কনফেশনের এই দুনিয়ায় কেউ কারো নয়!
কনফেশন ও সিক্রেট পেইজ গুলা নিয়ে এখন ফেসবুকে যে গজব চালু হয়েছে তা সমন্ধে আমি প্রথম জানি ১০-১১ দিন আগে সকাল বেলা হাটতে গিয়ে ছোট ভাই সাইফের মুখে শুনে। সে বলতেছে যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নানান পোলাপান কি সব কনফেশন পেইজ লিখতেছে তার বয়ান। সাত সকালে এই সব ফাউল প্যাচাল শুনতে আমার ইচ্ছা করে নাই। তাও যা বুঝলাম ওখানে ছেলে মেয়েরা কনফেশনের নামে একে অন্যের ক্রাশ ও প্রপোস করার ধান্দা করতেছে। আমি সাইফরে কইলাম তুমিও একটা পোস্ট দাও যে ' হে প্রিয় লম্বু তুমি আমার খুব ভালো বন্ধু। তুমি এয়ার কমোডরের ওই পাকিস্তান ক্যাডেট কলেজ ফেরত নসু হাওলাদারের চকলেট বয়কে ছাড়ো আমি তুমার প্রেমে হাবুডুবু'। সাইফ আমার কথায় হেসে বলে উঠলো শান্ত ভাই আপনার একটা প্রিয় গান আছে আমাকে আমার মতো থাকতে দাও তার একটা লাইন আছে যেটা ছিলো না ছিলো না সেটা না পাওয়াই থাক/ সব পেলে নষ্ট জীবন। আমার আর লম্বুরে দরকার নাই। একা একাই প্যারা খাই। আমি বললাম খাও একাই। কি আর করবা! কনফেশনে পোস্ট দাও দেখবা লম্বু সেই এয়ার কমোডরের পোলারে বয়ফ্রেন্ড থেকে বাদ দিছে। এই সব আলাপ আলোচনার কিছুদিন পরেই দেখি ফেসবুকের পাতায় এমনকি ব্লগিং জগতেও কনফেশন আর সিক্রেট পেইজের ছড়াছড়ি। আমি আগে জানতাম লোকজন চার্চে গিয়ে ফাদারের কাছে কনফেশন করতে যায়। স্কুলের বাচ্চারা মিসের কাছে কনফেশনের কথা জানাই। কিন্তু এখন সব কিছুর দায় ফেসবুকে গিয়ে লিখে আসেন আগডুম বাগডুম আর তাতেই নাকি শেষ কনফেশনের পালা। আবার কোন ইউনির নাকি মেডিকেল কলেজের পেইজে দেখলাম যে ওমুক ভাইয়ের গায়ের রং এতো কালো যে আমি বারবার ফিদা হয়ে যাই। কি অসভ্যতার চর্চা এখন ফেসবুকে জুড়ে। কাল দেখলাম ব্লগের কনফেশনের পোস্ট গুলা। আহা কি অমর সব ডায়লগ ভাইয়া আপনি যা লিখেন তাতে বারবার প্রেমে পড়ি, আপনার মুখ খারাপ গালি গালাজ করলেও আপনার চেয়ে ভালো মানুষ খুব কম ব্লগে, ভাইয়া আপনার প্রতিটা কমেন্টের জবাবে আমি ক্রাশ খাই বারবার। আমি ভাবলাম বড় বাচা বাচাইছে। সামুতে নাই। থাকলে কইতো হয়তো তুমার দাড়ি কমা ছাড়া বানান ভুল লেখা গুলোই আমার কাছে স্বপ্নের মতো লাগে। আমি গদগদ হয়ে কনফেশনে নামতাম হে অপরিচিতা তুমার কনফেশন দেখে আমি বিরাম চিন্হহীন ভালোবাসায় পড়েছি আটকে। আহা কাজ আর নাই দেশে, সব ফাউলের হইলো মেলা ফেসবুকেতে।
ইসলাম ধর্মে সব কনফেশনের বিধান গোপনে আল্লাহর সাথে। বিশেষ বিশেষ রজনীতে ইবাদতের মাধ্যমে গুনাহ মাফ করে দেবার অংগীকার করছেন। সেইখানে ফেসবুক পেইজে গোপনে পোস্টানো বা ফাদার বা হুজুরের কাছে গিয়ে নীরবে কনফেশনের কোনো ব্যাবস্থা রাখা নাই। যত বড় পাপ তার ক্ষমা আল্লাহর কাছে গিয়ে তওবা করতে হবে। তওবার কথা শুনলেই আবার হেফাজতে ইসলামের কথা মনে পড়ে যায়। নাদান নাস্তিক ব্লগারদের তারা তওবা পড়াতে চায়। যেহেতু অনলাইনের যুগ এখন হেফাজতের পেইজে গিয়ে তথাকথিত তাদের ভাষায় নাস্তিক ব্লগাররা নাম না প্রকাশ করে কনফেস করে তাদের বিরাগ ভাজন থেকে মুক্ত হতে পারে কিন্তু। তবে পেইজে বিভিন্ন কনফেস পড়ে আমি একটা জিনিস বুঝলাম যে বাংলাদেশের মোটামুটি ছাত্র সমাজ প্রেম পীরিতিতে ডেইলি বেসিসে দশবার করে পরে। তাই আজ যারে নিয়ে কনফেস করতেছে কাল আবার আরেক মেয়েরে নিয়ে কনফেসে মত্ত। দুর্ভাগ্য জনক ভাবে লেখা গুলো অপটুতার কারনে একি ধরনের। আবার অনেকে এমন ভাবে লিখছে যে সব কিছুই খোলামেলা। চেনা যায় সহজেই। ওর ওয়ালে লিখলেও যা এইসব পেইজে লিখলেও তা। আমার ধারনা এই ধরনের কনফেসগুলা জটিলতা বাড়াবে। দেখা গেলো এক মেয়েরে নিয়ে কনফেস লিখছে সে খেপে গিয়ে তার বয়ফ্রেন্ডের কাছে বিচার দিলো। আর আবেগের বহিপ্রকাশের কারনে নরম সরম ছেলেটা বডি ফিল্ডার বয়ফ্রেন্ডের হাতে খাইলো এক দফা মাইর। কিংবা এমনো হতে পারে কোনো ছেলে গার্লফ্রেন্ড নিয়ে সুখী জীবন। চিনে ফেলা এক সুন্দরীর তাকে নিয়ে কনফেস দেখে তার আর শ্যামলা বরন মায়াময় পুরানো গার্লফেন্ড আবার পছন্দ না। আবার অনেকে টিচার নিয়ে কনফেশন করলো যে স্যার আমি দিওয়ানা আপনাকে দেখেই। টিচার পড়ানো বাদ দিয়ে তারপর থেকে খুজে বেড়ায় কোন সেই মেয়ে আমার জন্য দিওয়ানা। ছেলেরা দেখা গেলো ম্যাডামের চেহারা আর বাক্য প্রক্ষেপণের কারনে প্রেমে হাবুডুবু। ম্যাডাম খুজতেছে কোন সেই বদের হাড্ডি। একটা কাহিনী মনে পড়ে গেলো। আমার ঢাকার এক বড় ভাই নাম পাপ্পু। উনি স্কুলে পড়তো ক্লাস টেনে নতুন ম্যডাম আসলো। তারে তো প্রপোস টপোস করে অস্থির অবস্থা। গার্জিয়ান ডেকে পানিশমেন্ট দিলো কঠিন। বাপের বিশাল ব্যাবসা। তাই টাকা চুরি করে নামে বেনামে ম্যাডামরে উপহার দিয়ে কলেজ আমলেই পটিয়ে ফেললো। তারপর মোবাইলে প্রেম। কলেজ পাশ করার পরে আট দশ বছরের বড় ম্যাডামকে বিয়ে করে সুখী সংসার। এখন ব্যাবসা দেখে বাপের। এই কনফেসন পেইজের আমলে থাকলে উনি এই কাজটাই করতে পারতো না। খালি বেনামে পোস্ট দিয়েই খালাস!
আমি ফেসবুকে মশকারী করে গ্রুপ পেইজের ওয়াল পোস্ট দিছিলাম যে এবির একটা কনফেশন পেইজ দরকার। কেউই তা পাত্তা দেয় নাই আর। তবে ঠিকই আছে না দিয়ে। গৌতম দা দেখাইছিলো যে পোস্ট কেমন হতে পারে যেমন বলছিলো যে ওমুককে খুব মিস করছি। আমি তখন ভাবলাম আসলে এই ব্লগটাতে কনফেশনের কিছু নাই। কারন প্রত্যেকটা ব্লগারই এইখানে মোটামুটি পারসোনালী ভারচুয়ালী অনেক দিনের চেনা একত্রে উঠা বসা। কে কারে কনফেইস করবে এখানে? আর ব্যাক্তিগত জীবনে আমার কনফেইস করার কিছু নাই। কারন প্রত্যেকটা অপরাধ করার পরেই আমি ধরা খাইছি ভাইয়া আম্মু আব্বুর হাতে। আর যেগুলা জিনিস বন্ধুদের কাছে গোপন রাখতে চাইছি তা কখনোই পারি নাই। আমি আর আমার বন্ধু আবীর এমনি এক গাধা ছিলাম। যে সব কিছু অকপটে সবাই জানিয়ে দিতাম আর পোলাপান তা নিয়ে মজা নিতো সমানে। এখন বড় হয়ে জেনে গেছি কথার মর্যাদার যে দিতে পারবে তাকেই বলতে হবে কথাটা। সবাইকে বলে দিলে নিজের ক্ষতি। কারন আমার এক্সপিরিয়েন্স বলে কাউকে দুর্বলতার কথা শেয়ার করলে সে সুযোগ খুজে বাশ দেয়ার। তাও আমার কনফেইস করার আসলেই কিছু নাই। কারন সব কথাই বলে দেই ব্লগে। তা যারা পড়ে তারা জেনে যায় আমি কেমন। মীর ভাই অনেক দিন নাই ব্লগে। কই ডুব দিছে কে জানে? হয়তো এসে কনফেইস করলো যে বিয়ে করে ফেললাম তাই সময় পাই নি! আমার আরেক বিশাল পাঠক একজন মায়াবতী এক্সামের ব্যাস্ততার কারনে আমার পোস্ট পড়ে না, মিস করি ব্লগে তাকে এইটাও একটা কনফেশন হতে পারে। নান্নুর দোকানে বাকী খাই। বিজি থাকার কারনে সামান্য কিছু হয়তো হিসেব করা হয় না বাদ পড়ে যায় তার জন্য কনফেশন হতে পারে। অনেকের ফোন আমি ইচ্ছা করেই ধরি না তার জন্যেও কনফেশন হতে পারে। ভার্সিটির এক মেয়ে বন্ধুর কাছে আমি টাকা পাই সে দেয় না তার জন্য সে কনফেসন করতে পারে। আর এতো দিন আগের সামান্য হাজার তিনেক টাকার জন্য আমি আশায় বসে থাকি তাও একটা কনফেসনের পোস্ট হতে পারে। ব্লগে তিন বছর পার করলাম অথচ তা নিয়ে একটা পোস্ট লেখা উচিত সামনেই হয়তো লিখবো তাও নিয়ে কনফেসন হতে পারে। বর্ণ বলছিলো জলের গান নিয়ে পোস্ট দিতে তাও হলো না। মন দিয়ে পড়ি না। খালি পাশ করার জন্য পড়ি তাও এক ধরনের কনফেসন। চাকরী খুব দরকার এখনই কিন্তু তেমন জরুরী ভাবে খুজছি তাও একধরনের কনফেসন। এই ব্লগে অনেকেই লিখে না তাদের উপরে মেজাজ খারাপ হয়। বেকারদের চেয়ে ব্যাস্ত আর বেশী কারা তাও তারা জানায় তারা অনেক বিজি তাই লেখার সময় নাই। অনেক স্টার ব্লগাররা এই ব্লগ ছেড়ে অন্য জায়গায় আস্তানা গাড়লো তাদের চলে যাবার কারন জানি না। বুয়া জঘন্য সব রান্না তাই খেয়ে পেটের বারোটা বাজাচ্ছি এইটাও এক ধরনের সিক্রেট। সাবেক সামু, পজেটিভ ওরফে সোহাগ ভাইয়ের এই ব্লগের আগমনে নিয়মিত পোস্টানোতে আমি আনন্দিত তাও একটা সিক্রেট। এই ব্লগের টুটুল ভাই, মাসুম ভাই, রাসেল ভাই, মিস্টি রাসেল ভাই, শুভ ভাই, সুমন ভাই ,ভাস্কর দা, মীর ভাই, অকিঞ্চন দা, স্বপ্নচারী ভাই, বর্ণ, ফেরীওয়ালা, মুরাদ ভাই, মেসবাহ ভাই সাইদ ভাই অনিমেষ দা, গৌতম দা আরো যারা আছে তাগো সবাইরে আমি খুব লাইক করি এইটা একধরনের সিক্রেট হলেও হতে পারে। তবে তার চেয়েও বেশী ভালোবাসি আপু সম্প্রদায়দেরদের যেমন লীনাপু, পারভীনাপু, শাপলা আপু, তানবীরাপু, জ্যোতিপু, জেবীন আপু, শর্মি আপু, নাজনীন আপু, বিল্লুআপু, রুম্পা আপু, সুমি আপু, নাজআপু, লিজা আপুদের আরো যারা বাকী আছে তাদের কেউ, এইটাওকি এক ধরনের কনফেশন বা সিক্রেট যাই বলি হতে পারে। অনেক দিন ব্লগার প্রিয় আর লাবনীকে দেখি না, বই পড়তে এতো ভালো লাগে তাও এখন আলসেমীতে পড়ি না এইটাও একটা হতে পারে কনফেসন। এইভাবে চিন্তা করলে শেষ নাই। তাই চিন্তার দরকার নাই ওতো। মন্দে ভালো বেচে যে আছি এই থার্ড ক্লাস একটা দেশে তাই শুকরিয়া।
সময়োপয়োগী সিরাম পোস্ট।
এফবির হোমপেজে কনফেশনের ভিড়ে একাউন্ট অফ কইরা দিতে মন চায়।
মীর ভাইরে মিস করি অনেক!
প্রিয় আর লাবনী আপুকেও।
থ্যাংকস বর্ণ।
লাবনীর কথা ভুলে গেছিলাম
শাপলা আপু, অনন্যা আর জোনাকি আপুও আসেনা অনেকদিন হইছে..
শাপলা আপি বিজি সময় পেলেই বসবে!
জুনাকের khobor jani na
আমি অনেক সময় তোমার পোস্ট পড়লেও আলসেমিতে কমেন্ট করি না। এইটা একটা কনফেশন !!
দরকার নাই কমেন্টের। কষ্ট করে পড়ো তাতেই ধন্য হই!
মজাই লাগে, তবে কামের কিছু না, আজাইড়া টাইপের আনন্দ ছারা আর কিছু না!
হক কথা!
অফিসের কাজের ফাঁকে ফেসবুকে মাঝে মাঝে ঢু মারি কিন্তু বেশীক্ষন থাকতে পারিনা, কাজে ডুবে পড়ি। সময়ের অভাবে নিয়মিত লেখা হয়ে ওঠে না, তবে তোমার পোষ্ট দেখলে ঢুকে পড়ি। লিখতে থাক হাত খুলে। শুভকামনা
আপনিও ভালো থাকেন। আপনিও লিখেন হাত খুলে!
ব্যাপক চূরি করে!
তোমার প্রেমে পড়ে কেউ কনফেস করছে?
সেরকম কোনো সম্ভাবনার ধারে কাছেও নাই!
পুরাতন সময়টারে মিস্করি
শুধু মিস না চরম মিস!
অলপ বয়সের লুকেরা কনফেস করে। বড়রা ভাবে, আমি করি আমার যা মন চায়, তোর না পোষাইলে রাসতা মাপ
কনফেস পোষট ভাল হয়েছে
আমি অল্পবয়সী হলেও ঐসব কনফেসে টনফেসে নাই। যা হবার তাই হবে। থ্যাঙ্কু!
আমার নাম নাই।
(
সরি আপু লেখার সময় ভুলে গেছি!
এড দিয়া দিছি সেই কবে
ধুর, গোপন কিছু কন
বলার মতো তেমন গোপন কিছু নাই! সবই বলে দেই সবাইকে
মন্তব্য করুন