এই বসবাস!
কবিতাটি খুব ছোট। কিন্তু পঞ্চাশ শব্দের নীচে কোন কিছু পোস্ট এখানে দেওয়া যায় না মনে হয়। তাই এই সব কথা লিখলাম। ছোট কোনোকিছু পোস্ট দেবার অন্য কোনো উপায় আছে কি? জানালে কৃতজ্ঞ থাকব।আপনাদের সাড়া পেলে ভালো লাগবে। পড়ে যা মনে হয় তাই লিখবেন আশা করি।
এই বসবাস, এক নক্ষত্র আকাশ;
মৃত্যুবোধ যেন নক্ষত্রের ভালোবাসা।
তুমি এক আশ্চর্য আঁধার শুধু
আমি তার গভীর কুয়াশা!
সুন্দর।
মীর, আপনাকে ধন্যবাদ
চমৎকার লাগলো...
টুটুল, আপনার চমৎকার লেগেছে জেনে সুখী হলাম।
টুটুল, আপনার চমৎকার লেগেছে জেনে সুখী হলাম।
অদ্ভুত সুন্দর!
এমন অণুকবিতা দিতে হলে কয়েকটা একসঙ্গে দেবেন। চাহিদা বলুন অথবা সমাধান; এটাই
নুশেরা, ধন্যবাদ আপনার মন্তব্য ও পরামর্শের জন্য। ভবিষ্যতে আপনার পরামর্শ কাজে লাগবে।
খুবই চমৎকার হয়েছে। ভাল লাগল।
ধন্যবাদ ভাই।
এই রকম অনুকাব্যগুলো কয়েকটা করে দিন, তাহলেই হয়।
ধন্যবাদ! মুক্ত বয়ান। এবার থেকে তাই করবো
বাহ। ভাল লাগছে
শওকত ভাই, আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
বাহঃ আর কিছু বলার আছে?
ভাই, আপনাকে ধন্যবাদ!
মিয়াভাই যেদিন কবিতাটি পুষ্টাকারে দিসিলেন সেদিনই পড়ছিলাম, কিন্তু কোন এক কারণে মন্তব্য করা হয়নি! আজ আমি সবার শেষে পড়ে গেলাম
( ফেল্টু হয়া গেলাম.... গৱৱৱৱৱ
বুদ্ধি তো পাইয়াই গেলেন। এরপর কয়েকটা একসঙ্গে দিবেন তাইলে আর খুচরা শব্দ উপ্রে যুগ করতে হয় না, কি কন? আজববব এত্তো কথার ভীড়ে আসল কথাই জানানো হয়নাই যে, কবিতাখান ভালা পাইছি
অপ্রাসঙ্গিক তবুও হুট করেই 'শিশিরকণা আর সূর্যের ভালোবাসার গল্পটা' মনে এসে গেলো, কবিতা পড়ে...জানেন্নি আপনি সেই গল্প? লোপামুদ্রার গানটা শুইন্যা নিবেন তাইলে 'রোদ্দূর বলে আসছি দাঁড়াও....' বহুত প্যাচাল করলাম
মনে কিছু নিয়েন না গো............
বাতিঘর, কেমন আছেন? বানান টানান ভুল থাকলে জানাইয়েন। ধন্যবাদ! গানটা শুনে ফেলব নিশ্চয়ই।
মন্তব্য করুন