একটা যৌতুক নেন সরি কৌতুক শোনেন
একবার এক পত্রিকায় শিরোনাম হইলো '' পুলিশের গু খেয়ে বক নিহত ''
পরদিন এইটা নিয়া ব্যপক আলোচনা সারাদেশে .........কেমনে কি হইলো ??? পুলিশের ক্রসফায়ারে পোলাপান মারা যাইতাসে কিন্ত গু খাইয়া বক কেমনে মরে ??????? আজিব !!!!!!!
পরদিন সেই পত্রিকা আবার হিট.......
''গতকালের শিরোনামটি
আসলে হবে ''পুলিশের গুলি খেয়ে যুবক নিহত ''
আমাদের এই অনাকাংখিত '''''''পাছার ''''''' ভুলের কারনে আমরা দুঃখ প্রকাশ করছি ।
যারা এখনো বুজবার লাগেন নাই তাগো লাইগা ..ঐটা হইবো ''''ছাপার '''' ভুল......বুজ্জইন।
ফেইস বুক এ এটা নিয়ে যে তোলপার হলো তা এখন বুঝতে পারলাম।
বুঝি নাইরে ভাই

আমি face book এ status দেখলাম একজন এর। তখন বুঝতে পারিনাই. এখন বুঝতে পারলাম ।
নতুন কৌতুক পোস্ট করেন ভাই, আমরা পড়ি ও মজা পাই। এই কৌতুক অন্য ব্লগে ২৮ তারিখেই পরেছি। নীতিমালায় এই ব্লগে অন্য ব্লগে পূর্বে প্রকাশিত লেখা দেয়ায় বারন আছে।
ওহো সরি আছি .... ঐটা আমারই ব্লগ । এখন একটু ব্যস্ত আছি তাই ভাবলাম আমার লেখাই যখন তখন নতুন লেখা না দিয়া পুরানটা এই ব্লগে দিতে কি সমস্যা । ব্যপারটা বুঝতে পারি নাই। নিজের লেখাও কি প্রকাশ বারন যদিও তা আগে অন্য ব্লগে প্রকাশ আগে করি ?????????????? জানা থাকলে জানাবেন অনুগ্রহ করে।
ধন্যবাদ।
জ্বি, নীতিমালা ভালো ভাবে পরুন। পেয়ে যাবেন।
আপু সামুতে আমার যে ব্লগ আছে তা থেকে যদি আমারই লেখা এইখানে পোষ্ট করি তাহলে নীতিমালা লংঘন করা হবে ???????????????? যানেন নাকি এই ব্যাপারে ??????????
ব্লগের নীতিমালার এই ধারা ভংগের কারনে আপনার এই পোস্টটি প্রথম পাতা থেকে সরিয়ে আপনার পাতায় রেখে দেয়া হলো।
মন্তব্য করুন