ইউজার লগইন

কেনো ছেলেদের সাথে পরামর্শ করা যায় না ????

পুরুষ মানুষের সাথে জটিল কোন ব্যাপারে আপনি চাইলেও পরামর্শ করতে পারবেন না। আল্লাহ তাদের মস্তিস্কের এক পাশে আইসক্রীম দিয়া রাখছেন। এটা আমার কথা না, মহান মহান নারীদের এই উপলব্ধি। কিন্তু কেনো কেনো কেনো মহান আল্লাহ তা'লা তার সৃষ্টির পেয়ারা জীবকে এভাবে ঠকালেন??? জানতে হলে নীচের অংশটুকু আপনাকে পড়তেই হবে।

untitled

এটা নিছক হাস্য রসের জন্য দেয়া। কাউকে আহত - নিহত করা আমার উদ্দেশ্য নয়। কেউ মাইন্ড খাইলে নিজ দায়িত্বে খাবেন। আমি মোটেই এই জন্য দায়ী নই। আমি এটা এক বন্ধুর কাছ থেকে পেয়েছি, আমরা বন্ধুর বন্ধুদের সাথে এই মজা ভাগ করে নেয়াই আমার উদ্দেশ্য।

ধন্যবাদ।
০৯.০১.১০

পোস্টটি ৯ জন ব্লগার পছন্দ করেছেন

~স্বপ্নজয়~'s picture


হা হা হা হা হা হা হা ...

তানবীরা's picture


থ্যাঙ্কু ঃ)

নজরুল ইসলাম's picture


পরামর্শ করার কী আছে? ছেলেদের লগে খালি প্রেম করবেন... আমরা তো প্রেমিক জাতি... বুঝতে হবে

তানবীরা's picture


কইতাছেন প্রেম করার জন্য বুদ্ধির দরকার নাই ???!!! খিকজ

নজরুল ইসলাম's picture


প্রেমে পড়লে তো ছেলেরা এমনিতেই বোকা হয়ে যায়। নির্বুদ্ধিতাই তো প্রেম।

তানবীরা's picture


মেয়েদের পক্ষ থেকে প্রেম মানে কিন্তু বুদ্ধি শুদ্ধির পরিচয় ঃ)

আত্তদ্বিপ's picture


প্রেম করার জন্য আবার বুদ্ধি লাগে নাকি? কারন, বুদ্ধি থাকলে কেও আবার প্রেম করে নাকি?

তানবীরা's picture


ভাবছি ঃ)

মানুষ's picture


টিভিতে একটা প্রোগ্রাম দেখেছিলাম, জাপানে একটা ঘড়ির কারখানাতে কর্মি হিসাবে শুধু মেয়েদের নিয়োগ করা হয় কারণ ছেলেরা নাকি মেয়েদের মতো মনযোগি নয়। কই যাই!

১০

তানবীরা's picture


এইজন্যই জাপান এতো উন্নতি করছে। যে জাতি মেয়েদের মূল্যায়ন করে না তারা ততো পিছে ঃ)

১১

নীড় সন্ধানী's picture


পুরুষ মানুষের সিপিউ ক্যাপাসিটির ৫০% রান করে, ৫০% রিজার্ভ থাকে। প্রতি দুইটার মধ্যে একটা সমস্যা ভুলে যাওয়া গড় হিসেবে ঠিক আছে। :)

১২

তানবীরা's picture


মানে ৫০%। ডাহা ফেল

১৩

মুকুল's picture


১৯ বছরের তরুণীরে দিক্কার! ভার্জিন পুলারা পথে পথে ঘুরে, আর ওই ছুড়ি গেছে ৩৪ বছরের বু্ইড়ার কাছে! কলি কালের ছুড়িগো বাছ বিচার নাই!

১৪

তানবীরা's picture


হাহাহাহাহাহা

১৫

টুটুল's picture


বাংলাদেশে টাকা ছাপার কারখানায় টাকার একুরেসি টেস্ট কৈলাম মেয়েরাই করে... ওইখানে কোন পোলার বেইল নাই... করণ কি?

কারণ হৈল ... ছেলেদের ভাবনার বড় একটা অংশ জুইরা আছে মেয়েদের প্রতি ভালোবাসা ;) ... কিন্তু মেয়েদের ভাবনায় খালি টাকা :(

১৬

শাতিল's picture


টুটুল ভাই আপনের জন্য রইল নুরুমনিকের্ডানহাত

১৭

তানবীরা's picture


মেয়েরা বাস্তববাদী। ছেলেদের মতো নাকি? ঃ)

১৮

রায়েহাত শুভ's picture


ফটুক আইতে জেবন কালা হইয়া গেলু :( ফটুকটা দেকতে পারলাম না তাই মাইনাস দিককার ইত্যাদি জানায়া গ্যালাম...;) ;)

১৯

তানবীরা's picture


আইচ্ছা যান কাইন্দেন না। নেন দুইটা লাঠি বিস্কুট আপনের জন্য

২০

রায়েহাত শুভ's picture


লাডি বিস্কুট না পছন্দ... গরররর.... দিলে এট্টু ভালু কিছু দেন তা না, কিপ্টা কুনহানকার

২১

তানবীরা's picture


কিপ্টারে কিপটা কইলে দিলে লাগেগো ভাইডি। আচ্ছা যান দুই খান বেলা বিস্কুট, শুধু আফনের জইন্যে।

২২

জ্যোতি's picture


ছেলেদের ভাবনার বড় একটা অংশ জুইরা আছে মেয়েদের প্রতি ভালোবাসা ;) ...টুটুলের মন্তব্য দেইখা আর পোষ্ট পইড়া চোখ গোল গোল হয়ে গেছে।এই বুঝি বালোবাসার নমুনা।নাকি ভালোবাসার লোকাল বাসের মত যারে পায় উঠাইয়া লইতে চায়???

২৩

তানবীরা's picture


বুকে আসো জয়িতা। সাধে কি কয়,

পুরুষ পোলার বালোবাসা
আর কচু পাতায় পানি
আইজ আছে কাইল নাই
কইলো সইন্ধ্যারানী

২৪

জ্যোতি's picture


পুরুষ মানুষ হইলো বদের হাড্ডি....ভালোবাসা বুঝার মত এত ক্ষমতা এদের কই?সত্যি কথা স্বীকার এরা করবে না। ভাব দেখাবে কত কি!!!!!!! আজব চীজ আল্লাহ বানাইলো

২৫

তানবীরা's picture


আল্লাহর কি কুদরত

পুরুষের মাথায় শরবত

২৬

সোহেল কাজী's picture


মেয়েরা নাকি আইস্ক্রীম পছন্দ করে তাই পুলাগো ব্রেনের একদিকে আইস্ক্রীম। আর পুলারা ধুমা পছন্দ করে বইল্যা মাইয়াদের মাথা পুরাটাই ফাঁপা ধুমা

২৭

তানবীরা's picture


হ কইছিলো আপনারে। নেন আপনে এইটা পড়েন

http://www.sachalayatan.com/tanbira/29075

২৮

সোহেল কাজী's picture


পড়ছি কমেন্ট সহকারে।
আমি লিঙ্ক দিতে গেলে পুরা সিরিজের লিঙ্ক দিতে হৈবেক তাই অফগেলাম
তয় সচলের লেখাটা উমদা হৈছে

২৯

তানবীরা's picture


লিঙ্ক দেন। পইড়া জ্ঞিয়ান অজ্জন করি

৩০

নুশেরা's picture


অনুসিদ্ধান্ত ১. ছেলেদেরকে যা বলা হয় (যা দেখানো হয়) তার বড়জোর চল্লিশ পার্সেন্ট তাদের কানে যায় (চোখে পড়ে)।

অনুসিদ্ধান্ত ২. মেয়েদের কাছে যেটা "সম্ভব না", ছেলেদের কাছে সেটাই "সম্ভাবনা"।

৩১

তানবীরা's picture


চল্লিশ পার্সেন্ট আমার সংসারের হিসাবনুযায়ী বড্ড বেশি। বাজারে পাঠাইলে তিনটা জিনিসের জন্য পাঁচবার ফোন করে। তারপর বাসায় এসে বলে খুঁজে পায় নাই, শেষ হয়ে গেছে ইত্যাদি।

ম্যাক্সিমাম বিশ। গড়পড়তা দশ।

৩২

নুশেরা's picture


পোস্টে তোমার দেয়া সমস্যা-সমাধানের উদাহরণের পরিপ্রেক্ষিতে বললাম। বাস্তবতা সবসময়েই বিচিত্র, সন্দেহ কী!

৩৩

তানবীরা's picture


৩৪

শওকত মাসুম's picture


বাজারে পাঠাইলে আমিও ইচ্ছা কইরা তিনবার ফুন করি এবং ভুল জিনিষ আনি। তারপর আমারে আর বাজারে পাঠায় না।

এইবার  কি বুঝলেন???

৩৫

বোহেমিয়ান's picture


সিরাম তো!!! গর্বে বুক ফুলে গেলো Tongue Tongue

মাসুম ভাই এর নিচের সাউন্ড এডভাইস আর নুশেরা আপুর কমেণ্ট খানা পইড়া তো *শতানি* হাসি থামাইতে পারতাছি না!!!

৩৬

জেবীন's picture


 

তানবীরা... হতাহতরা ধুমছে মতামত দিতেছেন...  মনে পড়লো একটা কথা "ফ্রিজ খুলে কে রে... আমি আইসক্রীম খাই না"

৩৭

তানবীরা's picture


ফ্রিজ খুলে কে রে... আমি আইসক্রীম খাই না"

এইটা আজকে থেকে আমার শ্লোগান।

৩৮

হাসান রায়হান's picture


আমি ফ্রিজের কাছেও যাই নাই, কিছু বলি নাই। ;)

৩৯

তানবীরা's picture


ভাইজান, আমার একখান মারাত্বক কিছিমের ফটুক তুইল্যা দেনতো।

৪০

হাসান রায়হান's picture


ঢাকা আসলে আওয়াজ দিয়েন। আপনারে নিয়া ফটো সেশন করবোনে।

৪১

সাঈদ's picture


আমি আর কিছু কওনের পাইলাম না, সবাই সব কইয়া দিছে।

৪২

তানবীরা's picture


ছুম্মা আমিন

৪৩

টুটুল's picture


ফ্রিজ কি?

৪৪

তানবীরা's picture


গোল একটা খুলি যার একপাশে জমাট বাঁধা আইসক্রীম থাকে। যাহা কোনদিনই কাজে আসে না

৪৫

টুটুল's picture


ইশশ
আপ্নারা কত্ত কিছু জানেন ;)

৪৬

মেসবাহ য়াযাদ's picture


প্রেম করার জন্য আবার বুদ্ধি লাগে নাকি? কারন, বুদ্ধি থাকলে কেও আবার প্রেম করে নাকি?

৪৭

তানবীরা's picture


৪৮

পুতুল's picture


হিহিহিহহিইহিহ

৪৯

তানবীরা's picture


হিহিহিহি

৫০

শওকত মাসুম's picture


এই গল্পটা তো পুরানা। 

মেয়েদের  কাছ থেকে সর্বদা ১০০% সাউন্ড এডভাইস পাওয়া যায়। এর মধ্যো ১০% এডভাইস আর ৯০% সাউন্ড।

৫১

তানবীরা's picture


দূরে গিয়া মরেন মাসুম ভাই

৫২

শাওন৩৫০৪'s picture


Laughing LaughingLaughingLaughingLaughingLaughingLaughingLaughing

৫৩

রোবোট's picture


গাড়িটার কি হৈসিলো  জানতে পারলাম না। আফসুস

৫৪

নুশেরা's picture


Smile Laughing 

৫৫

তানবীরা's picture


গাড়িটাকে উড়োজাহাজে রুপান্তর করে উড়িয়ে দেয়া হয়ছিল অবশষে

৫৬

শাওন৩৫০৪'s picture


মহিলা ঐ চিডি কার কাছে পাঠাইছিলো?....Laughing out loudBig Grin:D:D

৫৭

তানবীরা's picture


আপনার কাছে আবার কার কছে ঃ)

৫৮

রেজওয়ান শুভ's picture


মজার পোস্ট। এইখানে আমি ২-১জন ব্লগারের অনুপস্থিতি ভীষনভাবে অনুভব করতেছি .. তারা থাকলে এই পোস্টেই পুরুষতন্ত্র , নারীবাদ নিয়া ধুন্ধুমার লাইগা যাইতো .. যাই হোক , উচ্চমার্গীয় কিছু ব্লগার এর অনুপস্থিতিতে কিছু নিম্নমানের নোংরামী হয় নাই তাতেই আমি খুশি ...

৫৯

নুশেরা's picture


রেজওয়ান শুভর মন্তব্যের টোন আপত্তিকর। এবিতে এ ধরণের মন্তব্য আশা করি না।

৬০

ভাস্কর's picture


আমি রেজওয়ান শুভ'র বক্তব্য বুঝি নাই আসলে...উনি যেই ২/১ জনের দিকে আঙুল তুললেন সেইটা উদ্ভট লাগলো। এইরম জাজমেন্ট নির্ভর আচরণ খুব বাজে প্রবণতা। আমার মনে হয় এই ধরণের মন্তব্য করলে আরো ডিটেইলে করা প্রয়োজন...

৬১

নুশেরা's picture


নিজের সম্পর্কে কারো জাজমেন্ট যদি এমন হয়- "মাইয়া মাইনষের মতো মিনমিন করি না"- তাহলে তার শোধরানো কঠিন; অন্ততঃ সময়সাপেক্ষ। পোস্টটার আবহ নষ্ট করতে অমন একটা মন্তব্যই যথেষ্ট, আবার ডিটেইল...

৬২

রেজওয়ান শুভ's picture


আচ্ছা ঠিকাছে ....

কোনো একসময়ের একটা মন্তব্যের বিকৃত ব্যাখ্যা এখানে না দিলে চলতো না ??

৬৩

নুশেরা's picture


আমি দিলাম উদ্ধৃতি, কোন ব্যাখ্যা না।
আর "এখানে না দিলে চলতো না?"- এই প্রশ্নটা নিজেকে করে দেখ শুভ।

৬৪

রেজওয়ান শুভ's picture


ভুল জায়গায় ভুল উদ্ধৃতি ভুল ব্যাখ্যার চেয়েও খারাপ .. আপনারা লিটারেচারে ভালো , কিভাবে সত্যের অর্ধেকটুকু বলে সেটাকে একটা জঘন্য অর্থ দেয়া যায় সেটা আপনাদের চেয়ে ( অন্তত আপনার চেয়ে ) ভালো আর কে জানবে ?

আশা  করি সামনে থেকে অফটপিক খোঁচাখুচি আর দেখবো না , আমি মানুষকে সন্মান করি এবং করতে চাই , তবে কারো কাছে মাথা বিক্রি করে দিয়া আসি নাই ....

ভবিষ্যতে  এই টোনে কথা বলতে বাধ্য না করলে বাধিত থাকবো ....

৬৫

রেজওয়ান শুভ's picture


খুবই সন্মানিত হইলাম .. এতো সন্মান নিয়া আমার নাম উচ্চারনের দরকার নাই , শুধু শুভ বললে খুশি হবো ...

আর  ভাববাচ্যে কথা না বললে আরো ভালো লাগতো .. এখনই এতো দুরুত্ব তৈরি হইছে ভাবতে ভালো লাগতেছে না .....

৬৬

নুশেরা's picture


এই পোস্টে অফটপিক কমেন্ট এখানেই শেষ হয়ে যাক, এমন আশা রাখি। তানবীরা আমি দুঃখিত...

৬৭

নুশেরা's picture


এই পোস্টের কমেন্টস্ট্রিমে মডারেটরের দৃষ্টি আশা করছি।

৬৮

শওকত মাসুম's picture


খুবই হতাশ হলাম।

এভাবে কেউ কথা বললে তাদের পাশে থাকতে ইচ্ছা হয় না।

 

`আপনারা লিটারেচারে ভালো , কিভাবে সত্যের অর্ধেকটুকু বলে সেটাকে একটা জঘন্য
অর্থ দেয়া যায় সেটা আপনাদের চেয়ে ( অন্তত আপনার চেয়ে ) ভালো আর কে জানবে ? '

এসব  পড়ার জন্য এখানে কেউ আসে না শুভ। আপনাকে পছন্দ করি বলেই বললাম।

এসব  মন্তব্য মুছে ফেলা হোক।

৬৯

জ্যোতি's picture


আমরা বন্ধু ব্লগে কারো কাছ থেকে এমন মন্তব্য আশা করিনি। হতাশ হলাম।এখানে সবাই এক টা পরিবারের মত। আর রেজওয়ান শুভ যে কমেন্ট দিলেন পোষ্ট টা এমন কমেন্ট করার জন্য না।

৭০

জেবীন's picture


মজার লেখাকে মন্তব্যের বানে মজার করে তোলাই কাম্য আমরাবন্ধু তে ...... বন্ধুদের আড্ডায় কথার পিঠে কথা চালাতে চাই আমরাবন্ধু তে, লেখা দেবার আগে যেন চিন্তা করতে না হয় কটাক্ষের কিবা বাজে টোনের কথার মুখোমুখি হবো এখানে এসে...  

রেজওয়ান শুভ, আপনার বক্তব্য বুঝি নাই আসলে, তবে এমন টোনের কথাতো পোষ্টটার মজার আবহটাই নষ্ট করে দিতে যথেষ্ট...

৭১

আহমেদ রাকিব's picture


মজার পোষ্টে অনেক মজার কমেন্ট পড়তে পড়তে শেষ দিকে আইসা মনডা খারাপ হয়ে গেল। Sad

৭২

নজরুল ইসলাম's picture


`আপনারা লিটারেচারে ভালো , কিভাবে সত্যের অর্ধেকটুকু বলে সেটাকে একটা জঘন্য অর্থ দেয়া যায় সেটা আপনাদের চেয়ে ( অন্তত আপনার চেয়ে ) ভালো আর কে জানবে ? '

এই মন্তব্যে আপত্তি জানাইলাম। এভাবে সবাইকে কটাক্ষ করাটা নোংরামি। মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করছি।

৭৩

হাসান রায়হান's picture


বুঝলাম্না কিছুই। রেজোয়ান শুভ ক্যান বেহুদা এইখানে এরম করল। একটা ফান পোস্টে আইসা টপিকের বাইরে অন্যদের লইয়া বিষদাগারের উদ্দেশ্য ভালো মনে হইল না।

৭৪

শাতিল's picture


এই টাইপের ব্লগার আমরা বন্ধুর জন্য ঠিক না।

৭৫

জ্যোতি's picture


মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করছি

৭৬

লোকেন বোস's picture


রেজওয়ান শুভর আচরণ ভালো লাগলো না। কেন তিনি সবার সম্পর্কে এরকম ধারণা পোষণ করেন, সেই ব্যাখ্যা জানতে আগ্রহী।

আর 'আমরা বন্ধু'র কোনো সদস্যের কাছ থেকে এরকম মন্তব্য আশা করি না। মডারেটরদের অনুরোধ করছি বিষয়টা নিয়ে ভাবতে।

শুধু পরিবেশের জন্যই এই ব্লগে আসি, অন্যখানে যাই না। এখানেও এরকম পরিবেশ তৈরি হলে সেটা দুঃখজনক হবে।

৭৭

নীল ঘুর্ণি's picture


শুধু পরিবেশের জন্যই এই ব্লগে আসি, অন্যখানে যাই না। এখানেও এরকম পরিবেশ তৈরি হলে সেটা দুঃখজনক হবে।

আমি একদমই নতুন ব্লগার(ব্লগার বলাটা শব্দটির প্রতি অবিচার-আমি বড়জোর পাঠক), কিছুদিন সামুতে ছিলাম। কিন্তু, খুব একটা কমেন্ট-টমেন্ট করতাম না। শুধু এখানকার পরিবেশটা খুব আপন মনে হয়, তাই মাঝে মাঝে কমেন্ট করি। আশা করি ব্লগের পরিবেশ আগের মতোই থাকবে।

৭৮

শাতিল's picture


ঘ. এক বন্ধু অপর বন্ধুকে অসম্মান করে কিছু বলা থেকে বিরত থাকবেন বলেই আশা করছি। কাউকে ব্যক্তি আক্রমণ করা যাবে না। কোন ধরনের ঔদ্ধত্বপূর্ণ আচরণ কোন ভাবেই গ্রহণ যোগ্য নয়। কেউ অভিযোগ করলে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। সমালোচনার সুস্থ দিকটিকে সবসময়ই উৎসাহ দিবে আমরা বন্ধু। পারস্পরিক পিঠ চাপরানোর চেয়ে বন্ধুরাই বন্ধুদের গঠনমূলক সমালোচক হয়ে উঠবে, এটাই প্রত্যাশা করে আমরা বন্ধু। উস্কানীমূলক কিছুই এখানে পোস্ট করা যাবে না।

৭৯

অরিত্র's picture


দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভাল। সেটা আবার প্রমাণিত হলো। শুভ আপনার সাথে বন্ধুত্বে বিব্রত বোধ করছি। নিজেই জায়গা পরিবর্তন শোভন হবে।

৮০

বিষাক্ত মানুষ's picture


আপনের জন্য একখান লেখা দিতে মঞ্চাইতাছে । আমার ফুপাত বোনের কাহিনী ....

৮১

মুকুল's picture


শুভ'র কয়েকটি মন্তব্য একেবারেই অগ্রহণযোগ্য এবং হতাশাজনক। এবি'র সদস্যদের প্রতি শ্রদ্ধাবোধ না থাকারই পরিচয় বহন করে। আশা করি শুভ নিজের ভুল স্বীকার করে সংশ্লিষ্টদের প্রতি ক্ষমা চাইবেন।

৮২

সাঈদ's picture


ভাই শুভ

 সবাইকে নিজের মত মনে করেন কেন ? আপনি হয়তো চাইছিলেন একটু নোংরামি হোক, না পাওয়া তে আপনি শুরু করে দিলেন।

 

আপনার এমন নিচু মানসিকতা দেখে আপনার জন্য আফসোস হচ্ছে। আপনি গ্লাসের আধা খালী দেখতে পারেন, ভরা না। 

এই মন্তব্য কি মুছে ফেলা যায় ?

 

 

৮৩

ভাস্কর's picture


যাই হোক , উচ্চমার্গীয় কিছু ব্লগার এর অনুপস্থিতিতে কিছু নিম্নমানের নোংরামী হয় নাই তাতেই আমি খুশি ...

ভবিষ্যতে  এই টোনে কথা বলতে বাধ্য না করলে বাধিত থাকবো ....

এইরম মন্তব্য করার অর্থ আমি বুঝি নাই আগে। তয় পরে নুশেরার বক্তব্যে কিছু বিষয় খোলাসা হইলো। পূর্ব শত্রুতার জের ধইরা এমন মন্তব্য আসলেই ছোটলোকীপনা...এইরম ছোটলোকীপনার বিরুদ্ধে মডারেটরের বক্তব্য জানতে আগ্রহী হইলাম...

৮৪

আপন_আধার's picture


আমরা বন্ধু'তে কোনোরকম ছোটলোকীপনা চাইনা

৮৫

মডারেটর's picture


রেজোয়ান শুভ,

আপনার অবস্থান এবং বন্ধুদের আহ্বান আমরা বন্ধু ব্লগকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। নিশ্চয় আপনার অনুধাবনে এটা পরিষ্কার যে, পারিস্থিতি পুরোটাই আপনার প্রতিকুলে এবং এটা আপনারই তৈরী। ব্লগারগন আপনার সাথে এখানে আর আরাম বোধ করছে না করার কথাও না। এ অবস্থায় আপনি হয়তো নিজেও থাকতে চাইবেন না। আশা করছি ব্লগারদের অবস্থান আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

যেখানেই ব্লগিং করুন না কেন এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটুক এই কামনা রইলো।

৮৬

মডারেটর's picture


এই বিষয়ে আর কোন কমেন্টস না করার অনুরোধ রইল।

৮৭

নরাধম's picture


 

 

হাহাহা.......ব্যাপকস  পোস্ট!

৮৮

মীর's picture


হুমম। একটা পোস্টই পড়লাম।

৮৯

নীল ঘুর্ণি's picture


আইচ্ছা পোস্টটা কি নিয়া ছিলো, নিচে আইতে আইতে ভুইলা গেলাম তো।
মনে হয় আইসকিরিম নিয়া ছিলো!!! সংযমের মাসে এইসব খানা-খাইদ্য নিয়া আলোচনা না করিবার অনুরোধ রইলো। Big smile

৯০

রাসেল আশরাফ's picture


ধুর!!!!!!!!পোস্ট পইড়া কত কি মাথায় আসছিলো।

সব ভুইলা গেলাম। Crazy Crazy Crazy Crazy

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

তানবীরা's picture

নিজের সম্পর্কে

It is not the cloth I’m wearing …………it is the style I’m carrying

http://ratjagapakhi.blogspot.com/