড্রাফট কৈরা যাইতাছি Sad

৪১

তায়েফ আহমাদ's picture


হা হা হা................ Crazy

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.